Skip to main content

News BN

বিশ্বকাপে পরাক্রমশালী জার্মানি বাদ, নকআউটে জাপান

বিশ্বকাপে পরাক্রমশালী জার্মানি বাদ, নকআউটে জাপান

কাতার বিশ্বকাপে রোমাঞ্চ আর উত্তেজনা ছড়ানো রাতগুলো মধ্যে অন্যতম ছিলো বৃহস্পতিবার রাত। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামার আগে জার্মানির সামনে সমীকরণটা ছিলো, দ্বিতীয় রাউন্ডে যেতে হলে নিজেদের জয়ের পাশাপাশি কামনা করতে জাপানের হার। কিন্তু শেষ পর্যন্ত বাদই পড়ে গেল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ।অন্যদিকে নক আউট পর্বে চলে গেছে এশিয়ান জায়ান্ট জাপান। 

কোস্টারিকার বিপক্ষে ম্যাচে ৪ – ২ গোলের বড় জয় পেয়েছে জার্মানি। কিন্তু তাতেও কপাল পুড়ল তাদের। কারণ, গ্রুপের আরেক শক্তিশালী দল স্পেনকে ২ – ১ গোলে হারিয়ে দিয়েছে জাপান। আর তাতেই দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বনে যায় তারা। অপরদিকে গোল ব্যবধানে এগিয়ে থাকায় জার্মানিকে ছাপিয়ে নকআউটে গেল স্পেন।

এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বাদ পড়ল জার্মানি। এর আগে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের গ্রুপপর্ব পেরোতে পারেনি ২০১৪ সালের চ্যাম্পিয়নরা। এবার অবশ্য দলে এসেছে অনেক পরিবর্তন। কোচ এবং খেলোয়াড়ের বদল ঘটিয়েও  ভাগ্য বদলাতে পারলো না ফুটবলের এই পরাশক্তি।

অন্যদিকে এবার  বিশ্বকাপে শুরু থেকেই চমক দিয়ে যাচ্ছে  জাপান। নিজেদের প্রথম ম্যাচেই জার্মানিকে হারিয়ে তাক লাগিয়ে দেয় এশিয়ান জায়ান্টরা। অবশ্য দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিপক্ষে হেরে কিছুটা ব্যাকফুটে চলে যায় দলটি। কিন্তু জাপানিরা যে নকআউটে যেতে মরিয়া, তার ছাপ লক্ষ্য করা গেছে স্পেনের বিপক্ষে ম্যাচে। যেখানে আরো ধারালো হয়ে ফিরেছে তারা।

একই রাতে বিদায় ঘন্টা বেজে গেল বিশ্বকাপের আরেক হট ফেবারিট বেলজিয়ামের। শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে স্বপ্নভঙ্গ হয় দেশটির গোল্ডেন জেনারেশনের। আর তাতেই তোলপাড় সৃষ্টি হয়েছে বেলজিয়াম ফুটবলে। ইতোমধ্যে বিশ্বকাপ থেকে বাদ পড়ার সাথে সাথেই পদত্যাগ করেছে বেলজিয়াম কোচ।

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...