Skip to main content

News BN

বিশ্বকাপের পরেই অবসরে যাচ্ছেন মেসি? কি বললেন আর্জেন্টিনার কোচ?

বিশ্বকাপের পরেই অবসরে যাচ্ছেন মেসি? কি বললেন আর্জেন্টিনার কোচ?

চলতি বিশ্বকাপের পর আর কোনো বিশ্বকাপে দেখা যাবে না ভিন গ্রহের ফুটবলার খ্যাত আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ রাঙিয়ে তুলে মেসির একের পর এক দুর্দান্ত পারফরম্যান্সে তার দল এখন পৌঁছে গেছে ফাইনালে। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩ – ০

গোলের দুর্দান্ত জয় পেয়েছে লিওনেল স্কালোনির দল। তবে বিশ্বকাপ শেষ হওয়ার পরেই কি অবসর নিয়ে নেবেন ক্ষুদে জাদুকর? মেসি কি আর খেলবেন না? এমন প্রশ্ন অনেকের মনে। এবার আশার বানী শুনিয়ে সেই প্রশ্নের উত্তর দিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। 

স্কালোনি আশা করছেন এখনই অবসের যাবেন না মেসি। তিনি আরও বেশ কিছু ম্যাচ খেলবেন। স্কালোনি বলেন ” মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। সে ফুটবলটা হৃদয় দিয়ে খেলে।  আশা করব মেসির এই খেলার ক্ষুধাটা অনেক দিন থাকবে । আরও বেশ কিছু ম্যাচ খেলবে। দেখা যাক কী করে। আমরা ওর খেলা উপভোগ করি। আমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। বিশ্ব ফুটবলের জন্যও মেসি এক বড় নাম। তাই ওর ফুটবলে থাকাটা  খুব গুরুত্বপূর্ণ। “

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার  খ্যাত এই মহাতারকার বাঁ পায়ের জাদু দেখতে মুখিয়ে থাকে গোটা ফুটবল বিশ্ব। সেই প্রসঙ্গ টেনে স্কালোনি বলেন ” মেসিকে আমি চিনি। ও সব সময় জিততে ভালোবাসে। ও সব সময় খেলতে ভালোবাসে। মাঠে সে তার শতভাগ নিংড়ে দেয়৷ তার খেলতে চাওয়ার ইচ্ছা আমাদের আনন্দ দেয়। মেসি এখন প্যারিসে খুশি আছে। ওর পরিবারও খুশি আছে। ওর মত খেলোয়াড় দলে কে না চায় “। 

ফাইনালে মাঠে নামার আগে স্কালোনি তাদের নিজস্ব কৌশল নিয়েও কথা বলেন। তিনি বলেন, ” পত্যেক দলের গেইম প্লান আলাদা। সেই অনুযায়ী তারা খেলে, দল সাজায়। আমাদেরও নিজস্ব কৌশল রয়েছে। কিছু সময় বিপক্ষ কেমন খেলছে তার উপরেও আমাদের খেলা নির্ভর করে। তবে আমাদের কৌশল আমরা বদলাবো না। জেনেশুনে বুঝে সিদ্ধান্ত নেব আমরা “।  

আক্রমনাত্মক আচরণে বিশ্বাসী নন আর্জেন্টিনার কোচ। খেলায় হার জিত থাকবে কিন্তু প্রতিপক্ষের প্রতি আক্রমনাত্মক আচরণ করা তাদের স্বভাব নয় বলে জানান স্কোলানি। উদাহরণ হিসেবে  ব্রাজিলের সঙ্গে কোপা আমেরিকার সেই ফাইনাল ম্যাচের কথাও তুলে ধরেন তিনি। 

স্কোলানি  বলেন, ” প্রত্যেক ম্যাচেই আমাদের  নিজস্ব পরিকল্পনা থাকে।  আগের ম্যাচগুলোতে  যেভাবে খেলা উচিত সে ভাবেই খেলেছি। ফুটবলে এ রকম তর্কবিতর্ক হতেই পারে। তাই জন্য এক এক জন রেফারি থাকে। আর্জেন্টিনা এ রকম আচরণ কোনও দিন করে না। আমরা সৌদি আরবের কাছে হেরেও কিছু বলিনি। কোপা আমেরিকায় ব্রাজিলকে হারিয়েছিলাম। সেখানে মেসি, পারেদেস, নেইমার একসঙ্গে বসে ট্যানেলে গল্প করছিল। এই আচরণেই আমরা বিশ্বাস করি। “

সেমিফাইনালের ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমে জয় পেয়ে ২০১৮ সালের মধুর প্রতিশোধ নিলো লিওনেল মেসির আর্জেন্টিনা। ক্রোয়েশিয়াকে ৩ – ০ ব্যবধানে হারিয়ে শিরোপা জয়ের শেষ ধাপে এখন আর্জেন্টাইনরা। শিরোপা জিততে এখন তাদের সামনে আর একটি বাঁধা। এই বাঁধা পেরিয়ে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা রাঙাতে মরিয়া মেসি।

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...