Skip to main content

News BN

বিশ্বকাপের আগে রবের্তোর ইনজুরিতে দুঃচিন্তায় স্পেন

বিশ্বকাপের আগে রবের্তোর ইনজুরিতে দুঃচিন্তায় স্পেন

এক মাসও বাকি নেই কাতার বিশ্বকাপের। এর আগে বড় ধাক্কা স্পেন দলে। ইনজুরির কারণে বিশ্বকাপে খেলা প্রায় অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে স্পেনের সার্জিও রবের্তোর। চোটের কারণে আপাতত মাঠের বাইরে আছেন তিনি। যা স্পেনের জন্য বড় দুশ্চিন্তার বিষয়। 

গত রোববার অ্যাতলেটিকো বিলবাওর বিপক্ষে বার্সেলোনার হয়ে খেলতে নামে এই ফুটবলার। বার্সা গোলে জয় পেলেও চিন্তার কারণ হয়ে দাঁড়ায় রবের্তো। চোট পেয়ে তাকে মাঠ ছাড়তে হয় স্ট্রেচারে করে। যা বার্সার জন্য দুঃসংবাদ তো বটেই, সেই সঙ্গে স্পেনের জন্যও ভীষণ খারাপ সংবাদ। তাকে বিশ্বকাপে পাওয়াই যে এখন অনেকটা অনিশ্চিৎ।

রবের্তোর চোট নিয়ে বার্সার পক্ষ থেকে জানানো হয়, ” রবের্তোর বাঁ কাঁধের হাড় নড়ে গেছে। তাকে আপাতত আর পাওয়া যাবে না। তার মাঠে ফেরা নির্ভর করছে সেরে ওঠার ওপর।

আগামী ২০ নভেম্বর পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। আসরে অংশগ্রহন করবে মোট ৩২ টি দল। কাতারের মোট ৮টি ভিন্ন ভিন্ন শহরে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। সেখানেগ্রুপে খেলবে স্পেন। 

গ্রুপের তিন প্রতিপক্ষ কোস্টারিকা, জার্মানি এবং জাপানের মধ্যে কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপের অভিযান শুরু করবে স্পেন। ম্যাচটি শুরু হবে ২৩ নভেম্বর রাত ১০ টায় আল থুমামা স্টেডিয়ামে।সেই ম্যাচে রবের্তো কে পাওয়া যাবে কিনা এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে স্পেন দলে৷

 

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...