Skip to main content

News BN

বাংলাদেশি সমর্থকদের প্রতি ভালোবাসা দেখালো আর্জেন্টিনা

Argentina showed love to Bangladeshi fans

গোটা দুনিয়া জুড়ে লিওনেল মেসি আর তার দল আর্জেন্টিনার ভক্ত-সমর্থকের সংখ্যা অগণিত। তারমধ্যে বাংলাদেশের আনাচে-কানাচে  কোটি কোটি  আর্জেন্টিনা সমর্থকের দেখা মেলে। বিশ্বকাপ কিংবা অন্য যেকোনো প্রতিযোগিতায়, দূরদেশ থেকে মেসিদের অকুন্ঠ সমর্থন যুগিয়ে থাকেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা।এবার সেই ভালোবাসার প্রতি সম্মান আর ফিরতি ভালোবাসা আসলো খোদ আর্জেন্টিনা থেকেই। 

একবার ভাবুন তো, কোনো ম্যাচে গোল করার পর বাংলাদেশের পতাকা হাতে উদযাপন করছেন মেসি। দৃশ্যটি কেমন হবে? স্বপ্নের চেয়েও কম কি? বাস্তবে এমন  না হলেও, এবার এমন একটি এডিট  করা ছবি তৈরি করে তা প্রকাশ করেছে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল লিগের ফেইসবুক পেইজ।

কাতার বিশ্বকাপে বাঁচা-মরার ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ২ – ০ গোলের জয় পায় আর্জেন্টিনা। সেই ম্যাচে দলের হয়ে প্রথম গোলটি করেন মেসি। মেক্সিকানদের জালে বল পাঠিয়ে আর্জেন্টাইন নাম্বারটেনের উদযাপনের ছবিতে হাতে এডিট করে বাংলাদেশের পতাকা বসিয়ে দেওয়া হয়। ফেইসবুকে সেই ছবির ক্যাপশনে দেয়া হয়, ” লিওনেল মেসি বাংলাদেশ। “

এদিকে বাংলাদেশের থাকা আর্জেন্টিনা সমর্থকদের প্রতি এমন ভালোবাসায় মুগ্ধ বাংলাদেশি আর্জেন্টিনা সমর্থকরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের অনেকেই প্রশংসা করেছেন। তাদের দাবি দীর্ঘদিনের শিরোপা খরা কাটিয়ে এবার মেসির হাতেই উঠুক বিশ্বকাপের ট্রফি। মেসিরা কি পারবেন সমর্থকদের প্রত্যাশা পূরন করতে? উত্তর হয়ত সময়েই দেবে।

মেসিদের সামনে এখন বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ জয়ে টপকাতে হবে পোলিশ বাঁধা। রবার্তো লেভানডোফস্কির দলকে হারাতে পারলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হবে আলবিসেলেস্তেদের। এর আগে সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচটি হেরে অনেকটা ব্যাকফুটে চলে যায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...