Skip to main content

News BN

ফাইনালে আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক ফ্রান্সের অধিনায়ক

ফাইনালে আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক ফ্রান্সের অধিনায়ক

টানা দ্বিতীয়বারের মত বিশ্বকাপের ফাইনালে  বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। সেমিফাইনালে মরক্কোকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তারা। বিশ্বকাপের আগে দলটির একের পর এক ফুটবলারদের চোট যেন বিশ্বকাপের পথে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সব বাঁধা পার করে দুর্দান্ত ফর্ম নিয়েই ফাইনাল নিশ্চিত করেছে তারা। ফাইনালে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা।  বরাবরের মতো  ফাইনালেও প্রতিপক্ষ থেকে   নিজেদের সবকিছুতে এগিয়ে  রাখার চেষ্টা থাকবে বলে জানালেন দলটির অধিনায়ক হুগো লরিস। সেই সাথে আর্জেন্টিনাকে নিয়ে ফ্রান্স সতর্ক থাকবে বলেও জানিয়েছেন তিনি।

মরক্কোকে ২ – ০ গোলের ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। এবার ফাইনালের প্রতিপক্ষ আর্জেন্টিনাকে মোটেও সহজ হিসেবে দেখছেন না হুগো লরিস। যেখানে সর্বকালের সেরা ফুটবলার খ্যাত লিওনেল মেসি রয়েছেন। বয়সটা ৩৫ বছর হলেও তার খেলা দেখে সেটি মোটেও মনে হচ্ছে না। এই বয়সে এসেও ছড়িয়ে বেড়াচ্ছেন তারুণ্যের দ্যুতি। দলকে নিয়ে গেছেন শিরোপার দোরগোড়ায়। তাই ফ্রান্সের অধিনায়কের মতে মেসি তাদের জন্য বাড়তি চাপের কারণ। 

ক্রোয়েশিয়াকে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আর ফ্রান্সের জন্য তারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এমনটাই বললেন হুগো লরিস।  মরক্কোর বিপক্ষে ফ্রান্সের জয় পাওয়ার পর ফ্রান্সের অধিনায়ক লরিস বলেন, ” আর্জেন্টিনা অনেক বড় দল। ফাইনাল কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে, সেটা তারা দেখিয়েছে। “

তিনি আরও বলেন, ” মেসির মতো একজন খেলোয়াড় আছে তাদের। ম্যাচের ফলাফল মুহুর্তেই পালটে দিতে পারে সে। ফুটবল খেলাটায় মেসি ছাপ রেখে দিয়েছে। একটা দারুণ ম্যাচ হওয়ার সব উপকরণ আছে ফাইনালে। সবকিছু নিজেদের পক্ষে রাখার চেষ্টা করব আমরা। 

এদিকে সংবাদ সূত্রে জানা গেছে, ফ্রান্সকে সুখবর দিয়ে  দলে ফিরতে পারেন  করিম বেনজেমা। চোট কাটিয়ে তিনি এখন সম্পূর্ণ ফিট। ম্যাচ খেলার জন্যও ফিট এই ফুটবল তারকা। চোটে পড়ার আগে চলতি মৌসুমে দারুণ ছন্দে ছিলেন তিনি। নিজে গোল করা থেকে শুরু করে গোল করিয়েছেনও। তবে ফ্রান্সের কোচের কাছে তাকে মাঠে নামানো নিয়ে জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। এখন দেখার বিষয়  ম কোচ বেনজেমাকে সুযোগ দেন নাকি আগের ছন্দেই খেলান। 

আগামী রোববার ১৮ ডিসেম্বর সেই কাঙ্ক্ষিত শিরোপা জয়ের লড়াই। কাতারের লুসাইল স্টেডিয়ামে নিজেদের সেরাটা দিয়ে শিরোপা জিততে আলবিসেলেস্তেদের মুখোমুখি হবে দিদিয়ের দেশমের দল। ম্যাচটি হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়।

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...