Skip to main content

Prediction BN

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ ফ্রি টিপস । পোল্যান্ড বনাম সৌদি আরব: ২২ তম ম্যাচ

Poland vs Saudi Arabia

পোল্যান্ড বনাম সৌদি আরব ম্যাচের বিবরণ

ম্যাচ: পোল্যান্ড বনাম সৌদি আরব, ২২ তম ম্যাচ। কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ

তারিখ: ২৬ নভেম্বর ২০২২

সময়: ৭.০০ পিএম (GMT+৬), ৬.৩০ পিএম (GMT+৫.৫)

ভেন্যুঃ এডুকেশন সিটি স্টেডিয়াম, কাতার


পোল্যান্ড বনাম সৌদি আরব প্রিভিউ

দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে জনপ্রিয় বিশ্বকাপ ফুটবলে সি গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে পোল্যান্ড সৌদি আরব

পোল্যান্ড নিজেদের উদ্বোধনী খেলায় মেক্সিকোর সাথে গোলশূন্য ড্র করে। অপরদিকে টুর্নামেন্টের হট ফেভারিট আর্জেন্টিনাকে গোলে পরাজিত করে সৌদি আরব অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে। ম্যাচে জয় তাদেরকে দ্বিতীয় রাউন্ডের টিকিট প্রদান করবে। অপরদিকে নক আউট পর্বের টিকিট নিশ্চিত করতে পোল্যান্ড ম্যাচে জয় তুলে নিতে চাইবে।

উদ্বোধনী খেলায় পোল্যান্ড তার স্বাভাবিকভাবে নৈপুণ্য দেখাতে ব্যর্থ হয়। আমাকে পেনাল্টি থেকে গোল করতে পারেননি দলের তারকা লেভান্ডোস্কি। তাই নিঃসন্দেহে এর মাঝে জ্বলে উঠতে চাইবে দলের এই তারকা। 

অপরদিকে টানা ৩৬ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনার জয়রথ টেনে ধরেন বিশ্বের ৫১ তম দল সৌদি আরব। এমনকি প্রথমে পিছিয়ে থেকেও দলের জয় ছিনিয়ে আনে সৌদি যুবারা। রচনা করে এক নতুন রূপকথার।

ফিফা র‌্যাঙ্কিংয়ের ২৬ তম দল পোল্যান্ড ৫১ তম দল সৌদি আরবের মুখোমুখি হবে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে। প্রথম ম্যাচের সুখস্মৃতির পর ম্যাচ হতে চলেছে তাদের জন্য আরেকটি অগ্নিপরীক্ষা।


পোল্যান্ড বনাম সৌদি আরব ম্যাচের মূল পয়েন্ট

প্রথমে ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ে গ্রুপ সি এর লড়াই এখন অনেকটাই উন্মুক্ত। সকলের সামনে সুযোগ রয়েছে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার। প্রথম ম্যাচে পেনাল্টি থেকে গোলের সহজ সুযোগ হাত ছাড়া করলেও দ্বিতীয় ম্যাচে মূল আকর্ষণ পোল্যান্ডের রবার্ট লেভাডোস্কি। ক্লাব এবং জাতীয় পর্যায়ের অন্যতম বড় তারকা লেভাডোস্কি আগের ম্যাচের ভুল শুধরে এগিয়ে যেতে চাইবেন।

অপরদিকে আর্জেন্টিনার বিপক্ষে জয় সুযোগ গোলদাতা সৌদি আরবের তালিম আল দাউছারী এই ম্যাচেও প্রথম ম্যাচের পুনরাবৃত্তি করতে চাইবেন। 

শেষ পর্যন্ত কে এগিয়ে যাবেন তা সময় বলে দেবে।


পোল্যান্ড বনাম সৌদি আরব হেড টু হেড

দুই দল এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে। যেখানে চারটিতেই জয় তুলে নিয়েছে পোল্যান্ড।


পোল্যান্ড বনাম সৌদি আরব টিমের খবর

সৌদি আরবের রক্ষণভাগের অতন্দ্র প্রহরী ইয়াসির আল শাহরানি প্রথম ম্যাচে দুঃখজনক দুর্ঘটনার শিকার হন। প্রাথমিক পরীক্ষার পর জানা যায় তার চোয়ালের হাড় ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে জার্মানি পাঠানো হয়েছে। তাই এবারের বিশ্বকাপে তাকে আর মাঠে দেখা যাবে না। এছাড়া সালমান আলফারাজ প্রথম ম্যাচে ইনজুরি আক্রান্ত হওয়ায় দ্বিতীয় ম্যাচে তার খেলা নিয়ে সংশয় রয়েছে।

তবে পোল্যান্ড পূর্ণ শক্তি দিয়ে এই ম্যাচে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত।


পোল্যান্ড বনাম সৌদি আরব স্কোয়াড

পোল্যান্ড স্কোয়াড

পোল্যান্ড বনাম সৌদি আরব

গোলরক্ষক: লুকাস স্কোরুপস্কি, ওয়াজিয়েচ সেজেসনি, কামিল গ্রাবারা

ডিফেন্ডার: জ্যান বেডনারেক, বার্তোস বেরেসজিনস্কি, জ্যাকুব কিভিওর, মাতেউস উইটেস্কা, ম্যাটি ক্যাশ, কামিল গ্লিক, রবার্ট গামনি, আর্তুর জেডরজেজিক

মিডফিল্ডার: ক্রিস্টিয়ান বিয়েলিক, সিজাইমন জুরকোস্কি, নিকোলা জালেভস্কি, প্রজেমিস্লাভ ফ্রাঙ্কোস্কি, কামিল গ্রোসিকি, জাকুব কামিনস্কি, গ্রজেগর্জ ক্রাইচোয়াক, মিশাল স্কোরাস, ড্যামিয়ান সিজাইমানস্কি, সেবাস্তিয়ান সিজাইমানস্কি, পিওটার জিলিনস্কি

ফরোয়ার্ড: রবার্ট লেভান্ডোস্কি, ক্যারল সুইডারস্কি, আরকাদিউস মিলিক, ক্রজিসটফ পিয়াটেক

সৌদি আরব স্কোয়াড

পোল্যান্ড বনাম সৌদি আরব

গোলরক্ষক: মোহাম্মদ আলিয়ামি, মোহাম্মদ আলাওয়াইস, নাওয়াফ আলাকিদি

ডিফেন্ডার: সুলতান আলঘানাম, আবদুল্লাহ মাদু, আবদুল্লাহ আলমরি, আলি আলবুলায়হি, মোহাম্মদ আলবুরাইক, সৌদ আবদুলহামিদ, ইয়াসির আলশাহরানি, হাসান আলতামবক্তি, আবদুল্লাহ মাদু, আবদুল্লাহ আলমরি, আলী আলবুলায়হি, মোহাম্মদ আলবুরাইক

মিডফিল্ডার: সালমান আলফারাজ, আব্দুলাহ আলমালকি, মোহাম্মদ কান্নো, নাসের আলদাওসারি, রিয়াদ শারাহিলি, আবদুল্লাহ ওতাইফ, আলী আলহাসান, সামি আলনাজি, নাওয়াফ আল আবিদ

ফরোয়ার্ড: ফেরাস আলব্রিকান, সালেম আলদাওসারি, সালেহ আলশেহরি, হাতান বাহবরি, আবদুল রহমান আলবুদ, হাইথাম আসিরি, সালেহ আলশেহরি, হাতান বাহবরি, আবদুল রহমান আলবুদ


পোল্যান্ড বনাম সৌদি আরব প্রেডিকশন

স্কোরকার্ড: পোল্যান্ড সৌদি আরব

টুর্নামেন্টের প্রথম ম্যাচে অঘটনের জন্ম দিলেও পরের ম্যাচে জয় তুলে নিতে বেগ পেতে হবে সন্দেহ নেই। অপরদিকে টুর্নামেন্টের প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়াতে প্রস্তুত পোল্যান্ড। পরিসংখ্যান এবং সাম্প্রতিক ইতিহাস বিবেচনায় এই ম্যাচের ফেভারিট পোল্যান্ড।

 

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...