Skip to main content

Prediction BN

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ ফ্রি টিপস । নেদারল্যান্ড বনাম কাতার: ৩৩ তম ম্যাচ

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ ফ্রি টিপস । নেদারল্যান্ড বনাম কাতার: ৩৩ তম ম্যাচ

নেদারল্যান্ড বনাম কাতার ম্যাচের বিবরণ

ম্যাচ: নেদারল্যান্ড বনাম কাতার, ৩৩ তম ম্যাচ। কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ

তারিখ: ২৯ নভেম্বর ২০২২

সময়: ৯.০০ পিএম (GMT+৬), ৮.৩০ পিএম (GMT+৫.৫)

ভেন্যুঃ আল বায়ত স্টেডিয়াম, কাতার


নেদারল্যান্ড বনাম কাতার প্রিভিউ

দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে জনপ্রিয় বিশ্বকাপ ফুটবলে গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ড কাতার। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি। প্রথম দুটি ম্যাচে একটি জয় এবং একটি ড্র থেকে চার পয়েন্ট নিয়ে ইতিমধ্যে গ্রুপের শীর্ষে অবস্থান করছে নেদারল্যান্ড। অপরদিকে টুর্নামেন্টের আয়োজক হিসেবে খেলতে আসা কাতার নিজেদের প্রথম দুই ম্যাচ ছেড়ে ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে নিজেদের বিদায় নিশ্চিত করেছে। শেষ ম্যাচটি নেদারল্যান্ডের জন্য তাই গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার লড়াই। অপরদিকে নিয়ম রক্ষার ম্যাচে সান্তনার জয় তুলে নিতে চেষ্টা করবে কাতার।

তারকা সমৃদ্ধ দল নিয়ে গ্রুপ পর্বে নিজেদের দুই ম্যাচে যাত্রা সহজ ছিল না নেদারল্যান্ডের জন্য। সেনেগালের বিপক্ষে কষ্টার্জিত জয় এবং ইকুয়েডের বিপক্ষে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তুলনামূলক সহজ প্রতিপক্ষ কাতারের বিপক্ষে খেলতে নেমে জয় তুলে তুলে নিয়ে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে নেদারল্যান্ড।

ফিফা র‌্যাঙ্কিংয়ের অষ্টম দল নেদারল্যান্ড ৫০ তম দল কাতারের বিপক্ষে মুখোমুখি হতে চলেছে। নিঃসন্দেহে কাতারের জন্য কঠিন পরীক্ষা।


নেদারল্যান্ড বনাম কাতার ম্যাচের মূল পয়েন্ট

তারকা সমৃদ্ধ নেদারল্যান্ড দলের মূল ভরসা কোডি গাকপো। প্রথম দুই ম্যাচের মতো ম্যাচেও স্পটলাইটের আলো থাকবে তারকার উপর। তার সাফল্যের উপর নির্ভর করছে নেদারল্যান্ডের এগিয়ে যাওয়া।

অপরদিকে কাতারের হারানোর কিছু নেই। বিশ্বকাপের ইতিহাসে প্রথম স্বাগতিক দল হিসেবে টানা তিন ম্যাচ হারের মুখোমুখি তারা। তবে শেষ ম্যাচে নেদারল্যান্ডকে চমকে দিয়ে বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম জয় তুলে নিতে চাইবে দলটি। এবারের বিশ্বকাপে স্বাগতিক দেশ হিসেবে খেলার সুযোগ পায় কাতার। নিজেদের ফুটবল ইতিহাস সমৃদ্ধ না হলেও বিগত ১২ বছর বিশ্বকাপের লক্ষ রেখে প্রস্তুতি নেয় তারা। তবে গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে তার প্রতিফলন দেখাতে পুরোপুরি ব্যর্থ হয় স্বাগতিক দেশটি। সেনেগালের বিপক্ষে প্রথমে লিড নিয়েও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়। সেনেগালের বিপক্ষে একমাত্র গোলদাতা এবং দেশের পক্ষে বিশ্বকাপের একমাত্র গোলদাতা মোহাম্মদ মুনতারির উপর ম্যাচেও কাতার নির্ভর করে থাকবে।


নেদারল্যান্ড বনাম কাতার হেড টু হেড

ম্যাচটি দু দলের প্রথম সাক্ষাৎ হতে চলেছে।


নেদারল্যান্ড বনাম কাতার টিমের খবর

ইনজুরি আক্রান্ত মেমফিস ডিপে এবং মার্টেন ডি রুন ইকুয়েডরের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন। ম্যাচেও তাদের দেখা পাওয়া যেতে পারে। এছাড়া ইনজুরিয় আক্রান্ত ম্যাথিজ ডি লিগট ইকুয়েডরের বিপক্ষে মাঠে না নামলেও ম্যাচে তাকে দেখা যেতে পারে।

অপরদিকে ইনজুরি মুক্ত কাতার পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে প্রস্তুত। সেনেগালের বিপক্ষে গোলদাতা মোহাম্মদ মুনতারিকে শুরুর একাদশে দেখা যেতে পারে।


নেদারল্যান্ড বনাম কাতার স্কোয়াড

নেদারল্যান্ড স্কোয়াড

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ ফ্রি টিপস । নেদারল্যান্ড বনাম কাতার: ৩৩ তম ম্যাচ

গোলরক্ষক: জাস্টিন বিজলো (ফেইনোর্ড), আন্দ্রিস নপারট (হিরেনভিন), রেমকো পাসভীর (আজাক্স)

ডিফেন্ডার: নাথান আকে (ম্যানচেস্টার সিটি), টাইরেল মালাসিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), জুরিয়েন টিম্বার (আজাক্স), ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল), ডেলি ব্লাইন্ড (আজাক্স), ডেনজেল ডামফ্রিজ (ইন্টার মিলান), ম্যাথিজ ডি লিগ (বায়ার্ন মিউনিখ), স্টেফান ডি ভ্রিজ (ইন্টার মিলান), জেরেমি ফ্রিম্পং (বেয়ার লেভারকুসেন)

মিডফিল্ডার: স্টিভেন বার্গুইস (আজাক্স), টিউন কুপমেইনারস (আটালান্টা), জাভি সিমন্স (পিএসভি), কেনেথ টেলর (আজাক্স), ফ্রেঙ্কি ডি জং (বার্সেলোনা), মার্টেন ডি রুন (আটালান্টা), ডেভি ক্লাসেন (আজাক্স)

ফরোয়ার্ড:  স্টিভেন বার্গভিজন (আজাক্স), ভিনসেন্ট জানসেন (অ্যান্টওয়ার্প), নোয়া ল্যাং (ক্লাব ব্রুগ), ওয়াউট ওয়েঘর্স্ট (বেসিকটাস), লুক ডি জং (পিএসভি), মেমফিস ডেপে (বার্সেলোনা), কোডি গ্যাকপো (পিএসভি আইন্দোভেন)

কাতার স্কোয়াড

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ ফ্রি টিপস । নেদারল্যান্ড বনাম কাতার: ৩৩ তম ম্যাচ

গোলরক্ষক: সাদ আলসাহেব, ইউসুফ হাসান, মেশাল বর্ষাম

ডিফেন্ডার: পেদ্রো মিগুয়েল, মোহাম্মদ ওয়াদ, তারেক সালমান, মুসাব খিদির, হোমাম আহমেদ, বাসাম হিশাম, বাউলেম খাউখি, ইসমাইল মোহাম্মদ

মিডফিল্ডার: আবদেলকারিম হাসান, আব্দুল আজিজ হাতেম, আলী আসাদল্লা, হাসান আলহাইদোস, করিম বৌদিয়াফ, সালেম আল হাজরি, আসিম মাদিবো, নায়েফ আব্দুলরহীম, জাসেম গাবের, মোস্তফা তারেক

ফরোয়ার্ড: আহমেদ আলাউদ্দিন, মোহাম্মদ মুনতারি, আকরাম আফিফ, খালিদ মুনির, আলমোয়েজ আলী


নেদারল্যান্ড বনাম কাতার প্রেডিকশন

স্কোরকার্ড: নেদারল্যান্ড কাতার

গ্রুপের শীর্ষ দল নেদারল্যান্ড অনেকটাই নির্ভার হয়ে ম্যাচে খেলতে নামবে। আগের দুই ম্যাচে ধারাবাহিকতায়, দুর্বল প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ১৬ নিশ্চিত করতে চাইবে  ভ্যান গলের শিশ্যরা। বিশ্বকাপের সূচনায় সম্ভাবনার কথা শোনা গেলেও কাতারের খেলায় তার প্রতিফলন দেখা যায়নি। পরিসংখ্যান সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এই ম্যাচে পরিষ্কার ফেভারিট নেদারল্যান্ড। 

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...