Skip to main content

News BN

নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, কি বললেন মেসি?  

নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, কি বললেন মেসি?  

কাতার বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে আর্জেন্টিনা। সেই জয়ের সুবাদে সেমিফাইনালে পা রাখলো লিওনেল মেসির দল। কিন্তু ম্যাচ জিতেও আনন্দের সঙ্গে ক্ষোভও চেপে বসেছে আর্জেন্টাইনদের। অবশ্য এর কারণও আছে। গোটা ম্যাচে চরম বাজে রেফারিংয়ের নজির দেখালেন স্প্যানিশ রেফারি অ্যান্তনিও মাতেও লাহোস।

আলিবিসেলেস্তে – ডাচ লড়াইয়ে মোট ১৬ বার হলুদ কার্ড উঠালেন লাহোস। যেখানে সমান ৮টি করে ভোগ করতে হয়েছে আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডসকে। অবশ্য ম্যাচ শেষে এর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তিনি বলেন, ” মূলত বিশ্বকাপ থেকে ছিটকে গেছে স্পেন। সে কারণে লাহোস চেয়েছেন, আর্জেন্টিনাও যাতে এবারের বিশ্বকাপ জিততে না পারে। “

আর্জেন্টিনাকে শেষ চারে পৌঁছে দিতে, গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছেন মার্টিনেজ। ট্রাইবেকারে প্রথম দুটি শট ঠেকিয়ে দিয়ে, শুরুতেই ডাচদের পিছিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক। শেষ পর্যন্ত ৪ – ৩ গোলের জয়ে আনন্দে মাতে আলবিসেলেস্তেরা। হয়তো এই দুটি শট ঠেকাতে না পারলে, ভিন্ন কিছুও হতে পারতো। যে কারণে ম্যাচ জয়ের পর মেসিদের উদযাপনের মধ্যমণি হয়েছেন এই মার্টিনেজই।

ম্যাচ শেষে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিও  জানালেন, রেফারির সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে। এমনকি বিশ্বকাপের মতো বড় আসরে লাহোসের মতো রেফারিকে দায়িত্ব দেওয়াটাই ফিফার ভুল বলে মনে করছেন তিনি। মেসি বলেন, ” বিশ্বকাপের মত ম্যাচে তার এই রকম রেফারিং মানা যায়না৷ তার (লাহোস) বাজে সিদ্ধান্তগুলোর জন্য আমাদের ভুগতে হয়েছে। খেলা তার স্বাভাবিক ছন্দ হারিয়েছে। দুদলের এই ম্যাচ অতিরিক্ত সময় এবং ট্রাইবেকারে গেছে। ভাগ্য খারাপ হলে আমরা বিশ্বকাপ থেকে ছিটকেও যেতে পারতাম। কিন্তু আমরা জিতে গেলাম। “

অবশ্য সেমিফাইনালে পা রেখেই আনন্দ আত্মহারা হতে চান না মেসি। বরং শেষ চারের প্রতিপক্ষ নিয়ে বেশ সতর্ক তিনি। যেখানে মেসিদের ক্রোয়েশিয়ার মতো শক্ত প্রতিপক্ষ। হট ফেবারিট ব্রাজিলকে হারিয়েছে তারা। আর্জেন্টাইন অধিনায়কের মতে, দীর্ঘদিন একই কোচের অধীনো খেলা ক্রোয়েটরা বেশ সংঘবদ্ধ একটি দল। একে অপরের সঙ্গে বোঝাপড়ায়, যে কাউকেই হারাতে পারে তারা।

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...