Skip to main content

News BN

টাকা নয়, সম্মানের জন্য ফুটবল খেলে আর্জেন্টিনা : আর্জেন্টিনার কোচ

টাকা নয়, সম্মানের জন্য ফুটবল খেলে আর্জেন্টিনা : আর্জেন্টিনার কোচ

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার যাত্রাটা খুব একটা সুখকর হয়নি। সৌদি আরবের বিপক্ষ ২ – ১ গোলে হেরে যাওয়ার পর, কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে যায় ল্যাটিন আমেরিকার দেশটি। তবে সেই চ্যালেঞ্জ জয় করে এখন কাতার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে লিওনেল মেসিরা। আর ফাইনালে উঠেই দলটির কোচ লিওনেল স্কালোনি জানালেন, তারা কেবল সম্মানের জন্যই ফুটবলটা খেলেন।

বিশ্বকাপ চলাকালীন ফিফাকে দেওয়া এক সাক্ষাতকারে নিজের দল নিয়ে আবপগাপ্লুত হয়ে পড়েন স্কালোনি। তিনি বলেন, ” এই দল (আর্জেন্টিনা) দেশের মানুষের জন্যই খেলে। তাদের পরিবারের জন্য খেলে। টাকার জন্য, বরং সম্মানের জন্যই আমরা ফুটবল খেলে। দলের সবাই খুবই পরিশ্রম করছে। আমাদের বিশ্বাস, আমাদের সমর্থন যুগিয়ে যাওয়া সব দর্শককে বিনোদন দিতে পারবো। “

ফিফার সাক্ষাতকারে এসব কথা বলার সময় আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেছেন স্কালোনি। অবশ্য এর কারণও আছে। দীর্ঘ ৩৬ বছর ধরে সোনালী ট্রফিটাতে চুমু খেতে পারছেন না আলবিসেলেস্তেরা। সেই শিরোপা খরা ঘুচাতে মুখিয়ে আছেন দলটি বর্তমান কোচ। স্কালোনি বলেন, ” আমরা জানি, বিশ্বকাপ জেতাটা কিছুটা পরিস্থিতি এবং ভাগ্যের ব্যাপার। তবে আমরা নিজেদের সর্বোচ্চ উজাড় করে দেব। “

বিশ্বজয় করার মতো বিশেষ মুহূর্ত থেকে এখন মাত্র এক ধাপ দূরে আছে আর্জেন্টিনা। ফাইনালে তাদের প্রতিপক্ষ  ফ্রান্স । শক্তিমত্তার বিচারে দুটি দলই কঠিন। তবে মেসি এবং তার দলও ছুটছে অপ্রতিরোধ্য গতিতে। তাই অনেকেই ধারণা করছেন, এবার আর স্বপ্নভঙ্গ হচ্ছে না মেসির। অবশেষে বিশ্বকাটাও উঠতে যাচ্ছে সাতবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের হাতে।

এর আগে দুটি বিশ্বকাপ শিরোপা ঘরে তুলে আর্জেন্টিনা। যার সর্বশেষটি পেয়েছে ১৯৮৬ সালে। সেই থেকে এখন পর্যন্ত নিজেদের তৃতীয় শিরোপা খুঁজে বেড়াচ্ছেন আলবিসেলেস্তেরা। ২০১৪ সালে খুব কাছে গিয়ে শিরোপাটা আর উঁচিয়ে ধরা হয়নি। সেবার জার্মানির কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয় মেসিদের। এবার আর্জেন্টিনার খরা দূর হবে নাকি ফের কাঁদতে হবে? সেই প্রশ্নের উত্তর, আপাতত তোলা থাক সময়ের হাতে।

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...