Skip to main content

News BN

চোটের কারণে গ্রুপপর্বের ম্যাচে অনিশ্চিত নেইমার

চোটের কারণে গ্রুপপর্বের ম্যাচে অনিশ্চিত নেইমার

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে ব্রাজিল। বৃহস্পতিবার কাতারের লুসাইল স্টেডিয়ামে সার্বিয়াকে গোলে হারিয়েছে ল্যাটিন আমেরিকার দলটি। এদিন অবশ্য গোল পাননি দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। সেই সাথে ম্যাচের শেষদিকে ব্রাজিল সমর্থকদের জন্য দুঃসংবাদও বয়ে আনলেন তিনি।

জয়ের আনন্দের সঙ্গে যোগ হয়েছে সেরা তারকার চোটের বেদনাও। ম্যাচের ৮০ মিনিটে গোড়ালিতে চোট পেয়ে খুড়িয়ে খুড়িয়ে মাঠ ত্যাগ করেন ব্রাজিলের প্রান ভোমরা। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে ভেড়াচ্ছে নেইমারের চোটের ছবি। যেখানে দেখা যায়, ডাগআউটে বসে সতীর্থদের খেলা দেখার সময় গোড়ালিতে ব্যথা অনুভব করছেন তিনি। চোখেমুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। আর তাতেই দুশ্চিন্তা বেড়ে যায় হেক্সা মিশনে আসা ব্রাজিলের।

অবশ্য সেলেসাওদের কোচ তিতে জানালেন স্বস্তির খবর। নেইমারের চোট গুরুতর নয় তবে দলের ফিজিও ২৪ থেকে ৪৮ ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন ব্রাজিলিয়ান নাম্বার টেনকে। এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে, কখন মাঠে নামার মতো অবস্থায় থাকবেন তারকা এই ফরোয়ার্ড। 

অবশ্য চোটের মধ্যেও দলকে অনুপ্রেরণা যোগাচ্ছেন নেইমার। হেক্সা মিশনে আরো ছয়টি জয় বাকি বলেও ইঙ্গিত দেন তিনি। কিন্তু চোটের কারণে অনিশ্চিত নেইমার দুইদিন পরেই ফের ব্রাজিলের ম্যাচ, সুইজারল্যান্ডের বিপক্ষে। তবে গোড়ালির চোটে গ্রুপপর্বের বাকি ম্যাচগুলোতেও নেইমারের মাঠে নামা নিয়ে আছে শঙ্কা।

এদিকে ব্রাজিলের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে গ্রুপ পর্বের একটি ম্যাচেও আর পাওয়া যাবেনা নেইমারকে। নেইমারের বদলে দলে আসতে পারেন তরুন ফরোয়ার্ড রদ্রিগো।

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...