Skip to main content

News BN

ঘরের মাঠে বিশ্বকাপ, দল ঘোষণা করলো কাতার

ঘরের মাঠে বিশ্বকাপ, দল ঘোষণা করলো কাতার

এবারের বিশ্বকাপ আয়োজিত হতে যাচ্ছে মরুর দেশ কাতারে। এই আসরকে স্বাগত জানাতে নতুনভাবে সেজেছে দেশটি। উৎসাহ আর উদ্দীপনায়ও নেই কোনো কমতি। তবে কাতারের জন্য আরো একটি বিশেষত্ব হচ্ছে, প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে তারা। আয়োজক হওয়ার বদৌলতে বিশ্বকাপে খেলার টিকেট পায় দলটি।

ঘরের মাঠে বিশ্বকাপের জন্য দলও ঘোষণা করেছে কাতার। এই মিশনে লড়ার জন্য ২৬ জনকে বেছে নিয়েছেন দলটির কোচ ফেলিক্স সানচেজ। নিজেদের সাধ্যমতো সেরা দল গড়লেও গ্রুপপর্বে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাদের জন্য। যেখানে কাতারের সঙ্গী হবে ইকুয়েডর, সেনেগাল এবং নেদারল্যান্ডসের মতো দলগুলো।

বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের কাতার দল:

গোলরক্ষক: সাদ আল শেব, মেশাল বার্শিম এবং ইউসেফ হাসান।

ডিফেন্ডার: পেদ্রো মিগুয়েল, মোশাব খেদেব, তারেক সালমান, বাসসাম আল রাওই, বাওয়ালেম খৈকি, আব্দেলকরিম হাসান, ইসমাইল মোহাম্মদ, হোমাম আহমেদ এবং জাসেম জাবের।

মিডফিল্ডার: আলী আসাদাল্লা, আসিম মাদিবো, মোহাম্মেদ ওয়াদ, সালেম আল হাজরি, মুস্তাফা তারেক, করিম বৌদিয়াফ এবং আব্দুলআজিজ হাতেম।

ফরোয়ার্ড: নাইফ আল হাদরামি, আহমেদ আলাদ্দিন, হাসান আল হেইদৌস, আকরাম আফিফ, আলমইজ আলী, মোহাম্মদ মুনতারি এবং খালেদ মৌনির।

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...