Skip to main content

News BN

কাতার বিশ্বকাপে ইতিহাস গড়লেন তিন নারী রেফারি

কাতার বিশ্বকাপে ইতিহাস গড়লেন তিন নারী রেফারি

মরুর দেশ কাতারে চলছে ফুটবল বিশ্বকাপ। যে আসরকে ঘিরে আলোচনা-সমালোচনার সঙ্গে আছে নানানরকম ইতিহাসও। আর্থিক খরচের দিক থেকে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ হতে চলেছে এটি। এবার নতুন এক ইতিহাস সৃষ্টি হলো কাতারের এই ফুটবল আসর। প্রথমবারের মতো ম্যাচ পরিচালনায় দেখা গেল নারী রেফারিদের। আর এতেই ইতিহাসের পাতায় ঠাই পেলেন আলোচিত তিন নারী রেফারি। 

বৃহস্পতিবার রাতে গ্রুপপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামে জার্মানি এবং কোস্টারিকা। সেই ম্যাচটি অবশ্য বিশেষ কোনো উপলক্ষ্য হয়নি দুই দলের জন্য। তবে ফুটবলের ইতিহাসে নয়া একটি অধ্যায় যোগ করল এই ম্যাচ। গোটা ম্যাচটিই পরিচালনা করেছেন তিনজন নারী রেফারি। এর আগে এমন দৃশ্য দেখা যায়নি বিশ্বকাপের মঞ্চে।

বিশ্বকাপ শুরুর আগেই নারী রেফারি দিয়ে ম্যাচ পরিচালনার কথা জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেসময় রেফারি তালিকায় পাঁচজন নারীর নামও প্রকাশ করে কর্তৃপক্ষ। ম্যাচ পরিচালনায় নামার একদিন আগেও এক টুইট বার্তায় বিষয়টি জানায় ফিফা। শেষ পর্যন্ত ৩ ডিসেম্বর ধরা দিল সেই মাহেন্দ্রক্ষণ।

সেই ইতিহাস সৃষ্টিকারী তিন নারী রেফারি হলেন- ফ্রান্সের স্টেফান ফ্রাপা, ব্রাজিলের নেউজা ইনেস এবং মেক্সিকোর কারেন দিয়া। যেখানে প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন ফ্রাপা। তার সহযোগ হিসেবে দায়িত্ব পালন করে ইতিহাসে নাম লেখালেন নেউজা এবং কারেন।

বিশ্বকাপে প্রথমবার হলেও পুরুষদের ফুটবলে এর আগেও ম্যাচ পরিচালনা করার নজির আছে ফ্রাপার। ২০১৯ সালে ফরাসি লিগ ওয়ানে ম্যাচ পরিচালনা করেছেন তিনি। এছাড়া ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মতো হাই-ভোল্টেজ খেলায়ও দেখা গেছে তাকে। দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন ফিফা নারী বিশ্বকাপের ম্যাচও।

বিশ্বকাপের ম্যাচ পরিচালনার পর  থেকেই ফুটবল বিশ্বে আলোচনায় এই তিন নারী রেফারি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাদের শুভেচ্ছা জানিয়েছে। কাতার বিশ্বকাপ আর কি কি চমক নিয়ে অপেক্ষা করছে তা হয়ত সময়ের সাথে সাথেই বোঝা যাবে।

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...