Skip to main content

News BN

কাতারে  বিশ্বকাপ  ট্রফি উন্মোচন করবেন বলিউড অভিনেত্রী  দীপিকা পাড়ুকোন! 

কাতারে  বিশ্বকাপ  ট্রফি উন্মোচন করবেন বলিউড অভিনেত্রী  দীপিকা পাড়ুকোন! 

দেখতে দেখতে কাতার বিশ্বকাপ প্রায় শেষের দিকে। ১৮ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ‘ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ‘ এর। এই ফাইনালের দিনটাই স্বপ্নের মতো হতে যাচ্ছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জন্য। ভারত বিশ্বকাপ না খেললেও  ট্রফির পাশে থাকছে। ফাইনালে ট্রফি উন্মোচন করবেন, ভারতের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। যা বিশ্বকাপের ইতিহাসেই প্রথমবার। এই নিয়ে শোরগোল পড়েছে ফুটবল বিশ্বে। 

কাতারের বিলাসবহুল লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি। সেই ম্যাচের আগে ট্রফি উন্মোচন করবেন দীপিকা। কিন্তু এর আগে কোনো অভিনেত্রী দিয়ে এই কাজটি করায়নি ফিফা। বরাবরই ট্রফি উন্মোচনে দেখা যায় বিভিন্ন দেশের কিংবদন্তি ফুটবলারদের। তবে এবার ব্যতিক্রমী উদ্যোগ। ৩৬ বছর বয়সী লাস্যময়ী অভিনেত্রীর ছোঁয়া পাবে বিশ্বকাপ শিরোপা।

অবশ্য এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ফিফা এবং দীপিকা। এরমধ্যে বেশকিছু ভারতীয় গণমাধ্যমের খবরে চাউর হয়েছে বিষয়টি। সবকিছু ঠিক থাকলে, ১৮ তারিখের আগেই কাতারের উদ্দেশ্যে উড়াল দেবেন দীপিকা। বিশ্বমঞ্চ মাতাবেন ভারতীয় অভিনেত্রী। অবশ্য এর আগেও বৈশ্বিক মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা রয়েছে নামকরা এই নায়িকার।

এদিকে কাতার বিশ্বকাপে পারফর্ম করার কথা ছিল আরেক বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির। কিন্তু শেষ পর্যন্ত উদ্বোধনী মঞ্চে দেখা যায়নি তাকে। তবে বিশ্বকাপ চলাকালীন ফিফা ফ্যান জোনে দেখা মিলেছে দুনিয়া কাঁপানো এই নৃত্যশিল্পীর। ১৮ তারিখের ফাইনাল মঞ্চে তাকে দেখা যাবে কি না, তা অবশ্য এখনো জানা যায়নি। যদি নোরাকেও ফাইনালে দেখা যায়, তবে তো আর কথাই নেই!

নেচে – গেয়ে পারফর্ম করা এবং বিশ্বকাপের ট্রাফি উন্মোচন করার বিশেষত্ব আলাদা। সেই জায়গাটায় নোরাকে ছাড়িয়ে যেতে চলেছেন দীপিকা। অভিনয় জগতে নানান খ্যাতি অর্জন করা এই অভিনেত্রীর অর্জনের তালিকায় যুক্ত হবে আরো একটি সাফল্য। যা বরাবরই সম্মান আর মর্যাদার। দীপিকার অপেক্ষা তাই এখন ১৮ তারিখের, লুসাইলের লাল গালিচায় হেঁটে ট্রফি উন্মোচন করার।

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...