Skip to main content

Prediction BN

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ ফ্রি টিপস । ওয়েলস বনাম ইংল্যান্ড: ৩৫ তম ম্যাচ

Qatar 2022 FIFA World Cup Free Tips | Wales v England: 35th match

ওয়েলস বনাম ইংল্যান্ড ম্যাচের বিবরণ

ম্যাচ: ওয়েলস বনাম ইংল্যান্ড, ৩৫ তম ম্যাচ। কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ

তারিখ: ৩০ নভেম্বর ২০২২

সময়: ১.০০ এএম (GMT+৬), ১২.৩০ এএম (GMT+৫.৫)

ভেন্যুঃ আহমেদ বিন আলী স্টেডিয়াম, কাতার


ওয়েলস বনাম ইংল্যান্ড প্রিভিউ

দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে জনপ্রিয় বিশ্বকাপ ফুটবলে বি গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে ওয়েলস ইংল্যান্ড। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি।

ইংল্যান্ড বি গ্রুপের শীর্ষ অবস্থান করছে। নিজেদের প্রথম দুই খেলায় একটি জয় এবং অপর ম্যাচে ড্র তুলে নেয় দলটি। এই ম্যাচে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউট পর্বের টিকিট নিশ্চিত করবে তারা।

অপরদিকে দুই খেলায় একটি পরাজয় এবং একটি ড্র থেকে পয়েন্ট অর্জন করেছে ওয়েলস। শেষ ১৬ এর টিকিট পেতে হলে এই ম্যাচে জয় পাওয়ার পাশাপাশি গ্রুপের অপর দুই দল ইরান বনাম যুক্তরাষ্ট্রের ম্যাচটি ড্র কামনা করতে হবে তাদের।

ফিফা র‌্যাঙ্কিংয়ের ১৯ তম দল ওয়েলস, পঞ্চম দল ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে। ম্যাচটি নিঃসন্দেহে ওয়েলসের জন্য অগ্নিপরীক্ষা।


ওয়েলস বনাম ইংল্যান্ড ম্যাচের মূল পয়েন্ট

ইংল্যান্ডের প্রতিবেশী দেশ ওয়েলস। প্রতিবেশীর মত সমৃদ্ধ ফুটবল ইতিহাস না থাকলেও গ্যারেথ বেলের উপর ভর করে বিশ্বকাপের মূল পর্বের টিকেট নিশ্চিত করেছিল দলটি। তবে মূল পর্বে এসে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি তারা। তবে এখনো সম্ভাবনা শেষ হয়ে যায়নি। ডু অর ডাই ম্যাচে মেগা তারকা গ্যারেথ বেলের উপরে নির্ভর করে থাকবে দলটি।

অপরদিকে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড অনেকটাই নির্ভার হয়ে খেলতে নামবে। মূল তারকা হ্যারিকেন ইনজুরি এবং ফর্মের সাথে যুদ্ধ করে যাচ্ছে। তার কাছ থেকে এখনো প্রত্যাশিত সার্ভিস পায়নি সাদা জার্সিধারীরা। হ্যারিকেনের ফর্মহীনতায় দলটি নির্ভর করে থাকবে ম্যানচেস্টার সিটি তারকা ফিল ফোডেনের উপর। তিনি জ্বলে উঠলে আগের ম্যাচের মত এর ম্যাচেও বড় জয় পেতে পারে ইংল্যান্ড।


ওয়েলস বনাম ইংল্যান্ড হেড টু হেড

দুই দল এখন পর্যন্ত ১০৩ বার মুখোমুখি হয়েছে। যেখানে ৬৮ জয়ের বিপরীতে ১৪ বার পরাজিত হয়েছে ইংল্যান্ড। অবশিষ্ট ২১ ম্যাচ ড্র হয়েছে।‌ ২০২০ সালে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে ওয়েলসকে গোলে উড়িয়ে দেয় ইংল্যান্ড।


ওয়েলস বনাম ইংল্যান্ড টিমের খবর

ইনজুরি আক্রান্ত জো অ্যালেন ইরানের বিপক্ষে মাঠে নামেন। তাই এই ম্যাচেও তাকে প্রথম একাদশে দেখা যেতে পারে। ওয়েন হেন্সি ইরানের বিপক্ষে লাল কার্ড দেখায় ম্যাচে মাঠে নামতে পারবেন না।

জেমস মেডিসন এবং ওয়াকারকে পাওয়ার ব্যাপারে সংশয় রয়েছে।


ওয়েলস বনাম ইংল্যান্ড স্কোয়াড

ওয়েলস স্কোয়াড

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ ফ্রি টিপস । ওয়েলস বনাম ইংল্যান্ড: ৩৫ তম ম্যাচ

গোলরক্ষক: ওয়েনহেনেসি, অ্যাডামডেভিস, ড্যানিওয়ার্ড।

ডিফেন্ডার: বেনডেভিস, টমলকিয়ার, বেনকাবাঙ্গো, জোরোডন, ইথানআমপাদু, ক্রিসগুন্টার, নেকোউইলিয়ামস, কনররবার্টস, ক্রিসমেফাম, মোহাম্মদকানানী, আবুলফজলজালালী

মিডফিল্ডার: সোর্বাথমাস, ম্যাটস্মিথ, ডিলানলেভিট, হ্যারিউইলসন, জোঅ্যালেন, জোমরেল, অ্যারনরামসে, রুবিনকলউইল, জনিউইলিয়ামস।

ফরোয়ার্ড: গ্যারেথবেল, কিফারমুর, ব্রেনানজনসন, ড্যানজেমস, মার্কহ্যারিস।

ইংল্যান্ড স্কোয়াড

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ ফ্রি টিপস । ওয়েলস বনাম ইংল্যান্ড: ৩৫ তম ম্যাচ

গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড, নিকপোপ, অ্যারনরামসডেল।

ডিফেন্ডার: কাইলওয়াকার, লুকশ, জনস্টোনস, হ্যারিম্যাগুয়ার, কিয়েরানট্রিপিয়ার, এরিকডিয়ের, কনরকোডি, ট্রেন্টআলেকজান্ডার-আর্নল্ড, বেনহোয়াইট।

মিডফিল্ডার: ডেক্লানরাইস, জর্ডানহেন্ডারসন, ক্যালভিনফিলিপস, ম্যাসনমাউন্ট, ফিলফোডেন, জুডবেলিংহাম, জেমসম্যাডিসন, কনরগ্যালাঘের।

ফরোয়ার্ড: জ্যাকগ্রিলিশ, হ্যারিকেন, রাহিমস্টার্লিং, মার্কাসরাশফোর্ড, বুকায়োসাকা, ক্যালামউইলসন।


ওয়েলস বনাম ইংল্যান্ড প্রেডিকশন

স্কোরকার্ড: ওয়েলস ইংল্যান্ড

প্রথম দুই ম্যাচে শক্তিশালী পারফরমেন্সের পরে এই ম্যাচে ফেভারিটের তকমা নিয়ে খেলতে নামবে ইংল্যান্ড। অপরদিকে প্রথম দুই ম্যাচের হতাশা জনক পারফরমেন্স থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে ওয়েলস। তবে পরিসংখ্যান এবং সাম্প্রতিক ফর্ম বিবেচনায় সেটি একদম সহজ হবে না দলটির জন্য। 

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...