Skip to main content

News BN

এমবাপ্পেদের যেভাবে বরণ করে নিলেন ফরাসিরা

এমবাপ্পেদের যেভাবে বরণ করে নিলেন ফরাসিরা

কাতার বিশ্বকাপ শেষ। ইতোমধ্যে বাড়ি ফিরে গেছে অংশগ্রহণকারী সবগুলো দল। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলেও স্বপ্নভঙ্গ হয়েছে বাকি ৩১টি দলের। স্বপ্নভঙ্গের কষ্ট বুকে নিয়ে বাড়ি ফিরেছে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সও। অবশ্য টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত দাপটের সঙ্গে লড়াই করেছেন ফরাসিরা। শেষ পর্যন্ত ট্রাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় হেরে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ঘরে তোলা হয়নি তাদের।

অবশ্য এই হারের পরেও ফুটবলারদের উপর খুশী দেশটির সমর্থকরা। নিজেদের ফুটবলারদের রাজার বেশে বরণ করে নিয়েছেন সমর্থকরা। এমনকি আর্জেন্টিনার কাছে ফাইনালের হারটাকে বীরত্বপূর্ণ হার বলে মেনে নিয়েছেন তারা। কিলিয়ান এমবাপ্পে, অ্যান্তনিও গ্রিজম্যানদের আগমনে প্যারিসের রাস্তায় জড়ো হয়েছে হাজারো মানুষ। যাদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ফুটবলাররা।

প্যারিসে ফুটবলারদের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনও করেছে ফ্রান্স কর্তৃপক্ষ। সেখানে খেলোয়াড়দের উষ্ণ অভ্যর্থনা জানান সমর্থকরা। এসময় খেলোয়াড়রাও সমর্থকদের ভালোবাসার উত্তর দেন, হাতা নেড়ে সাড়া দেন। সংবর্ধণা অনুষ্ঠানের সময় প্যারিসের রাস্তায় উপস্থিত ছিলেন প্রায় ৫০ হাজার ফুটবলপ্রেমী। ফলে সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নিজ দেশে ফিরে সমর্থকদের ভালোবাসা পেয়ে লুসাইলের ফাইনাল হারের কষ্টটা যেন ভুলেই গেলেন ফরাসি ফুটবলাররা। সংবর্ধনা মঞ্চে সবার মুখেই দেখা গেছে হাসি। তবে ব্যতিক্রমী ছিলেন একজন, এমবাপ্পে। ২৪ বছর বয়সী এই তরুণ ফরোয়ার্ড এবারের বিশ্বকাপে গোল্ডেন বুট জিতেও যেন খুশী হতে পারেননি। কারণ, তিনি চেয়েছেন টানা দুটি বিশ্বকাপ জিতে অনন্য উচ্চতায় পৌঁছে যেতে।

এদিকে ১৮ ডিসেম্বর ফাইনাল হারের পর সেদিনই দাঙ্গা শুরু হয় ফ্রান্সে। বিক্ষুব্ধ সমর্থকরা রাস্তায় নেমে আসেন এবং আগুন জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেন। আকাশের দিকে নিক্ষেপ করেছেন আতশবাজিও। বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে, সামাল দিতে টিয়ার গ্যাসও ছুড়ে দেশটির পুলিশ। কিন্তু সময় গড়াতেই সেই পরিস্থিতি শান্ত হয়ে আসে। সেই সাথে ফুটবলারদেরও বরণ করে নেন তারা।

সমর্থকদের প্রত্যাশা এমবাপ্পের হাত ধরে আবার ঘুরে দাঁড়াবে ফ্রান্স। ইতোমধ্যে এমবাপ্পেও ঘোষণা দিয়েছেন ” আবার ফিরে আসব “।  ফাইনালে হারলেও ফ্রান্সকে শুভেচ্ছা বার্তায় সিক্ত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। আগামী বিশ্বকাপে ফ্রান্স আরো ভালো করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...