Skip to main content

News BN

এবারের বিশ্বকাপকে সেরা মানছেন ফিফা সভাপতি 

The FIFA president considers this year's World Cup the best

সব সমালোচনাকে পেছনে ফেলে দারুণভাবে এগিয়ে যাচ্ছে ‘ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ‘ খ্যাত বিশ্বকাপের  চলতি আসর। যে বিশ্বকাপ শুরুর আগেই বর্জনের হুঙ্কার উঠেছিল, সে বিশ্বকাপই নতুন নতুন চমক নিয়ে হাজির হচ্ছে গোটা বিশ্বের সামনে। নতুন নতুন  ইতিহাস গড়ে চমকে দিচ্ছে গোটা বিশ্বের ফুটবল প্রেমিদের। সব মিলিয়ে বলা হচ্ছে এটাই সেরা বিশ্বকাপ। এবার  এই বিশ্বকাপ নিয়ে  উচ্ছ্বাস প্রকাশ করলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফাস্তিনো। 

চলতি বিশ্বকাপের গ্রুপ পর্ব শুরুই হয় চমক দিয়ে। টানা ৩৬ ম্যাচ অপরাজিত ছিলো বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট  অর্জেন্টিনা। সেই মেসির দলকে হারিয়ে নিজেদের প্রথম ম্যাচে ইতিহাস গড়ে ফেলে সৌদি আরব। এরপর আবার বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে শেষ আটে পৌঁছে গেছে মরক্কো। সব মিলিয়ে দারুণ সব চমক উপহার দিচ্ছে কাতার বিশ্বকাপ।

বিশ্বকাপ নিয়ে কথা বলতে গিয়ে নিজের অভিজ্ঞতার কথা বলেন ফিফা সভাপতি। তিনি বলেন, ” আমি এই বিশ্বকাপের সব কটি ম্যাচ ভীষণ  উপভোগ করেছি। খুব সহজে ও স্পষ্টভাবে বলতে গেলে, এই বিশ্বকাপে প্রত্যেকটি ম্যাচে যেভাবে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তাতে বলতেই হয় এটি বিশ্বকাপের সর্বকালের সেরা গ্রুপ পর্ব ছিল। যার ফলে বিশ্বকাপের বাকি অংশকেও খুব আশাব্যঞ্জক দেখাচ্ছে। বাকি ম্যাচগুলোতেও এমন জমজমাট ফুটবলের আশা করছি “।

স্টেডিয়ামে বসে সরাসরি খেলা উপভোগ করছেন ফুটবলপ্রেমিরা। মাতিয়ে রাখছেন গোটা স্টেডিয়ামকে। দর্শকদের প্রশংসা করতে গিয়ে ফিফা সভাপতি  বলেন, ” এবারের কাতার বিশ্বকাপে  নান্দনিক সব স্টেডিয়ামে দারুণ সব খেলা হচ্ছে। পাশাপাশি যেসব মানুষ এখানে উপস্থিত ছিলেন, তারাও দুর্দান্ত ছিলেন। এখানে গড়ে ৫১ হাজার দর্শক উপস্থিত ছিলেন। প্রতি ম্যাচে এত মানুষের ফুটবল উপভোগ করা অবশ্যই দারুন ব্যাপার।  এই বিশ্বকাপ দর্শকদের মন ভরিয়ে দিচ্ছে।”

শুধু কাতারের স্টেডিয়ামেই নয়, সেখানের রাস্তা – ঘাটে দাঁড়িয়েও বিশ্বকাপ উপভোগ করছেন ফুটবলপ্রেমিরা। রেকর্ড ভেঙেছে টেলিভিশন দর্শকের সংখ্যাও। ইনফাস্তিনো বলেন, ” টেলিভিশনে দর্শক  সংখ্যাটা রেকর্ড ভেঙেছে। আমরা ইতোমধ্যে ২০০ কোটির বেশি দর্শক পেয়েছি, যা সত্যিই অবিশ্বাস্য! ২৫ লাখ মানুষ দোহার রাস্তায় দাঁড়িয়ে এবং লাখো মানুষ প্রতিদিন স্টেডিয়ামে এসে খেলা দেখেছেন। এটা আসলে ফুটবলের জয়। দর্শকরা ঐক্যবদ্ধভাবে উল্লাস করেছেন এবং নিজেদের দলকে সমর্থন দিয়েছেন। এটা দারুন ব্যাপার।  এভাবেই বিশ্বে ফুটবল ছড়িয়ে পড়ছে৷ “

বিশ্বকাপে প্রথমবারের মতো সব মহাদেশের জাতীয় দল এবার পৌঁছে গেছে নকআউট পর্বে। ইনফাস্তিনো বলেন, ” এই বিশ্বকাপে বড় দল এবং ছোট দল বলে কিছু নেই। যেভাবে প্রতি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তাতে স্পষ্ট  সবার মান কাছাকাছি। প্রথমবারের মতো সব মহাদেশের জাতীয় দল নকআউট পর্বে গেল। এটা দারুন ব্যাপার। বিশ্বব্যাপী ফুটবল ছড়িয়ে যাচ্ছে৷  ফুটবল যে এখন সত্যিই বৈশ্বিক একটি খেলা এই বিশ্বকাপ যেন সেটাই দেখিয়ে দিচ্ছে৷ 

শুরুর মতো শেষটাও ভালো হওয়ার ব্যাপারে আশাবাদী ফিফা সভাপতি। তিনি বলেন, ” আমরা আশা করি, বিশ্বকাপ যেভাবে শুরু হয়েছে, সেভাবেই শেষ হবে। আশা করছি আমরা বিশ্বব্যাপী ৫০০ কোটি দর্শকের মাইলফলক ছুঁতে পারব আর স্টেডিয়ামের কথা বললে আক্ষরিক অর্থেই সব ম্যাচের টিকিট বিক্রি হয়ে গেছে। এটা দারুন ব্যাপার।  আমরা চাই বিশ্বব্যাপী মানুষদের একটু আনন্দ দিতে,  তাদের মুখে হাসি ফোটাতে। সবার মাঝে ফুটবল যেন ছড়িয়ে যায় এটাই প্রত্যাশা। এ জন্যই ফুটবল। এ জন্যই ফুটবল বিশ্বকাপ। “

ফুটবল বিশ্বকাপের চলতি আসর শুরু হয়েছে গত ২০ নভেম্বর। আগামী ১৮ ডিসেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে উত্তেজনাপূর্ণ এবারের বিশ্বকাপের আসর। দেখা যাক আলোচিত এই বিশ্বকাপ ফুটবল প্রেমিদের জন্য আর কি চমক নিয়ে অপেক্ষা করছে।

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...