Skip to main content

News BN

এক সময় মেসির ভক্ত ছিলেন, এখন মেসির সঙ্গেই খেলেন, কে এই আলভারেজ?

Once a fan of Messi, now plays with Messi, who is Alvarez?

মঙ্গলবার রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে হাই-ভোল্টেজ সেমিফাইনাল জিতে নিয়ে, কাতার বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। আর এই জয়ে বড় ভূমিকা রেখেছেন জুলিয়ান আলভারেজ। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে জোড়া গোল করে নায়ক বনে গেলেন ২৩ বছর বয়সী এই তরুণ ফরোয়ার্ড। কিন্তু কে এই তরুণ তুর্কী? কিভাবে আকাশী-নীল জার্সি গায়ে জড়ালেন এই প্রতিভাবান?

আলভারেজের জন্ম আর্জেন্টিনার কর্ডোবা শহরের ক্যালচিনে। জন্মগতভাবে কুম্ভ রাশির এই তরুণ ক্যাথলিন ধর্মের অনুসারী। ২০০০ সালের ৩০ জানুয়ারি গুস্তাভো আলভারেজ এবং মারিয়ানা আলভারেজের কোল আলো করে পৃথিবীতে আসেন এই আর্জেন্টাইন তরুণ। যিনি বড় হয়েছেন দুই ভাই রাফায়েল আলভারেজ এবং আগু আলভারেজের সঙ্গে। স্বপ্ন দেখেছেন আকাশী-নীল জার্সিতে ফুটবল খেলার।

সেই স্বপ্ন লালন করে বেড়ে উঠা আলভারেজ ২০১২ সালে দেখা করেন, আর্জেন্টিনা তথা ফুটবল ইতিহাসের শ্রেষ্ঠ জাদুকর লিওনেল মেসির সঙ্গে। অবশ্য তখন স্রেফ ভক্ত হিসেবেই সাতবারের ব্যালন ডি’অর জয়ীর সঙ্গে ছবি তুলেছেন তিনি। তখন থেকে স্বপ্নের নায়কের সঙ্গে খেলার স্বপ্নটা আরো প্রবল হয় তার। আলভারেজের পরিবারও খুব করে চেয়েছে, আর্জেন্টিনার হয়ে প্রতিনিধিত্ব করুক সে।

অবশেষে কাতার বিশ্বকাপে এসেই স্বপ্নের নায়কের সঙ্গে স্বপ্নের মতো একটি রাত কাটালেন আলভারেজ। ক্রোয়েশিয়ার বিপক্ষে ২ – ০ গোলের জয়ে, আলভারেজের গোল দুটি। অপর একটি গোলেও রয়েছে তার অবদান। আলভারেজকে ফাউল করেই পেনাল্টি পেয়ে যায় আর্জেন্টিনা। সেই পেনাল্টি গোল করেন মেসি। অবশ্য আলভারেজের করা দুটি গোলের সহায়ক আবার খোদ মেসিই।

আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ানোর আগে ক্লাব পর্যায়ে নিজেকে প্রমাণ করেছেন আলভারেজ। ২০১৮ – ১৯ মৌসুমে স্থানীয় ক্লাব রিভার প্লেটের হয়ে খেলা শুরু করেন তিনি। সেখানে খেলেছেন প্রায় পাঁচ বছর। ৯৬ ম্যাচ থেকে গোল করেছেন ৩৬টি। ২০২১ সালে জাতীয় দলে সুযোগ পাওয়া আলভারেজের এখন, বিশ্বকাপ গোল ৪টি। বর্তমান ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে খেলছেন এই আর্জেন্টাইন তারকা।

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...