Skip to main content

Prediction BN

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ ফ্রি টিপস । ইরান বনাম মার্কিন যুক্তরাষ্ট্র: ৩৬ তম ম্যাচ

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ ফ্রি টিপস । ইরান বনাম মার্কিন যুক্তরাষ্ট্র: ৩৬ তম ম্যাচ

ইরান বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচের বিবরণ

ম্যাচ: ইরান বনাম মার্কিন যুক্তরাষ্ট্র, ৩৬ তম ম্যাচ। কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ

তারিখ: ৩০ নভেম্বর ২০২২

সময়: ১.০০ এএম (GMT+৬), ১২.৩০ এএম (GMT+৫.৫)

ভেন্যুঃ আল থুমামা স্টেডিয়াম, কাতার


ইরান বনাম মার্কিন যুক্তরাষ্ট্র প্রিভিউ

দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে জনপ্রিয় বিশ্বকাপ ফুটবলে বি গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।

বি গ্রুপে এক জয় এবং এক পরাজয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ইরান এবং দুই ম্যাচের দুটোতেই ড্র করে তৃতীয় অবস্থানে যুক্তরাষ্ট্র। 

কাগজেকলমে বি গ্রুপের চার দলের সামনে রয়েছে নকআউট পর্ব নিশ্চিতের সুযোগ। এই ম্যাচে যে দল জয় পাবে তার শেষ ১৬ নিশ্চিত হবে। কিন্তু ম্যাচটা ড্র হলে অনেক সমীকরণ সামনে এসে দাঁড়াবে। ইরান পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকায় এই ম্যাচটি ড্র হলে এবং ইংল্যান্ড ওয়েলসকে পরাজিত করলে গ্রুপ রানার আপ হিসাবে পরের রাউন্ডে যাবে ইরান।

ফিফা র‌্যাঙ্কিংয়ের ২০ তম দল ইরান ১৬ তম দল যুক্তরাষ্ট্রের মুখোমুখি হতে চলেছে। উভয় দলের জন্য ম্যাচটি কঠিন পরীক্ষা।


ইরান বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচের মূল পয়েন্ট

প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লজ্জাজনক পরাজয়ের পরে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ইরান। ওয়েলসের বিপক্ষে তাদের পারফরমেন্স ছিল নজর কাড়া। এই ম্যাচে পরাজয়ের এড়াতে পারলেই শেষ ১৬ নিশ্চিত হবে তাদের। তুলনামূলক সহজ সমীকরণের সামনে দাঁড়িয়ে বিগত ম্যাচের ধারাবাহিকতায় তারা নির্ভর করবে মেহেদী তারেমের উপর। টুর্নামেন্টে এখন পর্যন্ত দুই গোল করেছেন তিনি। এই ম্যাচে স্কোর শিটে নাম লেখালে সমীকরণ সহজ হয়ে দাঁড়াবে ইরানের জন্য।

অপরদিকে এই ম্যাচে জয় তুলে নিতে পারলে যুক্তরাষ্ট্র পেয়ে যাবে পরের রাউন্ডের টিকিট। স্ট্রাইকার উইয়া এর যোগ্য সঙ্গীর অভাব পুরো টুর্নামেন্ট জুড়ে তাদেরকে ভুগিয়েছে। এই ম্যাচে সহযোগিতা করতে পারলে ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। চেলসি তারকা ক্রিশ্চিয়ান পালিসিক ওয়েলসের বিপক্ষে উইয়াকে যোগ্য সমর্থন যুগিয়েছিলেন। দুজনের মিলিত চেষ্টায় বিশ্বকাপে এখন পর্যন্ত দলের একমাত্র গোল দেখা পায় তারা। এই যুগলের দিকে চেয়ে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র।


ইরান বনাম মার্কিন যুক্তরাষ্ট্র হেড টু হেড

রাজনৈতিক দিক থেকে চিরশত্রু দল দুটি এখন পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছে। যেখানে ইরান একটি ম্যাচে জয় তুলে নেয় এবং অপর ম্যাচটি ড্র হয়। বিশ্বকাপের মঞ্চে দুই দল সর্বশেষ মুখোমুখি হয় ১৯৯৮ বিশ্বকাপে। যেখানে ইরান গোলে জয় তুলে নেয়।


ইরান বনাম মার্কিন যুক্তরাষ্ট্র টিমের খবর

আলী জেরা আলিরেজা বেইরানভান্দ  এর স্থলে হোসেন হোসেনিকে দেখা যেতে পারে দলে। আলীজেরা জাহানবখশ ওয়েলসের বিপক্ষে হলুদ কার্ড দেখায় এই ম্যাচে খেলতে পারবে না। 

আহমাদ নুরুল্লাহি ১৩মিনিট বাকি থাকতেই আহত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন, তার বদলি হিসেবে খেলতে নামা রুজবেহ চেশমি গোল করেন, তাই তিনি নূরুল্লাহির জায়গায় প্রথম একাদশে জায়গা পেতে পারেন। 

ওয়েস্টন ম্যাকেনি এবং ইউনুস মুসা এই ম্যাচেও বদলি হিসেবে মাঠে নামতে পারেন।


ইরান বনাম মার্কিন যুক্তরাষ্ট্র স্কোয়াড

ইরান স্কোয়াড

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ ফ্রি টিপস । ইরান বনাম মার্কিন যুক্তরাষ্ট্র: ৩৬ তম ম্যাচ

গোলরক্ষক: আলি বেইরানভান্দ, পায়াম নিয়াজমান্দ, আমির আবেদজাদেহ, হোসেন হোসেইনি

ডিফেন্ডার: সাদেগ মোহররামি, এহসানহাজি সাফি, শোজায়ে খলিলজাদেহ, মিলাদ মোহাম্মদী, মোর্তেজা পৌরালিগঞ্জি, মোহাম্মদ কানানি, রুজবেহ চেশমি, মাজিদ হোসেইনি, রামিন রেজাইয়ান, আবুলফজল জালালী

মিডফিল্ডার: সাইদ ইজাতোলাহি, আলিরেজা জাহানবখশ, ওয়াহিদ আমিরি, সামান গোদ্দোস, মাহদি তোরাবি, আলী ঘোলিজাদেহ, লিকারিমি, আহমেদ নুরল্লাহি

ফরোয়ার্ড: মেহেদি তারেমি, করিম আনসারিফার্ড, সরদার আজমাউন

ইউএসএ স্কোয়াড

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ ফ্রি টিপস । ইরান বনাম মার্কিন যুক্তরাষ্ট্র: ৩৬ তম ম্যাচ

গোলরক্ষক: ইথান হরভাথ, ম্যাট টার্নার, শন জনসন।

ডিফেন্ডার: ক্যামেরন কার্টার-ভিকার্স, অ্যারন লং, শাক মুর, সার্জিনোডেস্ট, টিম রেম, জো স্ক্যালি, ডিঅ্যান্ড্রে ইয়েডলিন, অ্যান্টোনি রবিনসন, ওয়াকার জিমারম্যান

মিডফিল্ডার: ব্রেন্ডেন অ্যারনসন, টাইলার অ্যাডামস, কেলিন অ্যাকোস্টা, লুকা দে লা টোরে, ইউনুস মুসাহ, ওয়েস্টন ম্যাককেনি, ক্রিশ্চিয়ান রোল্ডান

ফরোয়ার্ড: জেসুস ফেরেইরা, ক্রিশ্চিয়ান পুলিসিক, জর্ডান মরিস, জশ সার্জেন্ট, জিওভানি রেইনা, হাজি রাইট, টিমোথি ওয়েহ।


ইরান বনাম মার্কিন যুক্তরাষ্ট্র প্রেডিকশন

স্কোরকার্ড: ইরান মার্কিন যুক্তরাষ্ট্র

শক্তিশালী ওয়েলসের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় তুলে নেওয়া ইরান এই ম্যাচে অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে খেলতে নামবে। ডু অর ডাই ম্যাচ হওয়ায় স্নায়ু চাপে পড়বে যুক্তরাষ্ট্র। তবে পরিসংখ্যান এবং সাম্প্রতিক ফর্ম বিবেচনায় উভয় দলের সমান সম্ভাবনা রয়েছে। 

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...