Skip to main content

Prediction BN

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ ফ্রি টিপস । ইকুয়েডর বনাম সেনেগাল: ৩৪ তম ম্যাচ

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ ফ্রি টিপস । ইকুয়েডর বনাম সেনেগাল: ৩৪ তম ম্যাচ

ইকুয়েডর বনাম সেনেগাল ম্যাচের বিবরণ

ম্যাচ: ইকুয়েডর বনাম সেনেগাল, ৩৪ তম ম্যাচ। কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ

তারিখ: ২৯ নভেম্বর ২০২২

সময়: ৯.০০ পিএম (GMT+৬), ৮.৩০ পিএম (GMT+৫.৫)

ভেন্যুঃ খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, কাতার


ইকুয়েডর বনাম সেনেগাল প্রিভিউ

দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে জনপ্রিয় বিশ্বকাপ ফুটবলে এ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে ইকুয়েডর ও সেনেগাল।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। দু দলের জন্যই গুরুত্বপূর্ণ ম্যাচটি। সেনেগালের প্রয়োজন জয়, ড্র করলেও ইকুয়েডরের আশা টিকে থাকবে।

বিশ্বকাপের আয়োজক দেশ কাতার প্রথম দুই ম্যাচে পরাজিত হওয়ায় তাদের বিদায় ঘন্টা বেজে গেছে। গ্রুপের বাকি তিন দলের সামনে রয়েছে নকআউট পর্ব নিশ্চিত করার সুযোগ। অনুমান করা যায়, শেষ ম্যাচে দুর্বল প্রতিপক্ষ কাতারের বিপক্ষে সহজ জয় পাবে নেদারল্যান্ড। সে ক্ষেত্রে এ ম্যাচ জিততে পারলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত হবে ইকুয়েডরের এবং বিদায় ঘন্টা বাজবে সেনেগালের। ‌ তবে সেনেগাল ম্যাচটি জিততে পারলে তাদের সামনে থাকছে শেষ ষোলোর টিকিট পাওয়ার সুযোগ।

প্রথম দুই ম্যাচে ইকুয়েডর নেদারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে এবং কাতারের বিপক্ষে ২-০ গোলের জয় পায়। অপরদিকে সেনেগাল কাতারের বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে নেয় এবং নেদারল্যান্ডের কাছে ০-২ গোলে পরাজিত হয়। 

ফিফা র‌্যাঙ্কিংয়ের ৪৪ তম দল ইকুয়েডর ১৮ তম দল সেনেগালের মুখোমুখি হবে। ম্যাচটি নিঃসন্দেহে উভয়ের জন্য কঠিন পরীক্ষা।


ইকুয়েডর বনাম সেনেগাল ম্যাচের মূল পয়েন্ট

প্রতিপক্ষের তুলনায় চাপমুক্ত হয়ে খেলতে নামবে ইকুয়েডর। সেনেগালের যেখানে জয় ভিন্ন অন্য কিছু ভাবার সুযোগ নেই সেখানে একটি ড্র ইকুয়েডরকে পরের রাউন্ডের টিকিট প্রদান করতে পারে। তাই অনেকটা রক্ষণাত্মক খেলা দেখা যেতে পারে ইকুয়েডরের কাছ থেকে। প্রথম দুই ম্যাচের মত এ ম্যাচেও তারা নির্ভর করবে মোসেস সাইসিডোর উপর। তবে ফিট থাকলে ভ্যালেন্সিয়া হতে পারেন দলের কান্ডারী।

সেনেগালের প্রাণহোমরা সাদিয়া মানে ইনজুরিয় আক্রান্ত হয়ে দল থেকে ছিটকে যাওয়ায় তার অভাব ভালোই অনুভব করতে পারছে দলটি। তার অনুপস্থিতিতে কাতারের বিপক্ষে গোল তুলে নেন দিয়া। এ ম্যাচেও তার দিকেই তাকিয়ে থাকবে পুরো সেনেগাল। ‌ তার সাফল্যের উপরে নির্ভর করছে সেনেগালের শেষ ষোলোর টিকিট।


ইকুয়েডর বনাম সেনেগাল হেড টু হেড

ইকুয়েডর ও সেনেগাল এখন পর্যন্ত একবার মুখোমুখি হয়েছে। ২০০২ সালে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচটিতে ১-০ গোলের জয় তুলে নেয় সেনেগাল।অ


ইকুয়েডর বনাম সেনেগাল টিমের খবর

ইকুয়েডরের পক্ষে এখন পর্যন্ত তিন গোল তুলে নেওয়া ভ্যালেন্সিয়া সেনেগাল ম্যাচের শেষভাগে ইনজুরি আক্রান্ত হয়। তবে এ ম্যাচে তার খেলার সম্ভাবনা রয়েছে। এছাড়া আব্দুকেও দেখা যেতে পারে শুরুর একাদশে। বোলায়ে দিয়া ও ফামারা দিদিওউকে  দুটি বাঁধতে পারেন।


ইকুয়েডর বনাম সেনেগাল স্কোয়াড

ইকুয়েডর স্কোয়াড

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ ফ্রি টিপস । ইকুয়েডর বনাম সেনেগাল: ৩৪ তম ম্যাচ

গোলরক্ষক: আলেকজান্ডার ডোমিনগুয়েজ (এলডিইউ কুইটো),হার্নান গালিন্দেজ (অকাস),মোয়েসেস রামিরেজ (ইন্ডিপেন্ডিয়েন্টে দেল ভালে)

ডিফেন্ডার: অ্যাঞ্জেলো প্রিসিয়াডো (জেঙ্ক),দিয়েগো প্যালাসিওস (লস অ্যাঞ্জেলেস এফসি),পারভিস এস্তুপিনান (ব্রাইটন),পিয়েরো হিনকাপি (বেয়ার লেভারকুসেন), ফেলিক্স টরেস (সান্তোস লেগুনা),জেভিয়ের আরেগা (সিয়াটেল সাউন্ডারস),রবার্ট আরবোলেদা (সান পাবলো),জ্যাকসন পোরোজো (সান পাবলো) 

মিডফিল্ডার: কার্লোস গ্রুয়েজো (অগসবার্গো),অ্যালান ফ্রাঙ্কো (টালেরেস),মোয়েসেস ক্যাসেডো (ব্রাইটন),আইরটন প্রিসিয়াডো (সান্তোস লেগুনা),রোমারিও ইবাররা (পাচুকা),অ্যাঞ্জেল মেনা (লিওন),জেসন মেন্ডেজ (লস অ্যাঞ্জেলেস এফসি),গঞ্জালো প্লাটা (রিয়েল সারমিও) ),হোসে সিফুয়েন্তেস (লস এঞ্জেলেস এফসি)

ফরোয়ার্ড:মাইকেল এস্ট্রাদা (ক্রুজ আজুল),জোর্কাইফ রেসকো (নিওয়েলস ওল্ড বয়েজ),এনার ভ্যালেন্সিয়া (ফেনারবাচে),কেভিন রদ্রিগেজ (ইম্বাবুরা)

সেনেগাল স্কোয়াড

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ ফ্রি টিপস । ইকুয়েডর বনাম সেনেগাল: ৩৪ তম ম্যাচ

গোলরক্ষক: এডুয়ার্ড মেন্ডি (চেলসি),আলফ্রেড মেন্ডি (স্টেড রেনাইস),সেনি দিয়েং (কুইন্স পার্ক রেঞ্জার্স)

ডিফেন্ডার:ইউসুফ সাবালি (রিয়াল বেটিস),আবদু দিয়ালো (আরবি লেইপজিগ), কালিদু কৌলিবালি (চেলসি),ফোদে ব্যালো-টুরে (মিলান এসি),পাপে আবু সিসে (অলিম্পিয়াকোস),ইসমাইল জ্যাকবস (এএস মোনাকো),ফর্মোজ মেন্ডি (এমিয়েন্স এসসি)

মিডফিল্ডার: ইদ্রিসা গানা গুয়ে (এভারটন),চেইখৌ কাউয়েতে (নটিংহাম ফরেস্ট), নামপালিস মেন্ডি (লিসেস্টার সিটি),ক্রেপিন দিয়াত্তা (এএস মোনাকো),পাপে গুয়ে (অলিম্পিক ডি মার্সেই),পাপে মাতার সার (টটেনহ্যাম),পাথে সিস (রায়োস ভ্যালেফাসনোমে)

ফরোয়ার্ড:সাদিও মানে (বায়ার্ন মিউনিখ),ইসমাইলা সার (ওয়াটফোর্ড এফসি), বোলায়ে দিয়া (ভিলারিয়াল),বাম্বা দিয়েং (অলিম্পিক দে মার্সেই),ফামারা দিদিউ (অ্যালানিয়াস্পোর),নিকোলাস জ্যাকসন (ভিলারিয়াল),ইলিমান এনডিয়ায়ে (শেফিল্ড ইউনাইটেড)


ইকুয়েডর বনাম সেনেগাল প্রেডিকশন

স্কোরকার্ড: ইকুয়েডর ১-১ সেনেগাল

মাঝমাঠ দখলের লড়াইয়ে নামবে দুই দল। ‌ যারা মাঝে মাঝে দখল নিতে পারবে তারা এগিয়ে যাবে এ লড়াইয়ে। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় ইকুয়েডর কিছুটা নির্ভর থাকলেও সেনেগাল দুর্বল দল না। পরিসংখ্যান এবং সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ড্রয়ের মধ্য দিয়ে শেষ হতে পারে গুরুত্বপূর্ণ এই ম্যাচ।

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...