Skip to main content

Prediction BN

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ ফ্রি টিপস । আর্জেন্টিনা বনাম মেক্সিকো: ২৩ তম ম্যাচ

Argentina vs Mexico

আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচের বিবরণ

ম্যাচ: আর্জেন্টিনা বনাম মেক্সিকো, ২৩ তম ম্যাচ। কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ

তারিখ: ২৭ নভেম্বর ২০২২

সময়: ১.০০ এএম (GMT+৬), ১২.৩০ এএম (GMT+৫.৫)

ভেন্যুঃ লুসাইল স্টেডিয়াম, কাতার


আর্জেন্টিনা বনাম মেক্সিকো প্রিভিউ

দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে জনপ্রিয় বিশ্বকাপ ফুটবলে সি গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা মেক্সিকো।

টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট আর্জেন্টিনা। দুইবারের বিশ্বকাপ যে দলটি এবারের বিশ্বকাপে খেলতে আসে টানা ৩৬ ম্যাচ অপরাজিতা থেকে। কিন্তু টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় দুর্বল সৌদি আরবের বিপক্ষে বড় ধাক্কা খায় আর্জেন্টাইনরা। প্রথমে লিড পেয়েও দ্বিতীয়ার্ধে গোল হজম বিশ্বকাপের ইতিহাসে অন্যতম অঘটনের জন্ম দেয় তারা। প্রথম ম্যাচের হতাশা ভুলে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে তারা। এই ম্যাচে কোন ধরনের অঘটন টুর্নামেন্ট থেকে তাদের বিদায় ঘন্টা বাজিয়ে দেবে। তাই সর্বোচ্চ সতর্ক অবস্থায় খেলতে নামবে আর্জেন্টিনা।

অপরদিকে পোল্যান্ডের বিপক্ষে হতাশা জনক গোলশূন্য ড্র করে মেক্সিকো। দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের পথ অনুসরণ করতে সচেষ্ট হবে তারা। 

ফিফা র‌্যাঙ্কিংয়ের তৃতীয় দল আর্জেন্টিনা ১৩ তম দল মেক্সিকোর মুখোমুখি হতে চলেছে। ম্যাচটি নিঃসন্দেহে মেক্সিকোর জন্য অগ্নিপরীক্ষা। 


আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচের মূল পয়েন্ট

আর্জেন্টাইন সুপারস্টার লিওনের মেসি বিশ্বকাপ শুরুর পূর্বে ঘোষণা দিয়েছিলেন এটি সম্ভবত হতে চলেছে তার শেষ বিশ্বকাপ। তাই শেষটা রাঙিয়ে তুলতে মেসির সতীর্থরা তার হাতে তুলে দিতে চেয়েছিল সোনালী বিশ্বকাপ। সে পথে ভালই অগ্রসর হচ্ছিল বিশ্বকাপের আগে। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপের মঞ্চে খেলতে নামে আর্জেন্টিনা। তবে উদ্বোধনী খেলায় শতাব্দীর সেরা অঘটনের শিকার হয়ে প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে মেসি তার দল। 

উদ্বোধনী খেলায় পেনাল্টি থেকে গোল তুলে নেয় লিওনেল মেসি। ম্যাচেও স্পটলাইটের আলো থাকবে তাকে কেন্দ্র করে। লিওনেল মেসি জ্বলে উঠলে ম্যাচের ফলাফল বদলে যেতে পারে তার সকলেরই জানা। 

অপরদিকে দলের গোলরক্ষক গুইলারমো ওচোয়া প্রথম ম্যাচে পেনাল্টি ঠেকিয়ে দলকে নিশ্চিত পরাজয়ের হাত থেকে রক্ষা করে। দ্বিতীয় ম্যাচে লিওনেল মেসিদের জন্য বাধার দেয়াল হয়ে উঠতে পারেন তিনি। এছাড়া গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন হারভিং লোজানো


আর্জেন্টিনা বনাম মেক্সিকো হেড টু হেড

দুই দলের এখন পর্যন্ত ৩৫ সাক্ষাতের মধ্যে আর্জেন্টিনার জয় ১৬ টি ম্যাচে, পরাজয়ের পাঁচটিতে এবং অবশিষ্ট চৌদ্দটি ম্যাচ ড্র এর মধ্য দিয়ে শেষ হয়। 


আর্জেন্টিনা বনাম মেক্সিকো টিমের খবর

আগস্ট থেকে মাঠের বাইরে থাকা রাউল জিমেনেজকে শুরুর একাদশে দেখা যেতে পারে।

এছাড়া চোটমুক্ত আর্জেন্টিনা এবং মেক্সিকো উভয় দলই পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামতে প্রস্তুত।


আর্জেন্টিনা বনাম মেক্সিকো স্কোয়াড

আর্জেন্টিনা স্কোয়াড

আর্জেন্টিনা বনাম মেক্সিকো

গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, জেরোনিমো রুলি, ড্যামিয়ান মার্টিনেজ

ডিফেন্ডার: হুয়ান ফয়েথ, নিকোলাস তাগলিয়াফিকো, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, জার্মান পেজেলা

মিডফিল্ডার: লিয়েন্দ্রো পেরেদেস, এক্সকুয়েল প্যালাসিওস, থিয়াগো আলমাদা, আলেজান্দ্রো গোমেজ, রদ্রিগেজ গুইডো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, মার্কোস অ্যাকুনা

ফরোয়ার্ড: জুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, পাওলো দিবালা, লাউতারো মার্টিনেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, অ্যাঞ্জেল কোরেয়া

মেক্সিকো স্কোয়াড

আর্জেন্টিনা বনাম মেক্সিকো

গোলরক্ষক: আলফ্রেডো তালাভেরা, রোডলফো কোটা, গুইলারমো ওচোয়া

ডিফেন্ডার: নেস্টর আরাউজো, সিজার মন্টেস, জেসুস গ্যালার্দো, কেভিন আলভারেজ, এডসন আলভারেজ, জোহান ভাসকেজ, জেরার্ডো আর্টেগা, হেক্টর মোরেনো, হোর্হে সানচেজ

মিডফিল্ডার: লুইস রোমো, হেক্টর হেরেরা, আন্দ্রেস গার্দাদো, লুইস শ্যাভেজ, কার্লোস রদ্রিগেজ, এরিক গুতেরেস

ফরোয়ার্ড: রাউল জিমেনেজ, হেনরি মার্টিন, উরিয়েল আন্টুনা, হিরভিং লোজানো, রবার্তো আলভারাদো, অ্যালেক্সিস ভেগা, রোজেলিও ফুনেস মোরি, ওরবেলিন পিনেদা


আর্জেন্টিনা বনাম মেক্সিকো প্রেডিকশন

স্কোরকার্ড: আর্জেন্টিনা মেক্সিকো

ডু অর ডাই ম্যাচে খেলতে নামছে আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না তারা।‌ তাই সর্বশক্তি দিয়ে প্রতিপক্ষের উপর ঝাপিয়ে পড়তে প্রস্তুত মেসি বাহিনী। অপরদিকে পরিসংখ্যান এবং সাম্প্রতিক ফরম বিবেচনায় পিছিয়ে থাকা মেক্সিকোর জন্য ম্যাচটি কঠিন পরীক্ষা। মেসিদের আটকাতে পারবে কিনা মেক্সিকো সেটি এখন দেখার বিষয়।

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...