Skip to main content

News BN

আর্জেন্টিনা অসাধারণ, তবে মেসিকে ভয় পাই না  : ফ্রান্সের ডিফেন্ডার হার্নান্দেজ 

আর্জেন্টিনা অসাধারণ, তবে মেসিকে ভয় পাই না  : ফ্রান্সের ডিফেন্ডার হার্নান্দেজ 

দেখতে দেখতে শেষ হতে চলেছে  ফুটবল বিশ্বকাপ। ইতোমধ্যেই দুই ফাইনালিস্ট পেয়ে গেছে চলতি বিশ্বকাপ। একদিকে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালিস্ট আর্জেন্টিনা অন্যদিকে মরক্কোকে হারিয়ে দ্বিতীয় ফাইনালিস্ট ফ্রান্স। শিরোপা নির্ধারনির ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। তবে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে, ফ্রান্স ভয় পান না বলে  সাফ জানিয়ে দিলেন ফ্রান্সের ডিফেন্ডার হার্নান্দেজ।

ফাইনালে বিশ্বের সর্বকালের অন্যতম  সেরা ফুটবলার লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে ফ্রান্স। যেখানে মেসির মতো খেলোয়াড় আছে, সেখানে প্রতিপক্ষের জন্য তিনি অবশই ভয়ের কারণ। তবে মেসিকে ভয় পাচ্ছেন না ফ্রান্সের ডিফেন্ডার। সম্প্রতি এমনটাই দাবী করলেন ফ্রান্সের হার্নান্দেজ। এই ডিফেন্ডার এর বক্তব্য শোরগোল ফেলেছে ফুটবল বিশ্বে।

সেমিফাইনালে মরক্কোকে হারিয়ে ফাইনালে ওঠার পর সংবাদ সম্মেলনে কথা বলেন মরক্কোর বিপক্ষে গোল দেওয়া ফ্রান্সের ডিফেন্ডার হার্নান্দেজ। তিনি বলেন, ” এখন ফাইনাল নিয়ে ভাবতে হবে। তার জন্য ফিট হয়ে উঠতে হবে। আমরা মেসিকে ভয় পাই না। আর্জেন্টিনা অসাধারণ এক দল। তবে নিজেদের শতভাগ উজাড় করে দিতে আমরাও প্রস্তুত থাকব। “

তবে দুই দলের মুখোমুখি লড়াইয়ে  পরিসংখ্যানে  এগিয়ে আছে আর্জেন্টিনা। এই দুই দল অতীতে মুখোমুখি হয় ১২ টি ম্যাচে। যেখানে ৬ টি ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে আলবিসেলেস্তেরা। বাকি ৬ ম্যাচের মধ্যে তিনটিতে জয় ফ্রান্সের এবং তিন ম্যাচ ড্র করেছে তারা। 

তবে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের সামনে এবার ইতালি এবং ব্রাজিলের রেকর্ডে ভাগ বসানোর সুযোগ। চলতি বিশ্বকাপ জিততে পারলে টানা দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার খেতাব অর্জন করবে তারা। অন্যদিকে অতীতের প্রতিশোধ নেওয়ার পালা আলবিসেলেস্তেদের। বিশ্বকাপের আসরে ২০১৮ সালে ফ্রান্সের কাছে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। 

এদিকে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে ৩৬ বছরের শিরোপা খরা কাটাতে বিশ্বকাপের মিশন শুরু করে আর্জেন্টিনা। যদিও তাদের প্রথম ম্যাচ হার দিয়েই শুরু হয়। তবে পরবর্তীতে তারা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে সেক্ষেত্রে শিরোপার বড় দাবিদার তারা। তবে সামনে বাঁধা প্রতিপক্ষের এমবাপ্পে। এই বাঁধা অতিক্রম করতে পারলে তাদের জয়ের পথ অনেকটা সহজ হয়ে যাবে।

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...