Skip to main content

News BN

আর্জেন্টিনার এই বিশ্বকাপ দল শিরোপা জিতবে? 

আর্জেন্টিনার এই বিশ্বকাপ দল শিরোপা জিতবে? 

কাতার বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে ২০ নভেম্বর। যেখানে ২২ নভেম্বর নিজেদের অভিযান শুরু করবে ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। এরমধ্যে বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির কোচ লিওনেল স্কলোনি। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে গড়া দল নিয়ে তৃতীয় শিরোপার সন্ধানে কাতার যাবে আলভিসেলেস্তেরা।

এদিকে দল ঘোষণার বেশকিছু দিন আগে থেকে গুঞ্জন ছিল, চোটের কারণে বিশ্বকাপ খেলতে পারবেন না পাওলো দিবালা এবং আনহেল ডি মারিয়া। কিন্তু শেষ পর্যন্ত তাদের নিয়েই দল সাজিয়েছে স্কলোনি। তবে শেষ মুহুর্তে চোট পেয়ে বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন সর্বশেষ কোপা আমেরিকা জয়ী দলের সদস্য জিওভান্নি লো সেলসো।

বিশ্বকাপের দল ঘোষণার পরেই নেটিজেনদের অনেকে বলছেন এই দল বিশ্বকাপ জেতার সামর্থ্য রাখে। আর্জেন্টিনা সমর্থকদের অনেকেই প্রত্যাশা করছেন নিজের শেষ বিশ্বকাপে অধরা বিশ্বকাপ ট্রফি উচিয়ে ধরবেন ফুটবলের ক্ষুদে জাদুকর মেসি। শেষ পর্যন্ত সমর্থকদের সেই আশা পূরন হবে কিনা সেটা সময়েই বলবে।

কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি এবং ফ্রাঙ্কো আরমানি।

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমপরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস ট্যাগলিয়াফিকো এবং জুয়ান ফয়েথ।

মিডফিল্ডার: রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পেরেদেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, গুইডো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ এনং এক্সকুয়েল প্যালাসিওস।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, নিকোলাস গঞ্জালেস এবং জোয়াকিন কোরেয়া।

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...