DV বনাম ADKR ম্যাচ প্রেডিকশন – ১৭তম টি২০
আইএলটি২০ ২০২৫–২৬-এর ১৭তম ম্যাচে ডেজার্ট ভাইপার্স মুখোমুখি হবে আবুধাবি নাইট রাইডার্সের। ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে ০২:৩০ এ।
আবুধাবি নাইট রাইডার্স এই ম্যাচে নামছে এক শক্তিশালী ও তারকাখচিত স্কোয়াড নিয়ে। ব্যাটিং বিভাগে আছেন অ্যালেক্স হেলস, ফিল সল্ট, লিয়াম লিভিংস্টোন, আন্দ্রে রাসেল ও শেরফানে রাদারফোর্ড, যারা যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। অলরাউন্ড শক্তি বাড়াচ্ছেন জেসন হোল্ডার, সুনিল নারাইন ও ব্র্যান্ডন ম্যাকমুলেন। বোলিং আক্রমণে রয়েছেন ওলি স্টোন ও জর্জ গার্টন, সঙ্গে স্পিনে সুনিল নারাইন ও পিয়ূষ চাওলা।
ডেজার্ট ভাইপার্স দলও সমানভাবে শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ। ব্যাটিংয়ে ফখর জামান, ড্যান লরেন্স, ম্যাক্স হোল্ডেন, শিমরন হেটমায়ার ও লিউস ডু প্লয় ধারাবাহিক রান করার ক্ষমতা রাখেন। অলরাউন্ডার হিসেবে স্যাম কারান দলকে দিচ্ছেন গুরুত্বপূর্ণ ভারসাম্য। বোলিংয়ে লকি ফার্গুসন ও নাসিম শাহের গতি আক্রমণের সঙ্গে স্পিনে কাইস আহমেদ ও নূর আহমেদ কার্যকর ভূমিকা রাখতে পারেন। উইকেটের পেছনে ভরসার নাম ভ্রিত্যিয়া আরাভিন্দ।
শেখ জায়েদ স্টেডিয়াম সাধারণত শুরুতে পেস বোলারদের সহায়তা করে, তবে ম্যাচ এগোলে স্পিনাররা কার্যকর হয়ে ওঠে। পাওয়ারপ্লে ও মাঝের ওভারগুলো নিয়ন্ত্রণে রাখতে পারাই হবে জয়ের চাবিকাঠি।
এক্সপার্ট প্রেডিকশন: ডেজার্ট ভাইপার্সের জয়ের সম্ভাবনা ৫১%, আর আবুধাবি নাইট রাইডার্সের জয়ের সম্ভাবনা ৪৯%।
ডিসক্লেইমার: এই ভিডিওতে প্রকাশিত মতামত ও বিশ্লেষণ সম্পূর্ণ লেখকের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। আলোচ্য বিষয়গুলো ভেবে দেখুন, বিশ্লেষণ করুন, আর নিজের সিদ্ধান্তে পৌঁছান।
বিবিএল ২০২৫-২৬: ৩য় ম্যাচ, HBH বনাম SYT ম্যাচ প্রেডিকশন – হোবার্ট হারিকেনস বনাম সিডনি থান্ডার কে জিতবে আজকের বিবিএল প্রেডিকশন?
AUS বনাম ENG ম্যাচ প্রেডিকশন | ৩য় টেস্ট | অ্যাশেজ ২০২৫–২৬ | ১৭ ডিসেম্বর – কে জিতবে AUS বনাম ENG?
BH বনাম MR ম্যাচ প্রেডিকশন | বিগ ব্যাশ লিগ ২০২৫-২৬ | ২য় টি২০ | ১৫ ডিসেম্বর – Brisbane Heat বনাম Melbourne Renegades ম্যাচ কে জিতবে?
GG বনাম SW ম্যাচ প্রেডিকশন | ১৬তম টি২০ | আইএলটি২০ ২০২৫–২৬ | ১৫ ডিসেম্বর – Gulf Giants বনাম Sharjah Warriorz ম্যাচ কে জিতবে?

