সাম্প্রতিক সময়ে কড়া সমালোচনার শিকার হচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। এশিয়া কাপের ফাইনাল হার, ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ হার কিংবা টি–টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের মতো দলের কাছে হেরে যাওয়া, এসব নিয়ে বরাবরই বাবর আজমের দল নিয়ে সমালোচনায় মুখর দেশটির সাবেক ক্রিকেটাররা। এবার তাদের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সবার আগে আইনি নোটিশ পাঠানো হয়েছে সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমলকে। তার ঘনিষ্ঠ এক সূত্র পাকিস্তানের গণমাধ্যমকে জানায়, পিসিবির আইনি দফতর থেকে নোটিশ পাঠানো হয়েছে কামরানকে। তবে অভিযোগটা কি তা জানা যায়নি। সূত্রমতে, পিসিবি সভাপতি রমিজ রাজা মনে করেছেন, কামরানের বক্তব্য মিথ্যা এবং আপত্তিকর।
এদিকে শুধু কামরানই নয়, আরো কয়েকজনকে নোটিশ দেবে পিসিবি। এমনটাই জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা পাকিস্তানের গণমাধ্যমকে বলেন, ” অনেকেই সীমা অতিক্রম করেছেন। দল, বোর্ড এবং কর্তাদের নিয়ে মনগড়া সমালোচনা করেছেন। পিসিবি কোনোভাবেই এগুলো সহ্য করবে না। সবাইকে নোটিশ দেওয়া হবে। “
গেল টি টোয়েন্টি বিশ্বকাপে শেষ পর্যন্ত ফাইনাল খেলে ফেলা পাকিস্তান দলের সমালোচনা করা ক্রিকেটারদের মধ্যে আছেন শোয়েব আখতার, শোয়েব মালিক, মোহাম্মদ আমিরের মতো তারকারা। যারা বাবরের অধিনায়কত্ব কেড়ে নেওয়া থেকে শুরু করে রমিজের সভাপতি পদ, সমালোচনায় ছাড় দেননি এটুকু। তাই , এবার উল্টো অ্যাকশনে গেলো পিসিবি।