Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ২৫ নভেম্বর: শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান (১ম ওডিআই)

Cricket Highlights, 25 Nov: SL vs AFG (1st ODI)

শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান (১ম ওডিআই) – হাইলাইটস

তিন ম্যাচ সিরিজের ১ম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৬০ রানের বড় জয় পেয়েছে সফরকারী আফগানিস্তান। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ইব্রাহিম জাদরানের সেঞ্চুরির সৌজন্যে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৪ রানের বড় সংগ্রহ পায় সফরকারীরা। জবাবে, ৩৮ ওভারে ২৩৪ রান তুলতেই থেমে যায় লঙ্কানদের ইনিংস।

ফলে পাল্লেকেলেতে ৬০ রানে জিতে ৩ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে আফগানিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে আফগানদের এটি দ্বিতীয় ওডিআই জয়, সর্বশেষ জয়টি এসেছিল ২০১৮ সালে।

লক্ষ্য তাড়া করতে নামার পর লড়াইটা একসময় হয়ে গেল আফগানিস্তানের বিপক্ষে ওয়ানিন্দু হাসারাঙ্গার। শ্রীলঙ্কার হয়ে সাত নম্বরে যখন হাসারাঙ্গা উইকেটে আসেন, তখন ২৪তম ওভারে ১৩৭ রান তুলতে পঞ্চম উইকেট হারিয়েছে স্বাগতিকরা। হাসারাঙ্গা এরপর খেলেন ৪৬ বলে ৬৬ রানের বিধ্বংসী ইনিংস, যেখানে ছিল ১০টি চারের সাথে ২টি ছক্কার মার।

তবে উইকেটে তাঁকে যোগ্য সঙ্গ দিতে পারেনি দলের অন্য কোন ব্যাটাররা। ৩৮তম ওভারের শেষ বলে ফজলহক ফারুকীর চতুর্থ শিকারে পরিণত হলেন হাসারাঙ্গা, শ্রীলঙ্কা আটকে গেল ২৩৪ রানেই। হাসারাঙ্গার আগে শ্রীলঙ্কার ভরসা হয়ে ছিলেন ওপেনার পাথুম নিসাঙ্কা। ফারুকীর বলে তিনিও হয়েছেন বোল্ড, এর আগে ১০ বাউন্ডারির সাহায্যে ৮৩ বলে ৮৫ রান করেন তিনি।

প্রথম পাঁচ উইকেটে শ্রীলঙ্কার সর্বোচ্চ জুটিটি ছিল ৫৪ বলে ৪৭ রানের, যা পঞ্চম উইকেটে যোগ করেছিলেন নিসাঙ্কা ও অধিনায়ক দাসুন শানাকা। নিসাঙ্কা ও হাসারাঙ্গা ষষ্ঠ উইকেটে যোগ করেন ৩১ রান। নিসাঙ্কার ৮৫, হাসারাঙ্গার ৬৬ রানের পর শ্রীলঙ্কা ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ছিল ধনাঞ্জয়া ডি সিলভা ও অধিনায়ক শানাকার—১৬ রানের ইনিংস।

দুই আফগান পেসার ফারুকী ও গুলবাদিন নায়েব মূল ক্ষতিটা করেছেন স্বাগতিকদের। এই দুজনের করা ১৭ ওভারে ৮৩ রান তুলতেই ৭ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। আরেক পেসার ইয়ামিন আহমেদজাই একটু খরুচে ছিলেন, তবে তিনিও ৬ ওভারে ৪৬ রান দিয়ে নেন কুশল মেন্ডিস (১) ও মহীশ তিকশানার (৩) উইকেট। এছাড়া স্পিনার রশিদ খান ১টি উইকেট তুলে নেন।

এর আগে টসে জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করে আফগানিস্তানের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এ দুজন মিলে ৮৪ রানের জুটি গড়ে তোলেন। ১৫তম ওভারে ৫৫ বলে ৫৩ রান করে সাজঘরে ফেরেন গুরবাজ। দ্বিতীয় উইকেটে রহমত শাহ ও ইব্রাহিম মিলে স্কোর বোর্ডে যোগ করেন ১১৮ রান। ফিফটির পরপর প্যাভিলিয়নে ফিরে যান রহমত (৫২)।

ইব্রাহিম ফিফটি করেন ৬২ বলে, সেঞ্চুরি করতে তাঁর লাগে ১১৬ বল। ৬ ম্যাচের ক্যারিয়ারে এটি দ্বিতীয় সেঞ্চুরি তাঁর। তিকশানার বলে হাসারাঙ্গার হাতে ক্যাচ দেওয়ার আগে ১২০ বলে করেন ১০৬ রান, মারেন ১১টি চার। ইব্রাহিম চলে যাওয়ার পর মাঠে ঝড় তোলেন নাজিবুল্লাহ জাদরান। চার নম্বরে নেমে তিনি ৫ চার ও ১ ছয়ের মারে ২৫ বলে ৪২ রান করেন।

শেষ ২ ওভারে আফগানিস্তান হারায় ৪ উইকেট। শেষ ওভারে ৫ রান তুলতে হারায় ২ উইকেট। সেটি না হলে ৩০০ ঠিকই পেরোতে পারত তারা। তাতে অবশ্য বড় জয় পেতে সমস্যা হয়নি সফরকারী আফগানিস্তানের। শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক ২টি উইকেট শিকার করেন অল-রাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এছাড়া কাসুন রাজিথা, মহীশ তিকশানা, লাহিরু কুমারা এবং ধনঞ্জয়া লক্ষন ১টি করে উইকেট পেয়েছেন।

১০৬ রানের অসাধারণ ইনিংস খেলে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন আফগান ওপেনার ইব্রাহিম জাদরান। আগামীকাল সিরিজ বাঁচানোর লক্ষ্যে একই সময় একই ভেন্যুতে শ্রীলঙ্কা সিরিজের ২য় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে।


শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান এর স্কোরবোর্ড

আফগানিস্তান – ২৯৪/৮ (৫০.০)

শ্রীলঙ্কা২৩৪/১০ (৩৮.০)

ফলাফল – আফগানিস্তান ৬০ রানে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – ইব্রাহিম জাদরান


শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান


শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচের একাদশ

শ্রীলঙ্কা দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস (উইকেট রক্ষক), পাথুম নিসাঙ্কা, দিনেশ চান্দিমাল, চারিথ আসালাঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ধনঞ্জয়া ডি সিলভা, ধনঞ্জয়া লক্ষন, লাহিরু কুমারা, মহীশ তিকশানা, এবং কাসুন রাজিথা।
আফগানিস্তান হাশমাতুল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেট রক্ষক), গুলবাদিন নায়েব, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, রহমত শাহ, ফজলহক ফারুকী, ইয়ামিন আহমদজাই, এবং মুজিব উর রহমান।

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...