Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ১২ জুন: শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া (৩য় টি২০)

SL vs AUS match highlight ft

শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ হাইলাইটস

শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া এর ম্যাচ হাইলাইটস

শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পাল্লেকেলের পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অধিনায়ক দাসুন শানাকা’র অসাধারণ ইনিংসের সৌজন্যে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ বল হাতে রেখে চার উইকেটের এক অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। সেই সাথে এই ম্যাচে জয়ী হয়ে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার হাত থেকে নিজেদের বাঁচিয়ে রাখল লঙ্কানরা।

টসে জিতে অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ব্যাটিং করার সিধান্ত নেন এবং শ্রীলঙ্কাকে বোলিং করতে পাঠান। ব্যাট করতে নেমে অসি স্কোয়াডের কোন ব্যাটার হাফ-সেঞ্চুরির দেখা না পেলেও লড়াকু পুঁজি সংগ্রহ করে সফরকারীরা। প্রথম দশ ওভারেই ২ উইকেট হারিয়ে ৮৫ রান তুলে নেয় তারা। যেখানে ফিঞ্চ ২০ বলে ২৯ এবং গ্লেন ম্যাক্সওয়েল ৯ বলে ১৬ রান করেন।

১১ তম ওভারের প্রথম বলেই ৩৩ বলে ৩৯ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে যান ডেভিড ওয়ার্নার। তার পরের বলেই রান আউট হয়ে সাজঘরে ফিরেন ব্যাটার জশ ইংলিশ (০)। টানা তিন বলে তিন উইকেট হারিয়ে দলীয় স্কোর ৮৫/১ থেকে হয়ে যায় ৮৫/৪!

দলের এই খারাপ সময়ে অসিদের আবার ম্যাচে ফিরান অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথ এবং মার্কাস স্টয়নিস। ৩ চার ও ১ ছক্কায়, ২৩ বলে ৩৮ রান করে আউট হন স্টয়নিস। তবে স্মিথ ২ চার ও ২ ছক্কায়, ২৭ বলে অপরাজিত ৩৭ রানের কার্যকারী ইনিংস খেলে মাঠ ছাড়েন। উইকেট রক্ষক ব্যাটার ম্যাথু ওয়েড ৮ বলে অপরাজিত ১৩ রান করেন।

তাদের এই ইনিংসগুলোর সৌজন্যেই শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৬ রানের লড়াকু স্কোর সংগ্রহ করে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার হয়ে মহীশ তিকশানা সর্বোচ্চ ২টি এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা ও প্রবীণ জয়াবিক্রমা ১টি করে উইকেট তুলে নেন।

১৭৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায় লঙ্কান টপঅর্ডারের প্রায় সব ব্যাটাররা। কিন্তু কেউই বড় ইনিংস খেলতে পারেননি। দানুস্কা গুনাতিলকা ১৫, পাথুম নিশাঙ্কা ২৭, চারিথ আসালাঙ্কা ২৬ ও ভানুকা রাজাপক্ষ ১৭ রান করে আউট হন। এছাড়া কুশল মেন্ডিস ৬ এবং হাসারাঙ্গা মাত্র ৮ রান করলে অল্পেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে স্বাগতিকরা।

কিন্তু অনবদ্য ইনিংস খেলে সেখান থেকে দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন শানাকা এবং চামিকা করুনারত্নে। শেষ তিন ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৫৯ রান। উইকেটে ছিলেন ১২ বলে ৬ রান করা শানাকা ও ৬ বলে ৮ রান করা করুনারত্নে।

লঙ্কান টপঅর্ডারকে বেঁধে রাখা প্রথম স্পেলে তিন ওভারে এক মেইডেনসহ মাত্র তিন রান খরচায় দুই উইকেট নিয়েছিল অসি পেসার জশ হ্যাজলউড। তাকে দিয়েই তাণ্ডবের শুরুটা করেন শানাকা। ১৮ বলে ৫৯ রানের সমীকরণে বল করতে এসে দুই চার ও দুই ছয়ের মারে ২২ রান দিয়ে দেন হ্যাজলউড। ফলে লঙ্কানদের জয়ের জন্য প্রয়োজন হয় ১২ বলে ৩৭ রান।

ঝাই রিচার্ডসনের করা ১৯তম ওভারে দুই চার ও এক ছয়ে ১৮ রান নিতে সক্ষম হন শানাকা। ফলশ্রুতি শেষ ওভারে বাকি থাকে আরও ১৯ রান। আগের দুই ওভারে ব্যাটরদের ৪০ রান তুলে নেওয়ার চাপে প্রথম দুইটি বলই ওয়াইড করেন কেন রিচার্ডসন। পরের দুই বলে আসে আরও দুই রান। ফলে সমীকরণ দাঁড়ায় ৪ বলে ১৫ রানের। সেখান থেকে পরপর তিন বলে ৪, ৪ ও ৬ মেরে স্কোর সমান করে দেন লঙ্কান অধিনায়ক।

যার ফলে শেষ বলে বাকি থাকে ১ রান। সেটি আর ব্যাটে করতে হয়নি শানাকাকে। অতিরিক্ত চাপে আবারও ওয়াইড দিয়ে ম্যাচ শেষ করে দেন কেন রিচার্ডসন। প্রথম ১২ বলে মাত্র ৬ রান করা শানাকা পরের ১৩ বলে করেন ৪৮ রান! ৫ চার ও ৪ ছক্কায়, ২৫ বলে ৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে ১ বল আগেই দলকে ম্যাচ জেতান শানাকা। সেই সাথে প্লেয়ার অফ দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন।

করুনারত্নে ১০ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন। এছাড়া অস্ট্রেলিয়ার হয়ে হ্যাজলউড ও স্টয়নিস ২টি এবং অ্যাশটন অ্যাগার ও ঝাই রিচার্ডসন ১টি করে উইকেট তুলে নেন।

শেষ ম্যাচে পরাজিত হলেও তিন ম্যাচের টি২০ সিরিজটি ২-১ এ জয়ী হয়ে শেষ করল সফরকারী অস্ট্রেলিয়া। আগামী ১৪ জুন এই একই ভেন্যুতে এই দুল দল পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে।


শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া এর স্কোরবোর্ড

অস্ট্রেলিয়া১৭৬/৫ (২০.০)

শ্রীলঙ্কা – ১৭৭/৬ (১৯.৫)

ফলাফল – শ্রীলঙ্কা ৪ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – দাসুন শানাকা

প্লেয়ার অফ দ্য সিরিজ – অ্যারন ফিঞ্চ


শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া


শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া ম্যাচের একাদশ

 শ্রীলঙ্কা দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস (উইকেট রক্ষক), পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপক্ষ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দানুস্কা গুনাতিলকা, চামিকা করুনারত্নে, মহীশ তিকশানা, দুষ্মন্ত চামিরা, এবং প্রবীণ জয়াবিক্রমা।
 অস্ট্রেলিয়া অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ম্যাথু ওয়েড (উইকেট রক্ষক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যাশটন অ্যাগার, কেন রিচার্ডসন, ঝাই রিচার্ডসন এবং জশ হ্যাজলউড।

 

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...