Skip to main content

শচীনের অটোগ্রাফ নিতে কেন ব্যর্থ হয়েছিলেন ব্রেট লি?

Brett Lee is an Australian former international cricketer, who played all three formats of the game.

Brett Lee is an Australian former international cricketer, who played all three formats of the game.

ভারতের লিটল মাস্টার শচীন টেন্ডুলকর এমন একটা সময়ে ক্রিকেট খেলেছেন, যখন উলটো দিক থেকে বল হাতে ছুটে আসতেন গ্লেন ম্যাকগ্রা, ওয়াসিম আকরাম, অ্যালান ডোনাল্ড, শেন ওয়ার্ন, শোয়েব আখতার, জেমস অ্যান্ডারসনের মত ক্রিকেট বিশ্বের কিংবদন্তী পেস বোলাররা। তবে তাঁদেরই মাঝখানে একজন বোলারের এমন একটি রেকর্ড রয়েছে, যা আর কোনও কিংবদন্তীর  নেই। তিনি অস্ট্রেলিয়ান গতি তারকা ব্রেট লি।

আন্তর্জাতিক ক্রিকেটে শচীনকে ১৪ বার আউট করেছেন ব্রেট লি। যা আর কোন বোলারের পক্ষে সম্ভবপর হয়ে উঠে নি। ১৯৯৯ সালে ব্রেট লি’র অভিষেকের দিন দুর্দান্ত একটি সেঞ্চুরি করেছেন শচীন। এরপর শচীন-লি  মুখোমুখি হয়েছেন বহুবার। তবে একবার  তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে একটি তিনদিনের অনুশীলন ম্যাচে সচিনকে প্রথমবার বল করার সুযোগ পেয়েছিলেন লি। লি’র কাছে ব্যাপারটা ছিল আকাশের চাঁদ হাতে পাওয়ার মত ব্যাপার। 

নিজের ইউটিউব চ্যানেলে সেদিনের ঘটনা বর্ণনা করতে যেয়ে লি বলেন, ‘১৯৯৯ সালে প্রথমবার আমি শচীনের মুখোমুখি হয়েছিলাম। ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে ক্যানবেরায় একটা অনুশীলন ম্যাচের আয়োজন করা হয়েছিল। সেখানে আমি প্রধানমন্ত্রী একাদশের হয়ে খেলছিলাম। সেই ভারতীয় দলে ছিলেন শচীন টেন্ডুলকার।

তিনি যখন ব্যাট করতে এসেছিলেন, তখন আমি মনে মনে প্রমাদ গুনছিলাম  কিংবদন্তী শচীন টেন্ডুলকর ব্যাট করতে আসছেন। আসলে আমি ওর থেকে একটা অটোগ্রাফ চাইছিলাম। বলটা ওর দিকে বাড়িয়ে দিয়ে বলব ভেবেছিলাম, ‘ওহে বন্ধু, তুমি এটায় একটা সই করে দেবে?’ তারপর ভেবেছিলাম, প্রথম সাক্ষাতেই এমনটা করা হয়ত উচিত হবে না। কারণ অপর প্রান্তের ব্যক্তিটা মহান শচীন টেন্ডুলকার।’ 

স্বপ্নের ক্রিকেটারকে বাস্তবে দেখার মতো অনুভূতি কি হতে পারে সেটা হয়তো সেদিনের লি ছাড়া আর কেউ বলতে পারবেন না। স্বপ্ন হয়েছে বাস্তব, পেয়েছেন অনেককিছু। সেদিনের ম্যাচে শচীনকে আউটও করেছিলেন লি। এরপর ক্রিকেটের বাইশ গজের দুইজনের যে দ্বৈরথ শুরু হয়েছিল তা চলেছে প্রায় ১৩ বছর ধরে।

আরো আজকের ট্রেন্ডিং

আইপিএলের ভক্ত বিশ্বব্যাপী: ভারতে সীমানা ছাড়িয়ে ক্রিকেটের শ্রেষ্ঠত্ব হিসাবে গড়ে তোলা!

আইপিএলের ভক্ত বিশ্বব্যাপী: ভারতে সীমানা ছাড়িয়ে ক্রিকেটের শ্রেষ্ঠত্ব হিসাবে গড়ে তোলা! আইপিএল ভৌগোলিক সীমানা অতিক্রম করে একটি বিশ্ব ক্রীড়াঙ্গনে পরিণত হয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ভৌগোলিক সীমানা অতিক্রম করে একটি...

আইপিএল ২০২৪ অধিনায়কদের তালিকা| ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অধিনায়ক এবং কোচ

আইপিএল ২০২৪, ১৭ তম সংস্করণ, ২২ মার্চ ২০২৪ এ শুরু হয়৷ এটি ৭ এপ্রিল ২০২৪ পর্যন্ত চলবে৷ প্রাথমিক ২-সপ্তাহের সেশনে মোট ২১টি অ্যাকশন-প্যাকড ম্যাচ খেলা হবে ৷ ১০টি ভিন্ন শহরে...

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা!

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুধুমাত্র তার রোমাঞ্চকর ম্যাচের জন্যই নয় বরং এর অতুলনীয় অর্থনৈতিক প্রভাবের জন্যও ক্রিকেট বিশ্বে সাফল্যের আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে...

আইপিএল ২০২৪ এর পার্পল ক্যাপধারী: লিডিং উইকেট-টেকার কীভাবে হিট নেয়

আইপিএল ২০২৪ আর মাত্র কয়েক সপ্তাহ দূরে, এবং মরসুমের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশগুলির মধ্যে একটি হল শীর্ষস্থানীয় উইকেট শিকারী হিসাবে কে পার্পল ক্যাপ জিতবে। এই সম্মানজনক স্বীকৃতি শুধু বোলারদের দক্ষতাই তুলে...