Skip to main content

রাজনীতিতে আসছেন সৌরভ? টুইট নিয়ে মুখ খুললেন সাবেক অধিনায়ক

Former Indian cricket captain Sourav Ganguly took over as chairman of the Board of Control for Cricket in India (BCCI) in July 2020.

Former Indian cricket captain Sourav Ganguly took over as chairman of the Board of Control for Cricket in India (BCCI) in July 2020.

২০২০ সালের জুলাইয়ে ক্রিকেট কন্ট্রোল বোর্ড অব ইন্ডিয়া বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব নেন ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। চলতি বছরেই তার দায়িত্বের মেয়াদ শেষ হচ্ছে। এরই মধ্যে সৌরভের করা টুইট নিয়ে শুরু হয়েছে বিতর্ক। টুইটের পরবর্তীতে শোনা যাচ্ছিল ক্রিকেট ছেড়ে এবার রাজনীতিতে যুক্ত হচ্ছেন মহারাজ। স্পোর্টস কোটায় বিজেপির হয়ে আগামী রাজ্য সভা নির্বাচনেও দেখা যাবে তাকে। পরবর্তীতে অবশ্য সৌরভ নিজেই এইসব গুঞ্জন উড়িয়ে তার টুইটের ব্যাখ্যা দিয়েছেন। 

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সৌরভ টুইট করেছিলেন, ‘১৯৯২ সালে ক্রিকেট শুরু করেছিলাম। ক্রিকেটে ৩০ বছর পূর্ণ হলো। এই‌ লম্বা সময়ে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আপনাদের সমর্থন পেয়েছি। এবার, নতুন কিছুর পরিকল্পনা জানাচ্ছি। আশা করছি, এটা আরও লোকের কাজে আসবে। নতুন অধ্যায়ে আপনারা পাশে থাকবেন।

Rumors of Sourav Ganguly's resignation from the BCCI are not true.

এরপরই মূলত গুঞ্জন চাউর হতে থাকে। তবে বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ ব্যাপারটি উড়িয়ে দিয়েছেন। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে পাঠানো বিবৃতিতে তিনি বলেছেন, ‘সৌরভ গাঙ্গুলির বিসিসিআই থেকে পদত্যাগ করার যে গুঞ্জন উঠেছে তা সত্য নয়। ভারতীয় ক্রিকেটের মিডিয়া স্বত্ত্ব নিয়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আসছে। ভারতীয় ক্রিকেটের স্বার্থে আমি এবং আমার সতীর্থরা একসঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’ 

পরবর্তীতে সৌরভ নিজেই ব্যাপারটি পুরোপুরি খোলাসা করেছেন। জানিয়েছেন তিনি ক্রিকেটের সাথেই আছেন। নতুন কিছুর পরিকল্পনা বলতে তিনি একটি শিক্ষা বিষয়ক অ্যাপ নিয়ে আসার উদ্যেগ নিয়েছেন। যেটা বিশ্বজুড়ে শিক্ষা ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে তার আশা। এটা একটা সিম্পল টুইট ছিল। তাই রাজনীতিতে আসছেননা সৌরভ। এমনকি বোর্ড থেকে পদত্যাগের কোন বিষয় নেই বলেও জানিয়েছেন তিনি।

আরো আজকের ট্রেন্ডিং

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা!

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুধুমাত্র তার রোমাঞ্চকর ম্যাচের জন্যই নয় বরং এর অতুলনীয় অর্থনৈতিক প্রভাবের জন্যও ক্রিকেট বিশ্বে সাফল্যের আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে...

আইপিএল ২০২৪ এর পার্পল ক্যাপধারী: লিডিং উইকেট-টেকার কীভাবে হিট নেয়

আইপিএল ২০২৪ আর মাত্র কয়েক সপ্তাহ দূরে, এবং মরসুমের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশগুলির মধ্যে একটি হল শীর্ষস্থানীয় উইকেট শিকারী হিসাবে কে পার্পল ক্যাপ জিতবে। এই সম্মানজনক স্বীকৃতি শুধু বোলারদের দক্ষতাই তুলে...

উদীয়মান তারকা: তরুণ প্রতিভা আইপিএল ২০২৪-এ প্রভাব ফেলছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তরুণ প্রতিভা ক্রিকেটের দ্রুত গতির খেলায় উজ্জ্বল হয়। আইপিএল ২০২৪ ব্যতিক্রম নয় এবং নতুন ক্রিকেটাররা বড় মঞ্চে তাদের দক্ষতা প্রদর্শন করেছে।...

অভ্যন্তরীণ কাজগুলি উন্মোচন করা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), অকথিত গল্প এবং লুকানো বাস্তবতার বিশ্বে প্রবেশ করা!

যখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) তার মাঠের অ্যাকশন দিয়ে ক্রিকেট ভক্তদের চমকে দেয়, তখন পর্দার আড়ালে ঘটছে কার্যকলাপের পুরো মহাবিশ্ব যা প্রায়শই অলক্ষিত হয়। সূক্ষ্ম টুর্নামেন্ট পরিকল্পনা থেকে শুরু করে...