Skip to main content

মাশরাফি যে কারনে লিজেন্ডস ক্রিকেট লিগ খেলছেন না

দুয়ারে কড়া নাড়ছে লিজেন্ডস ক্রিকেট লিগ।আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত শুরু হতে যাচ্ছে লিজেন্ডস ক্রিকেট লিগের এবারের আসর। এই টুর্নামেন্ট ঘিরে ইতোমধ্যেই ক্রিকেট প্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। সাবেক ক্রিকেটারদের অনেককেই যে আবার মাঠের ২২ গজে দেখা যাবে।

আর এই লিগে খেলার প্রস্তাব পেয়েছিলেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা । ইন্ডিয়া ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল তার। কিন্তু সেখানে খেলছেন না বলে জানিয়ে দিয়েছেন মাশরাফি।

গৌতম গম্ভীরের নেতৃত্বে ইন্ডিয়া ক্যাপিটালস দলে খেলবেন জ্যাক ক্যালিস, রস টেলর, মিচেল জনসন, হ্যামিলটন মাসাকাদজারা। ১৫ সদস্যের স্কোয়াডে নাম ছিল ম্যাশেরও। কিন্তু সেখানে না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

এ বিষয়ে গণমাধ্যমকে মাশরাফি বলেন,” গত মাসে খেলার প্রস্তাব পাই। খেলবো কিনা ভাবছিলাম। নানা কারণে টুর্নামেন্টটিতে খেলা হচ্ছে না। না খেলার বিষয়টি গতকাল সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছি।”

সাবেক ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টটির খেলা হবে ভারতের ৬টি শহরে। প্রতিযোগিতার মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতা, লক্ষণৌ, দিল্লি, যোধপুর, কটক এবং রাজকোটে।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় দলে এই সাবেক অধিনায়ককে শেষ দেখা গিয়েছে ২০২০ সালে। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষনা করেননি তিনি। আর লিজেন্ডস লিগ ক্রিকেট সাধারণত অবসর নেয়া ক্রিকেটাররাই খেলে। তাই অনেকের ধারনা আনুষ্ঠানিক ভাবে মাশরাফি অবসর না নেওয়ায় হয়ত এই টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

আরো আজকের ট্রেন্ডিং

আইপিএল ২০২৪ অধিনায়কদের তালিকা| ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অধিনায়ক এবং কোচ

আইপিএল ২০২৪, ১৭ তম সংস্করণ, ২২ মার্চ ২০২৪ এ শুরু হয়৷ এটি ৭ এপ্রিল ২০২৪ পর্যন্ত চলবে৷ প্রাথমিক ২-সপ্তাহের সেশনে মোট ২১টি অ্যাকশন-প্যাকড ম্যাচ খেলা হবে ৷ ১০টি ভিন্ন শহরে...

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা!

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুধুমাত্র তার রোমাঞ্চকর ম্যাচের জন্যই নয় বরং এর অতুলনীয় অর্থনৈতিক প্রভাবের জন্যও ক্রিকেট বিশ্বে সাফল্যের আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে...

আইপিএল ২০২৪ এর পার্পল ক্যাপধারী: লিডিং উইকেট-টেকার কীভাবে হিট নেয়

আইপিএল ২০২৪ আর মাত্র কয়েক সপ্তাহ দূরে, এবং মরসুমের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশগুলির মধ্যে একটি হল শীর্ষস্থানীয় উইকেট শিকারী হিসাবে কে পার্পল ক্যাপ জিতবে। এই সম্মানজনক স্বীকৃতি শুধু বোলারদের দক্ষতাই তুলে...

উদীয়মান তারকা: তরুণ প্রতিভা আইপিএল ২০২৪-এ প্রভাব ফেলছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তরুণ প্রতিভা ক্রিকেটের দ্রুত গতির খেলায় উজ্জ্বল হয়। আইপিএল ২০২৪ ব্যতিক্রম নয় এবং নতুন ক্রিকেটাররা বড় মঞ্চে তাদের দক্ষতা প্রদর্শন করেছে।...