আগামী মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড– বিসিসিআই। তবে সেই দলে নেই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ইনজুরির কারনে এবারের এশিয়া কাপের পুরোটা খেলতে পারেননি জাদেজা।
ডান হাঁটুতে অস্ত্রোপচার করে এখনও মাঠের বাইরে তিনি। ইনজুরির কারণে এত দিন মাঠের বাইরে ছিলেন যশপ্রীত বুমরা এবং হার্শেল প্যাটেল ও। তবে চোট সারিয়ে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে তাদের। ১৫ সদস্যের দলে নাম রয়েছে বুমরাহ– হার্শেলের। ইতোমধ্যে ফিটনেস টেস্টে উত্তীর্ণও হয়েছেন তারা।
অধিনায়ক রোহিত শর্মার দলে টপ অর্ডারে খেলবেন বিরাট কোহলি এবং সূর্য কুমার যাদব। মিডল অর্ডারে দীপক হুদা। উইকেট রক্ষক হিসেবে দেখা যাবে ঋষভ পন্থ এবং দীনেশ কার্তিককে। এশিয়া কাপে ছিলেননা মোহাম্মদ শামি। ধারনা করা হয়েছিল বিশ্বকাপের মূল দলে থাকবেন তিনি। তবে মূল দলে না থাকলেও রিজার্ভ দলে আছেন মোহাম্মদ শামি।
এছাড়া প্রথম বারের মত বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন রবি বিষ্ণোই। ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার মাটিতে পর্দা উঠবে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের। ১৩ নভেম্বর ফাইনাল। এই প্রথমবার বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিবেন রোহিত শর্মা আর তার সহ অধিনায়ক হিসেবে আছেন লোকেশ রাহুল।
ভারতের বিশ্বকাপ দল ঃ রোহিত শর্মা ( অধিনায়ক), লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ( উইকেট রক্ষক), দীনেশ কার্তিক ( উইকেট রক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, হার্শেল প্যাটেল, আর্শ্বদীপ সিং রিজার্ভ দলঃ মোহম্মদ শামি, শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণোই, দীপক চাহার