Skip to main content

বিপিএল থেকে নতুন অধিনায়ক তুলে আনার পক্ষে তামিম

বিপিএল থেকে নতুন অধিনায়ক তুলে আনার পক্ষে তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে নেতৃত্ব দিচ্ছেন নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ এবং ইয়াসির আলি রাব্বির মতো তরুণ ক্রিকেটাররা। তারমধ্যে আবার জাতীয় দলের অধিনায়ক এবং সিনিয়র ক্রিকেটাররা থাকলেও, নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছে তরুণদের কাঁধে। অবশ্য এসব বিষয় নিয়ে বাংলাদেশের  ক্রিকেট পাড়ায় বেশ কথাবার্তাও হচ্ছে।

অন্যান্য দলগুলোর চেয়েও বেশি আলেচনায় এসেছে, খুলনা টাইগার্সে তামিম ইকবালকে ছাপিয়ে ইয়াসিরের অধিনায়ক হওয়া। কারণ, বাংলাদেশ দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম। অপরদিকে এখনো জাতীয় দলে নিজের জায়গাটাও পাকাপোক্ত করতে পারেননি ইয়াসির। সেক্ষেত্রে তারকাখচিত খুলনাকে তামিমেরই নেতৃত্ব দেওয়ার কথা। কিন্তু বিপিএলে সেই গুরুদায়িত্ব সামলাচ্ছেন ইয়াসির।

অবশ্য তামিম এখানে বিষয়টি ইতিবাচক ভাবে দেখছেন। তার মতে, ঘরোয়া লিগ থেকেই নতুন নেতৃত্ব তুলে আনা দরকার। নিজে অধিনায়কত্ব না করা প্রসঙ্গে তামিম বলেন, ” জাতীয় দলে অধিনায়ক মানেই ঘরোয়া লিগে নেতৃত্ব দিতে হবে এমন কোনো কথা নেই। এই ধরণের টুর্নামেন্টে নতুনদের অধিনায়কত্ব দেওয়া ভালো। যাতে করে ভবিষ্যতের জন্য নতুন নতুন অধিনায়ক তৈরি হয়ে আসার সুযোগ পায়। “

এদিকে অধিনায়ক হিসেবে ইয়াসিরের যাত্রাটা সুখকর হয়নি। নাসির হোসেনের ঢাকা ডমিনেটরসের বিপক্ষে প্রথম ম্যাচে নিজের দলকে জয় এনে দিতে পারেননি তিনি। যদিও বিপিএল  মাত্রই শুরু। এখনো পড়ে আছে গোটা টুর্নামেন্ট। খুলনা যেহেতু আস্থা রেখেছে, সেহেতু শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। অবশ্য ইয়াসিরও হয়তো চাইবেন, নেতৃত্বে নিজের দক্ষতা প্রমাণ করে দলকে ভালো কিছু উপহার দিতে।

তামিমের কথাও একেবারে অযৌক্তিক নয় বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। ফ্রাঞ্চাইজি লিগগুলোতে খেলতে আসেন দেশ – বিদেশের বড় বড় সব তারকা। সেসব দলকে নেতৃত্ব দেওয়ার চাপ সামলে ব্যক্তিগতভাবে পারফর্ম করা, একজন খেলোয়াড়কে পরিপূর্ণভাবে গড়ে উঠতে সাহায্য করে বলে মনে করেন ক্রিকেট বিশ্লেষকরা।  বাংলাদেশের ক্ষেত্রেও হয়তো সেভাবেই চিন্তাভাবনা করছেন টাইগারদের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

এদিকে বিপিএল শুরুর পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। বিপিএলে ডিআরএস না থাকা বিতর্ক কাটতে না কাটতেই আম্পায়ারিং নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। মাঠের মধ্যেই আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ করতে দেখা গেছে সাকিবকে। বিপিএল শুরুর আগে তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড যতই বিতর্ক মুক্ত বিপিএল করার কথা বলুক, ব্যাপারটা যে সহজ নয়, এবারো তা হাড়ে হাড়ে বুঝতে শুরু করেছে বিসিবি।

আরো আজকের ট্রেন্ডিং

আইপিএল ২০২৪ অধিনায়কদের তালিকা| ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অধিনায়ক এবং কোচ

আইপিএল ২০২৪, ১৭ তম সংস্করণ, ২২ মার্চ ২০২৪ এ শুরু হয়৷ এটি ৭ এপ্রিল ২০২৪ পর্যন্ত চলবে৷ প্রাথমিক ২-সপ্তাহের সেশনে মোট ২১টি অ্যাকশন-প্যাকড ম্যাচ খেলা হবে ৷ ১০টি ভিন্ন শহরে...

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা!

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুধুমাত্র তার রোমাঞ্চকর ম্যাচের জন্যই নয় বরং এর অতুলনীয় অর্থনৈতিক প্রভাবের জন্যও ক্রিকেট বিশ্বে সাফল্যের আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে...

আইপিএল ২০২৪ এর পার্পল ক্যাপধারী: লিডিং উইকেট-টেকার কীভাবে হিট নেয়

আইপিএল ২০২৪ আর মাত্র কয়েক সপ্তাহ দূরে, এবং মরসুমের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশগুলির মধ্যে একটি হল শীর্ষস্থানীয় উইকেট শিকারী হিসাবে কে পার্পল ক্যাপ জিতবে। এই সম্মানজনক স্বীকৃতি শুধু বোলারদের দক্ষতাই তুলে...

উদীয়মান তারকা: তরুণ প্রতিভা আইপিএল ২০২৪-এ প্রভাব ফেলছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তরুণ প্রতিভা ক্রিকেটের দ্রুত গতির খেলায় উজ্জ্বল হয়। আইপিএল ২০২৪ ব্যতিক্রম নয় এবং নতুন ক্রিকেটাররা বড় মঞ্চে তাদের দক্ষতা প্রদর্শন করেছে।...