Skip to main content

বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই সানিয়াকে নিয়ে লং ড্রাইভে শোয়েব? 

Shoaib on a long drive with Sania amid rumors of separation?

বেশকিছু দিন ধরেই ভারত – পাকিস্তান ক্রিকেটে  আলোচনার বিষয়বস্তু  শোয়েব মালিক এবং সানিয়া মির্জার বিচ্ছেদ। তবে এ ব্যাপারে নির্দিষ্ট কোনো তথ্য বের করতে পারেনি গণমাধ্যম। তাই তো, ভারত-পাকিস্তানের এই দুই তারকার বিচ্ছেদটা কেবল গুঞ্জনের মধ্যেই থেকে গেছে এখনো।  সেই গুঞ্জনের মধ্যেই একটি টেলিভিশন শো-র ঘোষণা দেন এই তারকা জুটি। এর মধ্যে নতুন গুঞ্জন, বিচ্ছেদের খবরের মধ্যেই  সানিয়াকে নিয়ে লং ড্রাইভে বের হয়েছেন শোয়েব! 

৫ ডিসেম্বর নিজের অফিসিয়াল ফেইসবুক পেইজে একটি ভিডিও প্রকাশ করেন শোয়েব মালিক। সেই ভিডিওতে দেখা যায়, তার ছেলের সঙ্গে কথোপকথন করছেন শোয়েব। তবে ভিডিওতে সাউণ্ড  না থাকার কারণে বাবা-ছেলের মধ্যে কি কথা হয়েছে, তা জানা যায়নি। এমনকি এই ভিডিওটি কে ধারণ করেছেন, সেটাও লিখেননি পাকিস্তানি অলরাউন্ডার।

সেই ফেইসবুক পোস্টে ভক্তদের উদ্দেশ্যে একটি শিক্ষামূলক বার্তাও দিয়েছেন শোয়েব। সবাইকে গাড়ি চালানোর সময় সিট বেল্ট লাগানোর কথা বলেছেন তিনি। ভিডিওর ক্যাপশনে শোয়েব লিখেন, ” লংকা প্রিমিয়ার লিগের আগে লং ড্রাইভে বাবা – ছেলের ভালো সময়। গাড়ি চলার সময় আমরা সিট বেল্ট বেঁধেছি। আপনারাও সবাই সিট বেল্ট বাঁধার ক্ষেত্রে সবসময় সচেতন থাকুন। “

এদিকে নেটিজেনদের ধারণা শোয়েব এবং তার ছেলের  কথোপকথনের ভিডিও ধারণ করেছেন সানিয়া। কারণ, লং ড্রাইভে তাদের সঙ্গী হতে পারেন কেবল  সানিয়াই। এটা অবশ্য অনুমেয় ব্যাপার । এরপর থেকে আবারো সংবাদের শিরোনামে এই তারকা জুটি। অনেকের ধারনা শোয়েবের সাথে লং ড্রাইভে ছিলেন সানিয়াও! 

কিছুদিন আগেও সানিয়ার জন্মদিনে শুভেচ্ছা বার্তা দিয়েছেন শোয়েব। সেই ফেইসবুক পোস্টে দুজনের একটি ছবিও জুড়ে দেন তিনি। তখনই স্পষ্ট হয়ে যায়, তাদের বিচ্ছেদের সংবাদটি কেবল একটি গুঞ্জন। সম্পর্কে চিড় নেই।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন শোয়েব। খবর আছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কিংবা অধিনায়কের অপছন্দের কারণে জাতীয় দলে সুযোগ হচ্ছে না অভিজ্ঞ এই অলরাউন্ডারের। তবে জাতীয় দলের জার্সিতে খেলা না হলেও, বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগে নিয়মিত খেলে যাচ্ছেন তিনি। সেই সুবাদে মাঠ মাতাবেন এলপিএলেও। শোয়েব – সানিয়া অবশ্য বিচ্ছেদের ব্যাপারে এখনো মুখ খোলেননি।

আরো আজকের ট্রেন্ডিং

বিপিএল ২০২৫: আসন্ন মৌসুম সম্পর্কে যা কিছু জানা প্রয়োজন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ১১তম সংস্করণ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা ক্রিকেট ভক্তদের জন্য উন্মাদনা এবং বিনোদন নিয়ে আসবে। টুর্নামেন্টটি ২৭ ডিসেম্বর, ২০২৪ থেকে শুরু হয়ে ৭ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত...

২০২৪-২৫ সালের জন্য বিবিএল এর সেরা পার্টনারশিপের ইতিহাস: রেকর্ড-ব্রেকিং জুটি

বিগ ব্যাশ লীগ (বিবিএল) ধারাবাহিকভাবে স্মরণীয় ক্রিকেট মুহূর্ত এনেছে, বিশেষ করে চিত্তাকর্ষক ব্যাটিং পার্টনারশিপের মাধ্যমে। আসুন বিবিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি এবং সবচেয়ে প্রভাবশালী অংশীদারিত্বের কিছু ঘনিষ্ঠভাবে দেখে নেওয়া যাক।...

গৌরবের পথে: আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর সারসংক্ষেপ

আইসিসি নারী টি২০ বিশ্বকাপ ২০২৪ তার নবম সংস্করণ উদযাপন করেছে, যা নারী ক্রিকেটের জন্য এক নতুন যুগের সূচনা করেছে। এই আসরে নিউজিল্যান্ড নারী দল প্রথমবারের মতো শিরোপা জিতে নিয়ে গৌরব...

গৌরবময় মুহূর্ত: আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৪-এ নিউজিল্যান্ডের প্রথম শিরোপা জয়

নিউজিল্যান্ডকে চ্যাম্পিয়ন হিসেবে মুকুট পরানো হয়েছে একটি ঐতিহাসিক এবং রোমাঞ্চকর ফাইনালে, যেখানে তারা তাদের প্রথম শিরোপা জিতে নেয় আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৪-এ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টটি ৩...