Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ১৫ মে: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (১ম টেস্ট – ১ম দিন)

BAN vs SL

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (প্রথম টেস্ট১ম দিন)

অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুসের দায়িত্বশীল ব্যাটিংয়ে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটি স্বস্তিতেই শেষ করেছে শ্রীলঙ্কান ক্রিকেট দল। দিনের নির্ধারিত ৯০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান সংগ্রহ করেছে সফরকারীরা। কুশল মেন্ডিস অর্ধ-শতকের দেখা পেয়েছেন এবং সেঞ্চুরি করে অপরাজিত রয়েছেন ম্যাথুস।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। দিনের প্রথম ও শেষ সেশনে দুইটি করে উইকেট নিয়েছে বাংলাদেশ। প্রথম সেশনে ২ উইকেটে ৭৩, দ্বিতীয় সেশনে বিনা উইকেটে ৮৫ ও শেষ সেশনে ২ উইকেটে ১০০ রান করেছে শ্রীলঙ্কা।

দিনের প্রথম সেশনে অবশ্য সফরকারীদের চাপে রেখেছিল বাংলাদেশ। ইনিংসের অষ্টম ওভারের প্রথমবারের মতো আক্রমণে এসেই করুনারত্নেকে (৯) ফেরান প্রায় ১৪ মাস পর টেস্টে ফেরা নাঈম হাসান। পরে তার হাত ধরেই দ্বিতীয় সাফল্যও পায় বাংলাদেশ। এবার ২২তম ওভারে ওশাদা ফার্নান্দোকে (৩৬) কট বিহাইন্ড করেন তিনি।

নাইমের জোড়া সাফল্যের সেশনে শরিফুলের বোলিংয়ে দুইটি রিভিউও হারায় বাংলাদেশ। ওশাদা আউট হওয়ার ঠিক পরের ওভারে নতুন ব্যাটার ম্যাথুসের বিপক্ষে জোরালো আবেদন করেছিলেন শরিফুল। সাড়া দেননি আম্পায়ার। তবে শরিফুল যেনো পুরোপুরি নিশ্চিত ছিলেন সেই আউট নিয়ে, তাই নিয়ে নেন রিভিউ।

রিপ্লে’তে দেখা যায়, বলের ইম্প্যাক্ট ছিল অফস্ট্যাম্পের বাইরে। তাই রিভিউ হারায় বাংলাদেশ। এর আগে পঞ্চম ওভারেও শরিফুলের বলে রিভিউ হারিয়েছিল স্বাগতিকরা। ওশাদার বিপক্ষে সেই বলের ইম্প্যাক্ট ছিল লেগস্ট্যাম্পের বাইরে। তাই দুইটি রিভিউ-ই হারায় স্বাগতিকরা।

দ্বিতীয় সেশনে শুরু থেকেই পাল্টা আক্রমণের পথ বেছে নেন কুশল মেন্ডিস ও ম্যাথুস। তারা দুজন মিলে সেশনের প্রথম ১১ ওভারে ৫৫ রান তুলে নেন। এরপর ৩৬তম ওভারে বোলিং করতে এসে লঙ্কানদের রানের গতি থামান সাকিব আল হাসান।

সাকিবের সঙ্গে দারুণ হিসেবি বোলিং করেন আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এ দুজন মিলে টানা ২০ ওভার বোলিং করে খরচ করেন মাত্র ২০ রান। তবে সুযোগ তৈরি করলেও দ্বিতীয় সেশনে মেলেনি কোনো সাফল্য। এই সেশনে মোট ৩২ ওভার খেলে ৮৫ রান নেন কুশল-ম্যাথুস।

তবে শেষ সেশনের শুরুর পর প্রথম বলেই কুশলের উইকেট পেয়ে যান তাইজুল। তার খাটো লেন্থের বল টেনে অনসাইডে খেলতে গিয়ে নাইমের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন কুশল (৫৪)। এরপর উইকেটে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি ধনঞ্জয়া ডি সিলভাও (৬)। সাকিবের বলে ব্যাট-প্যাড হয়ে ক্যাচ আউট হন তিনি। রিভিউ নিয়ে উইকেটটি আদায় করে বাংলাদেশ।

অল্প সময়ের মধ্যে দুই উইকেট তুলে নিয়ে ভালো কিছু আশা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু দিনের শেষ ভাগে সেই আশায় গুড়েবালি দেন লঙ্কানদের দুই অভিজ্ঞতম ব্যাটার দিনেশ চান্দিমাল ও ম্যাথুস। দুজন মিলে অবিচ্ছিন্ন জুটিতে ২৪.৪ ওভার খেলে যোগ করেন ৭৫ রান।

ইনিংসের ৮১তম ওভারে তিন বল করার পর নতুন বল নেয় বাংলাদেশ। নতুন বল নেওয়ার ঠিক পরের ডেলিভারিতেই ফ্লিক করে বাউন্ডারি হাঁকিয়ে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তুলে নেন ম্যাথুস। গতবছরের জানুয়ারিতে সবশেষ সেঞ্চুরি করেছিলেন তিনি। প্রায় ১৫ মাস পর আবার সেঞ্চুরির দেখা পেলেন অভিজ্ঞ এই লঙ্কান অল-রাউন্ডার।

দিন শেষে ১৪ চার ও ১ ছক্কায়, ২১৩ বলে ১১৪ রানে অপরাজিত রয়েছেন ম্যাথুস। চান্দিমাল ২ ছয়ের মারে করেছেন ৭৭ বলে ৩৪ রান। বল হাতে নাঈম দুটি উইকেট শিকার করেছেন। এছাড়া সাকিব ও তাইজুল ১টি করে উইকেট তুলে নেন।


বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা এর স্কোরবোর্ড

শ্রীলঙ্কা (১ম ইনিংস) – ২৫৮/৪ (৯০.০)


বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা


বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচের একাদশ

বাংলাদেশ মুমিনুল হক (অধিনায়ক), লিটন দাস (উইকেট রক্ষক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, খালেদ আহমেদ, নাঈম হাসান, শরিফুল ইসলাম এবং তাইজুল ইসলাম।
শ্রীলঙ্কা দিমুথ করুনারত্নে (অধিনায়ক), নিরোশান ডিকভেলা (উইকেট রক্ষক), ওশাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, বিশ্ব ফার্নান্দো, লাসিথ এমবুলদেনিয়া, এবং অসিথা ফার্নান্দো।

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...