আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়েই এশিয়া কাপে বাংলাদেশের যাত্রা শুরু হচ্ছে আজ। আর এই ম্যাচ খেলতে নামলেই অন্যরকম এক রেকর্ড গড়বেন টিম বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। এই ম্যাচ খেলতে নামলেই আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সেঞ্চুরি হয়ে যাবে সাকিবের। সাকিবের ক্যারিয়ারের বাংলাদেশ – আফগানিস্তান ম্যাচই হতে যাচ্ছে ১০০ তম টি–টোয়েন্টি ম্যাচ।
৯৯ টি টি–টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করা এই অলরাউন্ডার এখন পর্যন্ত ২৩.১০ গড়ে করেছেন ২ হাজার ১০ রান। বিশ্ব ক্রিকেটের ১৫ তম ক্রিকেটার আর ৩য় বাংলাদেশি হিসেবে এই রেকর্ড করতে যাচ্ছেন বাংলাদেশ দলের এই অধিনায়ক।
এর আগে বাংলাদেশের মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম ১০০ টি টি–টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড গড়েন।বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ১১৯ টি টি–টোয়েন্টি খেলে এই ফরম্যাটে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটার রিয়াদ।
টি–টোয়েন্টি ক্রিকেটে ১৩৩ টি ম্যাচ খেলে সবার প্রথমে আছেন ভারতের রোহিত শর্মা। রোহিতের পরেই আছেন পাক অলরাউন্ডার শোয়েব মালিক। এখন পর্যন্ত তিনি খেলেছেন ১২৪টি ম্যাচ । ১২১ ম্যাচ খেলে চতুর্থ স্থানে আছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।১১৯ টি টি টোয়েন্টি খেলা মাহমুদউল্লাহ এরপর আছেন।
আজ বাংলাদেশের সময় রাত ৮ টায় অনুষ্ঠিত হবে আফগানিস্তান – বাংলাদেশ ম্যাচ। দুই দলের মুখোমুখি লড়াইয়ে পরিসংখ্যানে এগিয়ে আছে আফগানিস্তান। ৯ টি টি–টোয়েন্টির মধ্যে আফগানিস্তান জিতেছে ৫ টি, বাংলাদেশ ৩ টি। বাকি একটি ম্যাচ স্থগিত হয়েছে। আজকের ম্যাচে কে জেতে সেটাই এখন দেখার পালা।