Skip to main content

বাংলাদেশের সাথে সিরিজ হেরে কি বললেন রোহিত শর্মা? 

What did Rohit Sharma say after losing the series with Bangladesh?

প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতেও খোলস ছেড়ে বের হতে পারেনি ভারতীয় ব্যাটসম্যানরা। যে কারণে ফলাফলটাও গেছে সফরকারীদের বিপক্ষে। তাই  ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে স্বাগতিক বাংলাদেশ। লো স্কোরিং ম্যাচ দুটোয় ভারত চরম ব্যর্থতার পরিচয় তো দিয়েছেনই, সেই সাথে তীরে এসে তরী ডুবানোর আক্ষেপটাও থেকে গেল টিম ইন্ডিয়ার। শুরুতে বাংলাদেশের ওপর ইন্ডিয়ার বোলাররা যে চাপ সৃষ্টি করেছিলো সেটা শেষ পর্যন্ত ধরে রাখতে না পারায় ভারত সিরিজ হেরেছে বলে মনে করেন রোহিত। ম্যাচ শেষে সাংবাদিকদের  এসব কথা বলেন ভারত অধিনায়ক। 

বুধবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত লড়াই করেছে রোহিত শর্মার দল। কিন্তু শেষরক্ষাটা আর হলো কই? ৫ রানে হারের তিক্ত স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হলো ভারতীয়দের। অবশ্য এমন হারের পরও ইতিবাচকতা খুঁজছেন ভারতীয় অধিনায়ক রোহিত। তবে নিজ দলের ব্যর্থতার কথাও অকপটে স্বীকার করলেন তিনি। জানালেন, ঘাটতির কথা।

ম্যাচ শেষে রোহিত বলেন, ” ম্যাচের শুরুতে দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। কিন্তু শুরুর সেই চাপ ধরে রাখতে ব্যর্থ হয়েছি আমরা। মেহেদি হাসান মিরাজ এবং মাহমুদউল্লাহ রিয়াদের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। দুর্দান্ত খেলেছে ওরা। ওদের জুটিতেই লড়াকু সংগ্রহও পেয়ে যায় বাংলাদেশ । আমাদের বোলাররা জুটি ভাঙতে ব্যর্থ হয়েছে। প্রথম ম্যাচেও এই জায়গাটায় বোলাররা সফল হতে পারেনি। এখানেই আমরা ম্যাচ হেরে যাই। আমাদের শিখতে হবে, কিভাবে সঠিক সময়ে জুটি ভাঙতে হয়। “

অবশ্য সিরিজ বাঁচানোর ম্যাচটি জিততে প্রাণপণ চেষ্টা করলেন রোহিত। ভাঙ্গা আঙ্গুল নিয়ে শেষদিকে ব্যাটিংও করতে নেমে গেলেন। ২৮ বল থেকে ৫১ রানের মারকুটে একটি ইনিংসও খেলেছেন তিনি।কিন্তু তাতেও জয়ের মুখ দেখেননি। ম্যাচের শুরুতে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান ভারতীয় অধিনায়ক। অবস্থা গুরুতর হওয়ায়, হাসপাতালেও যেতে হয় তাকে। অবশ্য ফিরেও এসেছেন তিনি।শেষ পর্যন্ত ব্যাট করেও জেতাতে পারেননি দলকে।

সিরিজ হারের পর অনেকটা হতাশ কন্ঠেও কথা বলতে দেখা গেল রোহিতকে। তার মতে, ওয়ানডেতে ৫০ রানের জুটি পেলে সেটাকে ১০০ বানানো উচিৎ। যা এবার ভারতের ব্যাটিং লাইন-আপে দেখা যায়নি। রোহিত জানালেন, এসব বিষয়ে তাদের আরো উন্নতি করতে হবে। আর যদি কোনো খেলোয়াড় লম্বা ইনিংস খেলতে পুরোপুরি ফিট না হন, তাহলে তার ভারতীয় দলে থাকার যোগ্যতা নেই বলেও মনে করছেন ভারত।

এদিকে গেল টি টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ সিরিজ দিয়েই  দলে ফেরে টিম ইন্ডিয়ার সিনিয়র ক্রিকেটাররা। রোহিত – কোহলিরা বিশ্রাম কাটিয়ে বাংলাদেশ সফরে এলেও শেষ পর্যন্ত সিরিজ হার এড়াতে পারেননি। এরপর থেকেই তুমুল সমালোচনার মুখে পড়েছে ভারত। অন্যদিকে সিরিজ জিতে প্রশংসায় ভাসছে বাংলাদেশ।

আরো আজকের ট্রেন্ডিং

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা!

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুধুমাত্র তার রোমাঞ্চকর ম্যাচের জন্যই নয় বরং এর অতুলনীয় অর্থনৈতিক প্রভাবের জন্যও ক্রিকেট বিশ্বে সাফল্যের আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে...

আইপিএল ২০২৪ এর পার্পল ক্যাপধারী: লিডিং উইকেট-টেকার কীভাবে হিট নেয়

আইপিএল ২০২৪ আর মাত্র কয়েক সপ্তাহ দূরে, এবং মরসুমের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশগুলির মধ্যে একটি হল শীর্ষস্থানীয় উইকেট শিকারী হিসাবে কে পার্পল ক্যাপ জিতবে। এই সম্মানজনক স্বীকৃতি শুধু বোলারদের দক্ষতাই তুলে...

উদীয়মান তারকা: তরুণ প্রতিভা আইপিএল ২০২৪-এ প্রভাব ফেলছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তরুণ প্রতিভা ক্রিকেটের দ্রুত গতির খেলায় উজ্জ্বল হয়। আইপিএল ২০২৪ ব্যতিক্রম নয় এবং নতুন ক্রিকেটাররা বড় মঞ্চে তাদের দক্ষতা প্রদর্শন করেছে।...

অভ্যন্তরীণ কাজগুলি উন্মোচন করা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), অকথিত গল্প এবং লুকানো বাস্তবতার বিশ্বে প্রবেশ করা!

যখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) তার মাঠের অ্যাকশন দিয়ে ক্রিকেট ভক্তদের চমকে দেয়, তখন পর্দার আড়ালে ঘটছে কার্যকলাপের পুরো মহাবিশ্ব যা প্রায়শই অলক্ষিত হয়। সূক্ষ্ম টুর্নামেন্ট পরিকল্পনা থেকে শুরু করে...