Skip to main content

বাংলাদেশের বিপক্ষে টেস্টে কি থাকবেন শামি? 

বাংলাদেশের বিপক্ষে টেস্টে কি থাকবেন শামি? 

খেলার মাঠে খেলোয়াড়দের বড় শত্রু চোট। বাংলাদেশের বিপক্ষে  সিরিজ শুরুর আগেই ভারতীয় দলে এই শত্রুর আক্রমণ। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন পেসার মোহাম্মদ শামি। এমনকি তার বদলী খেলোয়াড়ও দলে নিয়ে ফেলেছে ভারত।  বিসিসিআই থেকে জানানো হয়, শামির পরিবর্তে দলে দেওয়া হয়েছে উমরান মালিককে।

বিসিসিআই থেকে জানানো হয়, অনুশীলনের সময় কাঁধে চোট পান শামি। এরপর সেটি থেকে আর সেরে উঠতে পারেননি এই পেসার। শামি বর্তমানে দলের চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে। যার কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকে পাচ্ছে না ভারত। এমনকি বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়েও আছে অনিশ্চয়তা। যদিও এ ব্যাপারে কিছু জানানো হয়নি বিসিসিআই থেকে।

ওয়ানডেতে শামির বদলে দলে সুযোগ পেয়েছেন উমরান মালিক। উমরানকে নিয়েও আশাবাদী দলটি। আইপিএলের গত আসরে ভালো বোলিংয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন এই পেসার। ভারতের সর্বশেষ নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে অভিষেক হয় উমরানের। সেখানে তিনটি ওয়ানডেতেই খেলেছেন তিনি।

ইনজুরি যেন টিম ইন্ডিয়ার বড় সমস্যা এখন।এর আগে চোটের কারণে ভারতীয় দল থেকে ছিটকে গেছেন ভারতের অন্যতম বোলিং অস্ত্র রবীন্দ্র জাদেজা। খেলতে পারেননি সর্বশেষ টি – টোয়েন্টি বিশ্বকাপেও। চোটের কারণে দলে নেই বুমরাহও। সিরিজের আগে থেকেই মোটামুটি ছোটখাটো একটা হাসপাতালে পরিনত হয়েছে ভারতীয় ক্রিকেট দল। শেষ পর্যন্ত শামি টেস্ট খেলতে না পারলে দলে আসতে পারেন নবদীপ সাইনি বা মুকেশ কুমার। জাদেজাকে টেস্টে পাওয়া নিয়েও আছে সংশয়। তাকে পাওয়া না গেলে দলে আসতে পারেন সৌরভ কুমার।

দীর্ঘ ৭ বছর পর বাংলাদেশের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এসেছে ভারত। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা চোটে পড়লেও সিনিয়র ক্রিকেটারদের নিয়ে গঠিত এই দলটির লক্ষ্য থাকবে সিরিজ জিতে নেওয়ার। অন্যদিকে ঘরের মাঠে সিরিজ জিততে মরিয়া থাকবে স্বাগতিকরাও। ইতোমধ্যেই প্রথম ওয়ানডে ম্যাচে ভারতকে হারিয়েছে বাংলাদেশ।

আরো আজকের ট্রেন্ডিং

আইপিএল ২০২৪-এর রাইজিং স্টারস: ক্রিকেটের ভবিষ্যত গঠনকারী উদীয়মান খেলোয়াড়দের আবিষ্কার করুন!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সর্বদাই তরুণ ক্রিকেটারদের জন্য তাদের প্রতিভা প্রদর্শন এবং বিশ্ব মঞ্চে নিজেদের জন্য একটি নাম তৈরি করার একটি প্ল্যাটফর্ম। ২০২৪ মরসুম আলাদা নয়, উদীয়মান খেলোয়াড়দের একটি নতুন...

আইপিএলের ভক্ত বিশ্বব্যাপী: ভারতে সীমানা ছাড়িয়ে ক্রিকেটের শ্রেষ্ঠত্ব হিসাবে গড়ে তোলা!

আইপিএলের ভক্ত বিশ্বব্যাপী: ভারতে সীমানা ছাড়িয়ে ক্রিকেটের শ্রেষ্ঠত্ব হিসাবে গড়ে তোলা! আইপিএল ভৌগোলিক সীমানা অতিক্রম করে একটি বিশ্ব ক্রীড়াঙ্গনে পরিণত হয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ভৌগোলিক সীমানা অতিক্রম করে একটি...

আইপিএল ২০২৪ অধিনায়কদের তালিকা| ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অধিনায়ক এবং কোচ

আইপিএল ২০২৪, ১৭ তম সংস্করণ, ২২ মার্চ ২০২৪ এ শুরু হয়৷ এটি ৭ এপ্রিল ২০২৪ পর্যন্ত চলবে৷ প্রাথমিক ২-সপ্তাহের সেশনে মোট ২১টি অ্যাকশন-প্যাকড ম্যাচ খেলা হবে ৷ ১০টি ভিন্ন শহরে...

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা!

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুধুমাত্র তার রোমাঞ্চকর ম্যাচের জন্যই নয় বরং এর অতুলনীয় অর্থনৈতিক প্রভাবের জন্যও ক্রিকেট বিশ্বে সাফল্যের আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে...