Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ১৮ নভেম্বর: নেপাল বনাম সংযুক্ত আরব আমিরাত (৩য় ওডিআই)

NEP vs UAE

নেপাল বনাম সংযুক্ত আরব আমিরাত (৩য় ওডিআই) – হাইলাইটস 

শুক্রবার নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠ, কীর্তিপুরে তিনটি ওডিআই ম্যাচের ৩য় টিতে মুখোমুখি হয়েছিল নেপাল এবং সংযুক্ত আরব আমিরাত। সিরিজ জেতার লড়াইয়ে ঐ ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে  ভালই এক লক্ষ্য তৈরী করে সংযুক্ত আরব আমিরাত। কিন্তু সিরিজ নিজেদের করে নেয়ার সেই লক্ষ্যে তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভার শেষ হয়ে যাওয়ার আগেই প্রায় ১০ ওভার হাতে রেখে লক্ষ্যে পৌছে যায় নেপাল। ফলে সিরিজে হার নিয়ে মাঠ ছাড়তে হয় সংযুক্ত আরব আমিরাতের। অন্যদিকে এই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় নেপাল। এছাড়া নেপালের হয়ে দুর্দান্ত ব্যাটিং এর দরুন ম্যাচ সেরার খেতাব জিতে নেন আসিফ শেখ।

টসে জিতে প্রথমে বোলিং বেছে নেন নেপাল এবং সংযুক্ত আরব আমিরাতকে পাঠান ব্যাটিং করতে। প্রথমে ব্যাটিং করতে নেমে আগের দুই ম্যাচের মত শুরুটা ভাল করতে পারেননি দুই ওপেনার বৃত্তি অরবিন্দ ও মুহাম্মদ ওয়াসিম। প্রথমে ৮ বল খেলে মাত্র ১১ রান করে ক্যাচ আউট হয়ে মাঠ থেকে বিদায় নেন মুহাম্মদ ওয়াসিম। আরেক ওপেনার বৃত্তি অরবিন্দ মারেন গোল্ডেন ডাক। আগের ম্যাচে মাঠে কিছুক্ষন থাকলেও এই ম্যাচে ৫ বলে ৪ রান করেই মাঠ ছাড়েন অধিনায়ক চুন্দঙ্গাপয়িল রিজওয়ান। ১৬ রানে ৩ উইকেট পড়ে গেলে চাপে পড়ে যায় সংযুক্ত আরব আমিরাত। এরপর মাঠে এসে খেলা সামাল দেন রোহান মুস্তাফা ও আলিশান শরাফু। ২ চারের সাহায্যে ৫৬ বলে ২৪ রান করেন রোহান মুস্তাফা। ৬৯ বলে ৩৩ রান করেন আলিশান শরাফু, সাথে মেরেছিলেন ৪টি চার।

২৯ তম ওভার ও ৩০ তম ওভারের মধ্যে ৩ বলের ব্যবধানে পড়ে ২ উইকেট। বিষ্ণু সুকুমারন ৮ বলে ২ রান করে হন ক্যাচ আউট এবং বাসিল হামিদ করেন ২৩ বলে ৮ রান। এরপর একই ঘটনা ঘটে ৩১ তম ওভার ও ৩২ তম ওভারের মধ্যে, এবারও দুই উইকেট। গোল্ডেন ডাক মারেন আহমেদ রাজা ও জহুর খান। শেষে দলীয় ৯৩ রানকে ১৭০ এর উপর নিয়ে যান দুই খেলোয়ার আফজাল খান ও হযরত বিলাল। ৬৩ বল খেলে ৫৪ রানে অপরাজিত থাকেন আফজাল খান। সাথে মেরেছিলেন ৭টি চার ও ১টি ছয়। এছাড়া ৫৪ বল খেলে ২০ রানে অপরাজিত থাকেন হযরত বিলাল। শেষে ২০ রান এক্সট্রা সহ ১৭৬ রান করেন তারা। 

নেপালের পক্ষে ২টি করে উইকেট নেন কুশল ভুর্টেল, গুলসান ঝা, এবং দীপেন্দ্র সিং।। এছাড়া ১টি করে উইকেট শিকার করেন সোমপাল কামি ও ললিত রাজবংশী।

১৭৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মাত্র ৪ উইকেট হারিয়ে ৪০.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় নেপাল। ২য় ইনিংসে ব্যাটিং করতে নেমে প্রথমেই মাঠ ছাড়েন অর্জুন সৌদ, ৩৩টি বল খেলে করেছিল মাত্র ৯ রান। এরপর দলীয় ১৪৬ রান পর্যন্ত তাদের আর কোনো উইকেট পড়েনি। কারন জ্ঞানেন্দ্র মাল্লা ও আসিফ শেখ মিলে দলীয় রানকে নিয়ে আসে এতদূর। তাদের জুটিটি ভাঙ্গে ৩৪ তম ওভারে। ৭ চার ও ৩ ছয়ের সাহায্যে ৭৩ বলে ৬৪ রান করার পর এলবিডব্লিওর ফাঁদে পড়ে মাঠ ছাড়েন জ্ঞানেন্দ্র মাল্লা। ১৬ বল খেলে ১০ রান করেছিলেন অধিনায়ক রোহিত পাউডেল। এরপর গোল্ডেন ডাক মেরে মাঠ ছাড়েন দীপেন্দ্র সিং। ১১৯ বল খেলে ৮৮ রানে অপরাজিত থাকেন আসিফ শেখ। তার ৮৮ রানের ইনিংসে ছিল ১ ডজন চার। শেষে ৯ রান এক্সট্রা সহ ১৮০ রান করেন তারা। 

সংযুক্ত আরব আমিরাতের পক্ষে ১ টি উইকেট নেন হযরত বিলাল ও অয়ন আফজাল খান।


নেপাল বনাম সংযুক্ত আরব আমিরাত এর স্কোরবোর্ড

নেপাল – ১৮০/৪ (৪০.১)

সংযুক্ত আরব আমিরাত – ১৭৬/৯ (৫০.০)   

ফলাফল – নেপাল ৬ উইকেটে জয়ী   

প্লেয়ার অফ দ্য ম্যাচ – আসিফ শেখ


নেপাল বনাম সংযুক্ত আরব আমিরাত


নেপাল বনাম সংযুক্ত আরব আমিরাত ম্যাচের একাদশ

নেপাল রোহিত পাউডেল (অধিনায়ক), আসিফ শেখ (উইকেটরক্ষক), জ্ঞানেন্দ্র মাল্লা, অর্জুন সৌদ, দীপেন্দ্র সিং আইরি, কুশল ভুর্টেল, গুলসান ঝা, আরিফ শেখ, হরিশঙ্কর শাহ, সোমপাল কামি, ললিত রাজবংশী
সংযুক্ত আরব আমিরাত চুন্দঙ্গাপয়িল রিজওয়ান (অধিনায়ক), বৃত্তি অরবিন্দ (উইকেটরক্ষক), রোহান মুস্তাফা, মুহাম্মদ ওয়াসিম, আলিশান শরাফু, আহমেদ রাজা, অয়ন আফজাল খান, বাসিল হামিদ, হযরত বিলাল, বিষ্ণু সুকুমারন, জহুর খান 

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...