Skip to main content

ডমিঙ্গোকে বিসিবির  কারণ দর্শানোর নোটিশ 

ডমিঙ্গো

গত কয়েক দিন ধরেই যতোটা মাঠ, তার থেকেও মাঠের বাইরের ঘটনায় বেশি আলোচিত টিম বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। এরমধ্যে আবার দেশের একটি প্রথম শ্রেণীর পত্রিকাকে বিস্ফোরক  সাক্ষাতকার দিয়েছেন  ডমিঙ্গো। 

সেই সাক্ষাতকারে বিসিবি এবং ক্রিকেটারদের নিয়ে অনেক কথাই বলেছেন তিনি। এরপর থেকেই টক অব দ্যা কানট্রি দেশের ক্রিকেট এবং ডমিঙ্গো। সেই সাক্ষাৎকারকে কোড অব কন্ডাক্ট ভঙ্গ হিসেবে দেখছে বিসিবি৷  

কোচের এই আচরণ মেনে নিতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড । তাই তো, এমন আচরণের জন্য ডমিঙ্গোর কাছে ব্যাখ্যা চাওয়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেছেও  বোর্ড।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন ” ডমিঙ্গোর এমন আচরণ কাম্য নয়। আমি সভাপতিকে জানিয়েছি। তাকে নোটিশ দেওয়া উচিৎ। তবে শোকজ নোটিশ নয়, তাকে বিষয়গুলো পরিষ্কার করতে হবে। বিষয়টি আমরা খতিয়ে দেখে, তারপর তার ব্যাপারে সিদ্ধান্ত নেব।’

আলোচিত সেই সাক্ষাতকারে ডমিঙ্গোর দাবি, ক্রিকেটারদের সবসময় চাপে রাখতে বলা হয় বোর্ড কর্তাদের পক্ষ থেকে। তবে কোচের এই অভিযোগ অস্বীকার করেছেন জালাল। গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, ‘সিরিজ চলাকালীন সময়ে আমি কোনো ক্রিকেটারের সঙ্গেই কোনোরকম কথা বলি না।’

ডমিঙ্গোকে টি-টোয়েন্টি দলের কোচিংয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি। বর্তমানে তার দায়িত্ব শুধু ওয়ানডে এবং টেস্ট দলে। এমনকি ডমিঙ্গোকে ছাড়াই এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। 

এদিকে হঠাৎ করেই দেশের মিডিয়ায় গুঞ্জন শুরু হয় পদত্যাগ করেছেন ডমিঙ্গো। পরে অবশ্য দক্ষিন আফ্রিকা থেকে তিনি নিশ্চিৎ করেছেন পদত্যাগের বিষয়টি পুরোটাই গুজব। বাংলাদেশে ফিরলে কোচের কাছে তার বিস্ফোরক সাক্ষাৎকারের ব্যাখা চাওয়া হবে বলে ধারনা করছে সংশ্লিষ্টরা।

আরো আজকের ট্রেন্ডিং

আইপিএল ২০২৪ অধিনায়কদের তালিকা| ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অধিনায়ক এবং কোচ

আইপিএল ২০২৪, ১৭ তম সংস্করণ, ২২ মার্চ ২০২৪ এ শুরু হয়৷ এটি ৭ এপ্রিল ২০২৪ পর্যন্ত চলবে৷ প্রাথমিক ২-সপ্তাহের সেশনে মোট ২১টি অ্যাকশন-প্যাকড ম্যাচ খেলা হবে ৷ ১০টি ভিন্ন শহরে...

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা!

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুধুমাত্র তার রোমাঞ্চকর ম্যাচের জন্যই নয় বরং এর অতুলনীয় অর্থনৈতিক প্রভাবের জন্যও ক্রিকেট বিশ্বে সাফল্যের আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে...

আইপিএল ২০২৪ এর পার্পল ক্যাপধারী: লিডিং উইকেট-টেকার কীভাবে হিট নেয়

আইপিএল ২০২৪ আর মাত্র কয়েক সপ্তাহ দূরে, এবং মরসুমের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশগুলির মধ্যে একটি হল শীর্ষস্থানীয় উইকেট শিকারী হিসাবে কে পার্পল ক্যাপ জিতবে। এই সম্মানজনক স্বীকৃতি শুধু বোলারদের দক্ষতাই তুলে...

উদীয়মান তারকা: তরুণ প্রতিভা আইপিএল ২০২৪-এ প্রভাব ফেলছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তরুণ প্রতিভা ক্রিকেটের দ্রুত গতির খেলায় উজ্জ্বল হয়। আইপিএল ২০২৪ ব্যতিক্রম নয় এবং নতুন ক্রিকেটাররা বড় মঞ্চে তাদের দক্ষতা প্রদর্শন করেছে।...