Skip to main content

চড়া দামে বিক্রি হলো বাংলাদেশ – ভারত সিরিজের স্বত্ব , চলছে টিকিট সংকট 

The riচড়া দামে বিক্রি হলো বাংলাদেশ - ভারত সিরিজের স্বত্ব , চলছে টিকিট সংকট ghts of Bangladesh - India series were sold at a high price, the ticket crisis is going on

সমগ্র বিশ্ব এখন ফুটবল বিশ্বকাপের জোয়ারে ভাসছে। বাংলাদেশ  বিশ্বকাপে না থাকলেও উন্মাদনার কমতি নেই বাংলাদেশেও। আর এই ফুটবল  উন্মাদনার মধ্যেই বাংলাদেশ সফরে এসেছে ভারতীয় ক্রিকেট দল। শঙ্কা ছিল ফুটবল উন্মাদনার মধ্যে বাংলাদেশ – ভারত এই সিরিজে দর্শকদের তেমন  আগ্রহ থাকবে কি?  তবে সে শঙ্কাকে উড়িয়ে দিয়ে এই সিরিজ নিয়েও দেখা যাচ্ছে দর্শক উন্মাদনা। চড়া দামে বিক্রি হয়েছে সিরিজের টাইটেল স্পন্সর স্বত্ব। টিকিট নিয়েও চলছে সংকট। 

দীর্ঘ ৭ বছর পর বাংলাদেশ সফরে এসেছে ভারতীয় ক্রিকেট দল। প্রতিবেশি দেশ হওয়ায় দুই দেশের মধ্যকার সিরিজ নিয়ে দর্শকদের আগ্রহ  তুঙ্গে। কিন্তু ফুটবল বিশ্বকাপের মধ্যে সিরিজ পড়ায় এ নিয়ে  ছিল শঙ্কা। সিরিজের টাইটেল স্পন্সর স্বত্ব বিক্রি, দর্শকদের টিকিট চাহিদা কেমন হবে এ নিয়ে আলোচনা ছিলো দেশের ক্রিকেটে।

তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ভারত সিরিজের স্বত্ব কিনে নিয়েছে ভারতের প্রতিষ্ঠান টয়াম। পাওয়ার্ড বাই হিসেবে আছে ওয়ালটন গ্রুপ। আর এর আগেই ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত দেশের মাটিতে সব সিরিজে ওয়ালটন  স্পন্সরের স্বত্ব কিনে নিয়েছে। 

স্পন্সর সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ভারত সিরিজ নিয়ে আগ্রহ সব সময় বেশি থাকে। কিন্তু এখন বিশ্বকাপের মাঝে এতটা হবে তারা এটা ভাবেনি। তিনি জানান, প্রায় তিনগুণ দামে এটা কিনে নিয়েছে ভারতীয় একটি প্রতিষ্ঠান। 

অন্যদিকে, বিসিবির প্রধান নির্বাচক নিজামউদ্দিন চৌধুরী বলেন, বাংলাদেশ – ভারত ম্যাচে টিকিট চাহিদা সবসময়ই সর্বোচ্চ পর্যায়ের থাকে। বিশ্বকাপ ফুটবলের তুলনায় তা একটু কম হলেও যা হচ্ছে তা তাদের প্রত্যাশামতই হচ্ছে। আর সেটা টিকিট থেকে হোক বা অন্যান্য স্পন্সর থেকে হোক। 

এদিকে টিকিট নিয়ে শঙ্কায় আছে দর্শকরা। নির্ধারিত সময়ে কাউন্টারে গিয়েও  প্রাপ্য দামে মেলেনি টিকিট। চড়া দামে বিক্রি হচ্ছে ওয়ানডে ম্যাচের টিকিট। নোয়াখালী থেকে খেলা দেখার জন্য টিকিট কিনতে আসা এক দর্শক গণমাধ্যমকে  বলেন, তিনি দুপুর থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু একটা সময় দেখতে পান টিকিট আর দিচ্ছে না। কোন উপায় না পেয়ে তিনি ২০০ টাকার টিকিট ৫০০ টাকা দিয়ে নিয়েছেন। 

উল্লেখ্য, বিসিবি থেকে আগেই  জানানো হয়, ম্যাচের একদিন আগে পাওয়া যাবে টিকিট। সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে টিকিট সংগ্রহ করতে হবে। অনলাইনে কোন টিকিট পাওয়া যাবে না। নির্ধারিত কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে টিকিট।  তবে কিছু সংখ্যক টিকিট পাওয়া যেতে পারে ম্যাচের দিনেও।

আরো আজকের ট্রেন্ডিং

গ্লোবাল টি-টোয়েন্টি লিগ গঠনে আইপিএল-এর অবদান, ক্রিকেটের সর্বশ্রেষ্ঠ মঞ্চের সীমানা ছাড়িয়ে বিশ্বব্যাপী রেকর্ড স্থাপন করেছে!

গ্লোবাল টি-টোয়েন্টি লিগ গঠনে আইপিএল-এর অবদান, ক্রিকেটের সর্বশ্রেষ্ঠ মঞ্চের সীমানা ছাড়িয়ে বিশ্বব্যাপী রেকর্ড স্থাপন করেছে! ক্রিকেট, যাকে প্রায়শই ভদ্রলোকের খেলা বলে অভিহিত করা হয়, এটি সীমানা অতিক্রম করেছে এবং একটি...

আইপিএল প্রভাব: ভারতীয় ক্রিকেটে প্রভাব, খেলায় বিপ্লব ঘটানো এবং ভবিষ্যত চ্যাম্পিয়নদের প্রস্তুত করা!

আইপিএল প্রভাব: ভারতীয় ক্রিকেটে প্রভাব, খেলায় বিপ্লব ঘটানো এবং ভবিষ্যত চ্যাম্পিয়নদের প্রস্তুত করা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একটি স্মারক মাইলফলক হিসাবে দাঁড়িয়েছে, খেলাটিকে নতুন আকার দিয়েছে এবং...

আইপিএলের বিতর্কিত মুহূর্ত: ক্রিকেটের সবচেয়ে আলোচিত ঘটনাগুলির উন্মোচন!

আইপিএলের বিতর্কিত মুহূর্ত: ক্রিকেটের সবচেয়ে আলোচিত ঘটনাগুলির উন্মোচন! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুধুমাত্র একটি ক্রিকেটের অত্যাশ্চর্য নয় বরং এমন একটি মঞ্চও যেখানে বিতর্ক প্রায়ই উন্মোচিত হয়, ভক্তদের এবং মিডিয়ার দৃষ্টি...

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের বিবর্তন: ২০ ওভারে গেমটিকে পুনরায় সংজ্ঞায়িত করা

ক্রিকেটের গতিশীল বিশ্বে, টি-টোয়েন্টি (T20) আন্তর্জাতিক ক্রিকেট একটি উত্তেজনাপূর্ণ ফর্ম্যাট হিসাবে আবির্ভূত হয়েছে যা মাত্র ২০ ওভারে খেলাটিকে পুনরায় সংজ্ঞায়িত করে। ২০০৫ সালে এর সূচনা হওয়ার পর থেকে, টি-টোয়েন্টি আন্তর্জাতিকগুলি...