Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ২১ জুন: পিএসএল ২০২১ (কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ১) এবং ভারত বনাম নিউজিল্যান্ড (ডব্লিউটিসি ফাইনাল – ৪র্থ দিন)

 

করাচি কিংস এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মধ্যে পিএসএল ৬ এর ২৯তম ম্যাচ, ইসলামাবাদ ইউনাইটেড এবং মুলতান সুলতানসের মধ্যে পিএসএল ৬ এর ৩০তম ম্যাচ এবং ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে আইসিসি ডব্লিউটিসি ফাইনালের দ্বিতীয় দিনের খেলা গতকাল মাঠে গড়িয়েছে। ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহুর্তগুলো সম্পর্কে জানতে আসুন নিবন্ধটি এক ঝলক দেখে নিই।

পিএসএল ২০২১ কোয়ালিফায়ার (ইসলামাবাদ ইউনাইটেড বনাম মুলতান সুলতানস)

সোমবার রাতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছিল প্রথম রাউন্ডের শীর্ষ দুই দল মুলতান সুলতানস ও ইসলামাবাদ ইউনাইটেড। সুলতানসের খেলোয়াড়দের ব্যাটিং বোলিং নৈপুণ্যে ৩১ রানের সহজ জয় পেয়ে প্রথম দল হিসেবে পিএসএলের ফাইনালে উঠে গেছে সুলতানস।

টস জিতে ব্যাট করতে নামা সুলতানসকে ভালো শুরু এনে দিয়েছিলেন শান মাসুদ ও শোয়েব মাকসুদ। ৫৩ রানের জুটি গড়েন তারা। অষ্টম ওভারে আউট হওয়ার আগে ২৫ রান করেন শান। তবে শোয়েব ৭ চার ও ৩ ছয়ে, ৪১ বলে ৫৯ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরেন। চার নম্বরে নামা রাইলি রুশো ফেরেন ০ রানে। ঝড় তোলেন পাঁচে নামা জনসন চার্লস, খেলেন ৩ চার ও ৩ ছক্কায়, ২১ বলে ৪১ রানের ইনিংস। 

আর শেষদিকে সুলতানসকে ১৮০ রানে নিয়ে যাওয়ার পুরো কৃতিত্ব খুশদিলের (৪২*)। আকিফ জাভেদের করা ১৯তম ওভারের শেষ চার বলে ৪ ছক্কা মারেন খুশদিল। তার এই তাণ্ডবে ১৯তম ওভারে আসে ২৯ রান, আর সুলতানস পায় ১৮০ রানের বড় সংগ্রহ।

এই বড় লক্ষ্য তাড়া করতে নেমে সোহেল তানভীরের স্লোয়ার, কাটার ও সুইংয়ের মিশেলে মাত্র ১৪ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে ইউনাইটেড। রানের খাতা খোলার আগেই ফেরেন কলিন মুনরো ও শাদাব খান। আসিফ আলি করেন মাত্র ১ রান। এমন শুরুর পরেও অবশ্য লড়াই চালিয়ে যান বাঁহাতি অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা। তবে সঙ্গী হিসেবে পাননি কাউকে। দলের জয়ের আশা বাঁচিয়ে রাখা খাজা ৯ চার ও ১ ছক্কায়, ৪০ বলে ৭০ রান করেন। সুলতানসের পক্ষে বল হাতে ৪ ওভারে মাত্র ১৭ রান খরচায় ৩ উইকেট নেন তানভীর, জেতেন ম্যাচসেরার পুরস্কার। এছাড়া মুজুরাবানি ৩ ও ইমরান তাহির শিকার করেন ২টি উইকেট।

এই ম্যাচ হারলেও অবশ্য টুর্নামেন্ট থেকে ছিটকে যায়নি ইসলামাবাদ। আজ দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে পেশোয়ার জালমির মুখোমুখি হবে তারা। এই ম্যাচে জিতলে ফাইনালে ফের মুলতানদের সাথে দেখা পাবে দলটি। 

স্কোরবোর্ড:
মুলতান সুলতানস – ১৮০/৫ (২০.০)
ইসলামাবাদ ইউনাইটেড – ১৪৯/১০ (১৯.০)
ফলাফল – মুলতান সুলতানস ৩১ রানে জয়ী
প্লেয়ার অফ দি ম্যাচ – সোহেল তানভীর


 

পিএসএল ২০২১ এলিমিনেটর ১ (পেশোয়ার জালমি বনাম করাচি কিংস)

সোমবার রাতে পিএসএল ২০২১ এর প্রথম এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছিল করাচি কিংস ও পেশোয়ার জালমি। গুরুত্বপূর্ণ এই ম্যাচে হযরতউল্লাহ জাজাই এর ব্যাটিং তান্ডবে ৫ উইকেটের এক দুর্দান্ত জয় পেয়েছে পেশোয়ার জালমি।

টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্রাতিরিক্ত ধীর ব্যাটিং শুরু করেন কিংসের ব্যাটসম্যান বাবর আজম। ১৫তম ওভারে, ৪৫ বলে ৫৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেন তিনি। বাবরের বিদায়ের পর বাকি ৩৩ বলে ৭৪ রান তোলে করাচি। যেখানে বড় অবদান থিসারার। শেষ দিকে তার ৪ চার ও ৩ ছয়ে, ১৮ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ১৭৫ রানের বড় সংগ্রহ পায় কিংস। পেশোয়ারের হয়ে ওহাব রিয়াজ, ইরফান, আসিফ প্রত্যকেই ২টি করে উইকেট শিকার করেন।

১৭৫ রানের জবাবে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে মাত্র ৪.৪ ওভারে ৪৯ রান তুলে নেয় পেশোয়ার। কামরান আকমল সাজঘরে ফেরেন ১২ বলে ১৩ রান করে। অপরপ্রান্ত হাত খুলে খেলতে থাকেন জাজাই। তার ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে শুরু থেকেই জয়ের পথে থাকে পেশোয়ার। ১০ চার ও ৫ ছক্কায়, ৩৮ বলে ৭৭ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন জাজাই। ইনিংসের ১২তম ওভারে জাজাই ফিরে যাওয়ার পর বাকি কাজটা সারেন শোয়েব মালিক (৩০), শেরফান রাদারফোর্ডরা (১৭*)। শেষে ৫ উইকেট হারিয়ে ১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পেশোয়ার, এবং পেয়েছে দ্বিতীয় এলিমিনেটরের টিকিট।

এই ম্যাচে জয়ী হয়ে দ্বিতীয় এলিমিনেটর খেলার সুযোগ পাচ্ছে পেশোয়ার। আজ রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড। কোয়ালিফায়ার ম্যাচে মুলতান সুলতানসের কাছে হেরে দ্বিতীয় এলিমিনেটরে এসেছে ইসলামাবাদ।

স্কোরবোর্ড:
করাচি কিংস – ১৭৫/৭ (২০.০)
পেশোয়ার জালমি – ১৭৬/৫ (১৯.৫)
ফলাফল – পেশোয়ার জালমি ৫ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দি ম্যাচ – হযরতউল্লাহ জাজাই 


 

ভারত বনাম নিউজিল্যান্ড (ডব্লিউটিসি ফাইনাল – ৪র্থ দিন)

বৃষ্টিতে ভেসে গেছে ম্যাচের প্রথম দিন। টস পর্যন্ত হতে পারেনি। সোমবার চতুর্থ দিনেও একই অবস্থা। পুরো দিনে একটা বলও মাঠে গড়ায়নি। মাঝের দুই দিন খেলা হলেও বারবার হানা দিয়েছে বৃষ্টি। চার দিনে দুই দলের ইনিংস মিলিয়ে ১৪১.১ ওভার খেলা হয়েছে। বৃষ্টির জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটাই ভেস্তে যেতে বসেছে। আর দর্শক-সমর্থকেরা বেজায় চটেছেন আইসিসির ওপর। এমন একটা সময়ে ইংল্যান্ডে কেন আয়োজন করা হলো ইতিহাসের প্রথম এই ফাইনাল ম্যাচ।

দর্শকদের পাশাপাশি সাবেক ইংলিশ অধিনায়ক কেভিন পিটারসেনও বেজায় চটেছেন। বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল। এই সময়ে ইংল্যান্ডে এমনিতেও বর্ষাকাল। গোটা দেশ জুড়ে কম-বেশি বৃষ্টি হতেই থাকে। তাই এই সময়ে ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আয়োজন করা একেবারেই সঠিক সিদ্ধান্ত হয়নি বলে মনে করেন কেভিন পিটারসেন। 

স্কোরবোর্ড:
ভারত (১ম ইনিংস) – ২১৭/১০ (৯২.১)
নিউজিল্যান্ড (১ম ইনিংস) – ১০১/২ (৪৯.০)

বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ, পিএসএল এবং আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কিছু দুর্দান্ত ক্রিয়াকলাপ  চলছে। তাদের বিজয়ীদের ভবিষ্যদ্বাণী এবং Baji তে বেট ধরুন 

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...