Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ২৭ মার্চ: আইপিএল ২০২২ (ম্যাচ ২ এবং ম্যাচ ৩), ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড (৩য় টেস্ট – ৪র্থ দিন)

Delhi Capitals vs Mumbai Indians

Delhi Capitals vs Mumbai Indians

আইপিএল ২০২২ এর ২য় ম্যাচ দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যে এবং আইপিএল ২০২২ এর ৩য় ম্যাচ পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে এবং ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার ৩য় ও ফাইনাল টেস্টের ৪র্থ দিন গতকাল মাঠে গড়িয়েছে। ম্যাচগুলোর আকর্ষণীয় ঘটনাগুলো জানতে নিবন্ধনটি পড়া চালিয়ে যান। 

আইপিএল ২০২২ – ম্যাচ ২ (দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বাই ইন্ডিয়ানস)

রবিবার আইপিএল এর ১৫তম সংস্করনের ২য় ম্যাচে মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের (এমআই) বিপক্ষে ১০ বল হাতে রেখে ৪ উইকেটের এক দুর্দান্ত জয় তুলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস (ডিসি)। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে এমআই।

এমআই এর পক্ষে উইকেট রক্ষক ব্যাটার ইশান কিষান ১১ চার ও ২ ছক্কায়, ৪৮ বলে সর্বোচ্চ অপরাজিত ৮১ রান করেন। এছাড়া অধিনায়ক রোহিত শর্মা ৩২ বলে ৪১ এবং তিলক বার্মা ১৫ বলে ২২ রানের দুটি ইনিংস খেলেন। ডিসি’র হয়ে কুলদীপ যাদব ৪ ওভারে ১৮ রান দিয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। এছাড়া বাকি ২টি উইকেট খলিল আহমেদ তুলে নেন।

১৭৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় ক্যাপিটালস। দলের পক্ষে ললিত যাদব (৩৮ বলে ৪৮) এবং অক্ষর প্যাটেল (১৭ বলে ৩৮) দুটি অপরাজিত বিধংসী ইনিংস খেলেন। এছাড়া ওপেনার পৃথ্বী শ ৩৮ রান করেন। এমআই এর হয়ে বসিল থামপি সর্বাধিক ৩টি, মুরুগান অশ্বিন ২টি এবং টাইমাল মিলস ১টি উইকেট তুলে নেন।

এই ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। অপরদিকে পরাজিত হয়ে মুম্বাই ইন্ডিয়ানস পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে।

স্কোরবোর্ড

মুম্বাই ইন্ডিয়ানস – ১৭৭/৫ (২০.০)

দিল্লি ক্যাপিটালস – ১৭৯/৬ (১৮.২)

ফলাফল – দিল্লি ক্যাপিটালস ৪ উইকেটে জয়ী   

প্লেয়ার অফ দ্য ম্যাচ – কুলদীপ যাদব


Punjab Kings vs Royal Challengers Bangalore

আইপিএল ২০২২ – ম্যাচ ৩ (পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)

রবিবার আইপিএল ২০২২ এর ডাবল-হেডারের ২য় ম্যাচে মুম্বাইয়ের ডিওয়াই প্যাটেল স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে ৬ বল হাতে রেখে ৫ উইকেটের এক দু:সাহসিক জয় পেয়েছে পাঞ্জাব কিংস (পিবিকেএস)। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ২০৫ রানের বড় স্কোর সংগ্রহ করে আরসিবি।

আরসিবি এর পক্ষে অধিনায়ক ফাফ ডু প্লেসিস ৩ চার ও ৭ ছক্কায়, ৫৭ বলে সর্বোচ্চ ৮৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এছাড়া বিরাট কোহলি (২৯ বলে ৪১) এবং দিনেশ কার্তিক (১৪ বলে ৩২) দুটি ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন।  পিবিকেএস এর হয়ে রাহুল চাহার ও অর্শদীপ সিং ১টি করে উইকেট তুলে নেন।

২০৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে এক ওভার বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে জয়ের দ্বারপ্রান্তে পৌছে যায় পিবিকেএস। দলের পক্ষে ভানুকা রাজাপক্ষ ও শিখর ধাওয়ান উভয়ই সর্বোচ্চ ৪৩ রান করেন। এছাড়া অধিনায়ক মায়াঙ্ক আগারওয়াল (২৪ বলে ৩২) এবং শাহরুখ খান (২০ বলে ২৪*) দুটি কার্যকারী ইনিংস খেলেন। শেষে ওডিয়ান স্মিথ ১ চার ও ৩ ছক্কায়, ৮ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। আরসিবি’র হয়ে মোহাম্মদ সিরাজ সর্বাধিক ২টি উইকেট তুলে নেন।

এই ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট টেবিলের ২য় স্থানে অবস্থান করছে পাঞ্জাব কিংস। অপরদিকে পরাজিত হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পয়েন্ট টেবিলের ৯ম স্থানে রয়েছে।

স্কোরবোর্ড

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – ২০৫/২ (২০.০)

পাঞ্জাব কিংস – ২০৮/৫ (১৯.০)

ফলাফল – পাঞ্জাব কিংস ৫ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – ওডিয়ান স্মিথ


WI vs ENG

ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড (তৃতীয় টেস্ট – ৪র্থ দিন)

গ্রেনাডায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য লক্ষ্য ছিল মাত্র ২৮ রান। ক্যারিবীয়রা কোনো উইকেট না হারিয়ে মাত্র ৪.৫ ওভারেই সেই মামুলি লক্ষ্যে পৌঁছে যায়। ফলে ১০ উইকেটে ম্যাচ জয়ের পাশাপাশি টেস্ট সিরিজটিও (১-০) নিজেদের করে নেয় স্বাগতিকরা।

টেস্টের তৃতীয় দিন শেষে ইংলিশদের সংগ্রহ ছিল ৮ উইকেটে ১০৩ রান। লিড ছিল মাত্র ১০ রানের। বাকি ২ উইকেট নিয়ে চতুর্থদিন খেলতে নেমে ১২০ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। ফলে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ২৮ রান।

ইংলিশদের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৩১ রান করেছিলেন ওপেনার অ্যালেক্স লিস। ২২ রান করে জনি বেয়ারস্টো। ১৯ রান করেন ক্রিস ওকস। বাকিরা দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেনি। বল হাতে ক্যারিবীয়দের হয়ে কাইল মায়ার্স সর্বোচ্চ ৫টি উইকেট শিকার করেন। এছাড়া কেমার রোচ ২টি এবং জেডন সিলস ও আলজারি জোসেপ এবং ১টি করে উইকেট তুলে নেন।

২৮ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৪.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েট ২০ রানে এবং ওপেনার জন ক্যাম্পবেল ৬ রানে অপরাজিত থাকেন। ১ম ইনিংসে দু:সাহসিক এক ইনিংস খেলে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন জশুয়া দা সিলভা। এছাড়া প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন ক্যারিবীয় দলপতি ক্রেগ ব্র্যাথওয়েট।

স্কোরবোর্ড

ওয়েস্ট ইন্ডিজ (১ম ইনিংস) – ২৯৭/১০ (১১৬.৩)

ইংল্যান্ড (১ম ইনিংস) – ২০৪/১০ (৮৯.৪)

ইংল্যান্ড (২য় ইনিংস) – ১২০/১০ (৬৪.২)

ওয়েস্ট ইন্ডিজ (২য় ইনিংস) – ২৮/০ (৪.৫)

ফলাফল – ওয়েস্ট ইন্ডিজ ১০ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – জশুয়া দা সিলভা

প্লেয়ার অফ দ্য সিরিজ – ক্রেগ ব্র্যাথওয়েট

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...