Skip to main content

করাচির ব্যর্থ্যতার দায় ওয়াসিম আকরামকে দিলেন রমিজ রাজা 

করাচির ব্যর্থ্যতার দায় ওয়াসিম আকরামকে দিলেন রমিজ রাজা 

গত ১৯ ফেব্রুয়ারির ম্যাচের আগে টানা তিন হারের মুখ দেখেছে করাচি কিংস। আর এমন টানা হারের মুখ দেখতে দেখতে সমালোচনারও শিকার হয়েছে দলটি। কিন্তু কেন বার বার ব্যর্থ দচ্ছে ইমাদ ওয়াসিমের করাচি কিংস? উত্তর দিলেন পাকিস্তানের সাবেক বোর্ড প্রধান রমিজ রাজা। রমিজ রাজা করাচির ব্যর্থতার দায় দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামকে। 

বর্তমানে  পিএসএলের অষ্টম আসরে করাচি কিংসের সভাপতির দায়িত্বে আছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। করাচির বোলিং মেন্টর হিসেবেও আছেন তিনি। তবে তার মত একজন কিংবদন্তি দলের সাথে থাকলেও প্রত্যাশিত সাফল্য পাচ্ছেনা দল। হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে দলটি।  আর করাচির এই ব্যর্থতার দায় গিয়ে পড়ল করাচির সভাপতির ওপর। ওয়াসিম আকরামকেই দুষছেন রমিজ রাজা। 

সম্প্রতি স্থানীয় একটি টিভি চ্যানেলে করাচি কিংসের কিছু জায়গা নিয়ে সমালোচনা করেন রমিজ যে জায়গাগুলোতে পরিবর্তন না আনার কারনেই করাচি কিংসের কাছে জয় অধরা থেকে যাচ্ছে বলে মনে করেন রমিজ , ” করাচি কিংস দীর্ঘদিন জয়ের দেখা পাচ্ছে না। বার বার ব্যর্থ হচ্ছে তারা। তাদের থিঙ্ক ট্যাঙ্ক এবং পরামর্শদাতা পরিবর্তন করতে হবে। দীর্ঘদিন ধরে তারা একই ব্যবস্থাপনার সঙ্গে আছে। এসব জায়গায় পরিবর্তন না হওয়ার কারণেই বার বার ব্যর্থ হচ্ছে তারা। ভালো করার জন্য তাদের বেশ কিছু জায়গায় পরিবর্তন দরকার।

এদিকে এত আলোচনাসমালোচনাকে পেছনে ফেলে গত ১৯ ফেব্রুয়ারি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের বিপক্ষে মাঠে নেমেই জ্বলে ওঠে ইমাদ ওয়াসিমের করাচি কিংস। ৬৭ রানের বড় ব্যবধানে জিতে পাকিস্তান সুপার লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে আসে দলটি। অথচ এর আগেই পয়েন্ট টেবিলের একদম তলানিতে ছিল দলটি। ম্যাচটিতে দুর্দান্ত খেলেছেন দলটির অধিনায়ক ইমাদ ওয়াসিম। যার ফলও পেয়েছেন হাতে হাতে, ম্যাচ সেরার পুরস্কার ওঠে তার হাতে। তবু দলটিকে ঘিরে সমালোচনা যেন যাচ্ছেইনা। 

উল্লেখ্য, করাচি কিংসকে নিয়ে সমালোচনার কারণ হলো পিএসএলের গত আসর থেকেই হারের মুখ দেখতে শুরু করে দলটি। সপ্তম আসরটিতে ১০ ম্যাচ খেলে মাত্র ম্যাচে জয়ের স্বাদ পায় তারা। যেকারণে পয়েন্ট টেবিলেরও একদম তলানিতে জায়গা হয় তাদের। ব্যর্থতার সেই ধারাবাহিকতা শুরু হয়েছে এই আসরেও। প্রথম তিন ম্যাচ টানা হার দিয়েই শুরু করেছিল তারা। ছিল পয়েন্ট টেবিলের ছয় নম্বরে। তবে লাহোর কালান্দার্সের বিপক্ষে ম্যাচের পরই শীর্ষ দুইয়ে উঠে আসে দলটি। তবে এখনও পর্যন্ত পয়েন্ট টেবিলের এক নম্বরে আছে মুলতান সুলতান্স। রমিজ রাজা ওয়াসিম আকরামের সমালোচনা করলেও এই প্রসঙ্গে মুখ খোলেননি আকরাম।

আরো আজকের ট্রেন্ডিং

আইপিএল প্রভাব: ভারতীয় ক্রিকেটে প্রভাব, খেলায় বিপ্লব ঘটানো এবং ভবিষ্যত চ্যাম্পিয়নদের প্রস্তুত করা!

আইপিএল প্রভাব: ভারতীয় ক্রিকেটে প্রভাব, খেলায় বিপ্লব ঘটানো এবং ভবিষ্যত চ্যাম্পিয়নদের প্রস্তুত করা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একটি স্মারক মাইলফলক হিসাবে দাঁড়িয়েছে, খেলাটিকে নতুন আকার দিয়েছে এবং...

আইপিএলের বিতর্কিত মুহূর্ত: ক্রিকেটের সবচেয়ে আলোচিত ঘটনাগুলির উন্মোচন!

আইপিএলের বিতর্কিত মুহূর্ত: ক্রিকেটের সবচেয়ে আলোচিত ঘটনাগুলির উন্মোচন! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুধুমাত্র একটি ক্রিকেটের অত্যাশ্চর্য নয় বরং এমন একটি মঞ্চও যেখানে বিতর্ক প্রায়ই উন্মোচিত হয়, ভক্তদের এবং মিডিয়ার দৃষ্টি...

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের বিবর্তন: ২০ ওভারে গেমটিকে পুনরায় সংজ্ঞায়িত করা

ক্রিকেটের গতিশীল বিশ্বে, টি-টোয়েন্টি (T20) আন্তর্জাতিক ক্রিকেট একটি উত্তেজনাপূর্ণ ফর্ম্যাট হিসাবে আবির্ভূত হয়েছে যা মাত্র ২০ ওভারে খেলাটিকে পুনরায় সংজ্ঞায়িত করে। ২০০৫ সালে এর সূচনা হওয়ার পর থেকে, টি-টোয়েন্টি আন্তর্জাতিকগুলি...

আইপিএল তারকাদের অসাধারণ যাত্রা এবং আন্ডারডগ থেকে ক্রিকেট আইকন!

আইপিএল তারকাদের অসাধারণ যাত্রা এবং আন্ডারডগ থেকে ক্রিকেট আইকন!  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট প্রতিভার জন্য একটি প্রজনন ক্ষেত্র হয়েছে, অনেক খেলোয়াড়কে আপেক্ষিক অস্পষ্টতা থেকে খেলার শীর্ষে নিয়ে যায়। বছরের...