Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ০৬ আগস্ট: ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (৪র্থ টি২০)

WI vs IND

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (4th T20I) Highlights

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (৪র্থ টি২০) – হাইলাইটস

লডারহিলে শনিবার (৬ আগস্ট) সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৫৯ রানে হারিয়েছে ভারত। ভারতের দেয়া ১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়ে যায় ১৩২ রানে। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত।

রিজিওনাল পার্ক স্টেডিয়ামের টার্ফ গ্রাউন্ডসে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ক্যারিবিয়রা। তবে দ্রুতই তাদের এই সিদ্ধান্ত ভুল বলে প্রমাণিত করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও সুর্যকুমার যাদব। মাত্র ৪.৩ ওভারেই স্কোরকার্ডে দুজনে মিলে জমা করেন ৫৩ রান।

তবে রোহিত শর্মাকে বোল্ড করে এই জুটি ভাঙেন স্পিনার আকিল হোসেন। ২ চার ও ৩ ছক্কায়, মাত্র ১৬ বলে ৩৩ রান করেন তিনি। দলীয় ৬১ রানে আলজারি জোসেফের শিকারে পরিণত হন আরেক ওপেনার সুর্যকুমার যাদবও। আগের ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হওয়া যাদব ১ চার ২ ছয়ে, ১৪ বলে করেন ২৪ রান।

তৃতীয় উইকেট জুটিতে দীপক হুডা ও ঋষভ পন্ত মিলে ৪৭ রানের জুটি গড়েন। ১০৮ রানের মাথায় তাদের জুটি ভাঙেন জোসেফ। ১৯ বলে ২১ রান করে বিদায় নেন দীপক।

অর্ধশতকের পথে হাঁটছিলেন পন্ত। তবে তার আগেই তাকে ফেরান ওবেদ ম্যাককয়। ৩১ বলে ৪৪ রান করে ড্রেকসের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ৬ চারে সাজানো তার ইনিংসটাই ভারতের পক্ষে এই ম্যাচের সর্বোচ্চ।

এই ম্যাচে রান পেয়েছেন সঞ্জু স্যামসনও। তবে ব্যর্থ হয়েছেন দীনেশ কার্তিক। ৯ বলে ৬ রান করে ম্যাকয়ের বলে বোল্ড হয়ে যান কার্তিক। স্যামসন অবশ্য অপরাজিত থাকেন ৩০ রান করে। তার ইনিংসটি সাজানো ছিল ২ চার ও এক ছয়ের মারে।

শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন অক্ষর প্যাটেল। মাত্র ৮ বলে ২০ রান করে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। ১৯তম ওভারের প্রথম বলে যখন কার্তিক আউট হন তখন ভারতের রান ছিল ১৬৪। শেষ ১১ বলে স্যামসনকে সঙ্গে নিয়ে ২৭ রান যোগ করেন তিনি। তাতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৯১ রান।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২টি করে উইকেট নেন আলজারি জোসেফ ও ওবেদ ম্যাকয়। তবে উইকেট পেলেও ম্যাকয় রান দিয়েছেন দরাজ হাতে। মাত্র চার ওভারেই ৬৬ রান দিয়েছেন এই বাঁহাতি পেসার। ২৮ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন আকিল হোসেন।

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ৮২ রান করতেই তারা হারায় পাঁচ উইকেট। দলীয় ১০১ রানে ৬ নম্বর ব্যাটার হিসেবে বিদায় নেন জেসন হোল্ডার (১৩), ১০৬ রানে আকিল (৩) ও ১১৬ রানে হেটমায়ারও (১৯) বিদায় নিলে হার নিশ্চিত হয়ে যায় তাদের। শেষ পর্যন্ত ১৩২ রানে শেষ ব্যাটার হিসেবে আউট হয়ে যান ওবেদ ম্যাকয় (২)। নিকোলাস পুরান ও রোভম্যান পাওয়েল দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করে করেন।

ভারতের পক্ষে এদিন আগুন ঝরিয়েছেন দুই পেসার আর্শদীপ সিং ও আবেশ খান। ৩.১ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন আর্শদীপ। আবেশ খান ৪ ওভারে ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন দুই স্পিনার অক্ষর প্যাটেল ও রবি বিষ্ণোয়। তবে ৪ ওভারে ৪৮ রান দিয়ে খরুচে ছিলেন অক্ষর প্যাটেল।

গুরুত্বপূর্ণ দুই উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আবেশ খান। আজ সিরিজের পঞ্চম ম্যাচে এই দুই দল মুখোমুখি হবে।

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত এর স্কোরবোর্ড

ভারত – ১৯১/৫ (২০.০)

ওয়েস্ট ইন্ডিজ – ১৩২/১০ (১৯.১)

ফলাফল – ভারত ৫৯ রানে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – আবেশ খান


ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত (4th T20I) Highlights - 2


ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত ম্যাচের একাদশ

ওয়েস্ট ইন্ডিজ নিকোলাস পুরান (অধিনায়ক), ডেভন থমাস (উইকেট রক্ষক), কাইল মায়ার্স, রোভম্যান পাওয়েল, ব্র্যান্ডন কিং, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, ডমিনিক ড্রেকস, আলজারি জোসেফ এবং ওবেদ ম্যাককয়।
ভারত রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্ত (উইকেট রক্ষক), সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, দিনেশ কার্তিক, দীপক হুডা, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, রবি বিষ্ণোয়, এবং আর্শদীপ সিং।

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...