Skip to main content

এবার নাচের তালে মাতলেন বাটলার – চাহাল

Chahal's wife Dhanashree Verma shared the video of their dance on social media.

Chahal's wife Dhanashree Verma shared the video of their dance on social media.

যে রাঁধে, সে চুলও বাঁধে। ঠিক তেমন কান্ডই ঘটালেন জস বাটলার এবং যুজবেন্দ্র চাহাল। যারা বাইশ গজে বিপক্ষ দলকে ঘায়েল করেন, তারাই আবার কোমর দুলিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন। সদ্য শেষ আইপিএলের ফাইনালে শিরোপা জিততে পারেনি তাদের দল রাজস্থান রয়েলস। কিন্তু মাঠের পারফরম্যান্সে কিংবা নাচে, মানুষের হৃদয় জিতে নিয়েছেন বাটলার-চাহালরা।

 

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে গুজরাট টাইটান্স। তবে ব্যাটে-বলে গোটা আসরের চ্যাম্পিয়ন দুই ক্রিকেটারই রাজস্থানের। তবে শিরোপা জিততে না পারায় তারাও খানিকটা হতাশ। সেই হতাশা কাটিয়ে ভক্তদের নাচের তালে মাতিয়ে দিলেন এই দুই তারকা। তাদের নাচের সেই ভিডিও সোশ্যাল মিডিয়াশ প্রকাশ করেছেন চাহালের স্ত্রী ধনশ্রী বর্মা।

 

ধনশ্রী নিজে নাচ শেখান। ভিডিওতে ধনশ্রীকে অনুসরণ করে নাচতে দেখা যায় চাহাল এবং বাটলারকে। বাইজ গজে ব্যাটিংয়ের মত নাচটাও নিখুঁত করতে প্রাণপণ চেষ্টা করেছেন বাটলার। যদিও কিছুক্ষণ চেষ্টা করে হাল ছেড়ে দেন চাহাল। অপেক্ষা করতে থাকেন স্ত্রীর নাচ শেষ হওয়ার জন্য।

 

এবারের আইপিএলে নিলামের আগে বাটলারকে রিটেইন করেছিল রাজস্থান। সেখানে চাহালের সঙ্গে বন্ধুত্ব হয় তার। মাঠে তো বটেই, মাঠের বাইরেও দুজনের রসায়নটা জমে উঠেছে বেশ। কিছুক্ষণ দলের কারো পেছন লাগা তো, আবার রসিকতায় মেতে উঠেন চাহাল। স্ত্রীর সঙ্গে নাচের ঘটনাও এবার প্রথম নয়। এর আগেও এভাবে দেখা গেছে চাহালকে। তবে এবার তাদের সঙ্গী হয়েছেন বাটলার।

 

এবারের আইপিএলে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ইংলিশম্যান বাটলার। আসরে ৪টি সেঞ্চুরিসহ করেছেন ৮৬৩ রান। এক আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে বিরাট কোহলির (৯৭৩ রান) পরেই এখন বাটলারের অবস্থান। অরেঞ্জ ক্যাপও উঠেছে তার মাথায়। অপরদিকে আসরে সর্বোচ্চ ২৭ উইকেট শিকার করে পারপাল ক্যাপ জিতেছেন চাহাল।

আরো আজকের ট্রেন্ডিং

আইপিএলের ভক্ত বিশ্বব্যাপী: ভারতে সীমানা ছাড়িয়ে ক্রিকেটের শ্রেষ্ঠত্ব হিসাবে গড়ে তোলা!

আইপিএলের ভক্ত বিশ্বব্যাপী: ভারতে সীমানা ছাড়িয়ে ক্রিকেটের শ্রেষ্ঠত্ব হিসাবে গড়ে তোলা! আইপিএল ভৌগোলিক সীমানা অতিক্রম করে একটি বিশ্ব ক্রীড়াঙ্গনে পরিণত হয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ভৌগোলিক সীমানা অতিক্রম করে একটি...

আইপিএল ২০২৪ অধিনায়কদের তালিকা| ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অধিনায়ক এবং কোচ

আইপিএল ২০২৪, ১৭ তম সংস্করণ, ২২ মার্চ ২০২৪ এ শুরু হয়৷ এটি ৭ এপ্রিল ২০২৪ পর্যন্ত চলবে৷ প্রাথমিক ২-সপ্তাহের সেশনে মোট ২১টি অ্যাকশন-প্যাকড ম্যাচ খেলা হবে ৷ ১০টি ভিন্ন শহরে...

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা!

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুধুমাত্র তার রোমাঞ্চকর ম্যাচের জন্যই নয় বরং এর অতুলনীয় অর্থনৈতিক প্রভাবের জন্যও ক্রিকেট বিশ্বে সাফল্যের আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে...

আইপিএল ২০২৪ এর পার্পল ক্যাপধারী: লিডিং উইকেট-টেকার কীভাবে হিট নেয়

আইপিএল ২০২৪ আর মাত্র কয়েক সপ্তাহ দূরে, এবং মরসুমের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশগুলির মধ্যে একটি হল শীর্ষস্থানীয় উইকেট শিকারী হিসাবে কে পার্পল ক্যাপ জিতবে। এই সম্মানজনক স্বীকৃতি শুধু বোলারদের দক্ষতাই তুলে...