Skip to main content

ইনজুরিতে রবীন্দ্র জাদেজার এশিয়া কাপ শেষ

ইনজুরিতে রবীন্দ্র জাদেজার এশিয়া কাপ শেষ

এশিয়া কাপে দুর্দান্ত ছন্দে আছে রোহিত শর্মার ভারত। পাকিস্তানহংকংকে হারিয়ে ইতোমধ্যেই পৌছে গেছে সুপার ফোরে। সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচে আবারো পাকিস্তানের মুখোমুখি হচ্ছে দলটি। তবে ভারতের সাজানো সংসারে হঠাৎই ছন্দপতন 

ভারতপাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের আগেই যে বড়সড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। চলতি এশিয়া কাপে আর খেলতে পারছেন না জাদেজা। হাটুর চোটে ছিটকে গেলেন টুর্নামেন্ট থেকেই। বিসিসিআই সচিব জয় শাহ জানান, হাঁটুর চোটের জন্য তিনি খেলতে পারবেন না। বোর্ডের মেডিকেল টিম তার চোটের দিকে নজর রাখছেন। 

তার হাঁটুর চোট নতুন হয়। এর জন্য আগেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজেও খেলতে পারেননি তিনি। আর তার পরিবর্তে অক্ষর প্যাটেলের নাম ঘোষনা করা হয়েছে। গত আইপিএলে দারুন খেলে নির্বাচকদের নজরে ছিলেন অক্ষর প্যাটেল। কিন্ত টিম কম্বিনেশনের কারনে এশিয়া কাপে সু্যোগ পাননি তিনি। জাদেজার চোট তাই অক্ষরের জন্য টিমে থিতু হওয়ার সুযোগ নিয়ে এসেছে।

জাদেজা চোটের আগে খেলেছেন প্রথম দুই ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে চার নাম্বারে নেমে করেছেন ৩৫ রান অন্যদিকে হংকংয়ের বিরুদ্ধে ওভারে ১৫ রান দিয়ে নিয়েছিলেন উইকেট।

তবে এবারের এশিয়া কাপে নতুন এক নজির গড়েছেন জাদেজা। এতদিন এশিয়া কাপে ২২ উইকেট নিয়ে ভারতের সবচেয়ে সফলতম বোলার ছিলেন ইরফান পাঠান। এবারের আসরে তাকেও ছাড়িয়ে যেয়ে এখন সবেচেয়ে সফর বোলার জাদেজা।

ধারনা করা হচ্ছে অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে দলে ফিরবেন জাদেজা। তবে তার আগে এশিয়া কাপে তাকে হারানোর এত বড় ধাক্কার ভারত সামাল দিতে পারবে তো ? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভারতের ক্রিকেটে।

আরো আজকের ট্রেন্ডিং

আইপিএলের ভক্ত বিশ্বব্যাপী: ভারতে সীমানা ছাড়িয়ে ক্রিকেটের শ্রেষ্ঠত্ব হিসাবে গড়ে তোলা!

আইপিএলের ভক্ত বিশ্বব্যাপী: ভারতে সীমানা ছাড়িয়ে ক্রিকেটের শ্রেষ্ঠত্ব হিসাবে গড়ে তোলা! আইপিএল ভৌগোলিক সীমানা অতিক্রম করে একটি বিশ্ব ক্রীড়াঙ্গনে পরিণত হয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ভৌগোলিক সীমানা অতিক্রম করে একটি...

আইপিএল ২০২৪ অধিনায়কদের তালিকা| ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অধিনায়ক এবং কোচ

আইপিএল ২০২৪, ১৭ তম সংস্করণ, ২২ মার্চ ২০২৪ এ শুরু হয়৷ এটি ৭ এপ্রিল ২০২৪ পর্যন্ত চলবে৷ প্রাথমিক ২-সপ্তাহের সেশনে মোট ২১টি অ্যাকশন-প্যাকড ম্যাচ খেলা হবে ৷ ১০টি ভিন্ন শহরে...

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা!

বিলিয়ন-ডলার লীগ: ক্রিকেটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে আইপিএল-এর ভূমিকা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুধুমাত্র তার রোমাঞ্চকর ম্যাচের জন্যই নয় বরং এর অতুলনীয় অর্থনৈতিক প্রভাবের জন্যও ক্রিকেট বিশ্বে সাফল্যের আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে...

আইপিএল ২০২৪ এর পার্পল ক্যাপধারী: লিডিং উইকেট-টেকার কীভাবে হিট নেয়

আইপিএল ২০২৪ আর মাত্র কয়েক সপ্তাহ দূরে, এবং মরসুমের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশগুলির মধ্যে একটি হল শীর্ষস্থানীয় উইকেট শিকারী হিসাবে কে পার্পল ক্যাপ জিতবে। এই সম্মানজনক স্বীকৃতি শুধু বোলারদের দক্ষতাই তুলে...