Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ১২ জুলাই: ইংল্যান্ড বনাম ভারত (১ম ওডিআই)

Shikhar Dhawan is an Indian cricketer.

ইংল্যান্ড বনাম ভারত

ইংল্যান্ড বনাম ভারত (১ম ওডিআই)

মঙ্গলবার লন্ডনের দ্য ওভালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং ভারত। সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে ভারতই। এবার ওয়ানডে সিরিজেও স্বাগতিক ইংল্যান্ডকে শুরু থেকে নাকানি-চুবানি খাওয়াতে শুরু করেছে রোহিত শর্মার দল।

 জেসন রয় ০, জো রুট ০, বেন স্টোকস ০, লিয়াম লিভিংস্টোনও ০ এবং জনি বেয়ারেস্টো ৭। সেরা চার ব্যাটারের নামের পাশে জ্বলজ্বল করে শোভা পাচ্ছিল একটি করে ডাক বা হাঁসের ডিম। আর অন্যজনের নামের পাশে মাত্র ৭ রান।

এই যখন অবস্থা, তখন ইংল্যান্ডের ইনিংসের অবস্থা কেমন হবে তা খুব সহজেই অনুমেয়। তাও ভালো যে, পৃথিবীর সবচেয়ে কম রানে অলআউট হওয়ার লজ্জায় পড়তে হয়নি ইংলিশদের। তবুও, শেষ পর্যন্ত মাত্র ১১০ রানে অলআউট হতে হয়েছে তাদের।

টস জিতে ইংল্যান্ডকেই প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট করতে নেমে শুরুতেই বুমরাহর বোলিং তোপের মুখে পড়ে ইংলিশরা। ৭ রানেই ৩ উইকেট হারিয়ে বসে ব্রিটিশরা। জেসন রয়, জো রুট এবং বেন স্টোকস আউট হয়ে যান কোনো রান না করেই।

এরপর ১৭ রানের মাথায় আউট হয়ে যান জনি বেয়ারেস্টোও। ২০ বলে তিনি খেলেন ৭ রানের ইনিংস। ২৬ রানের মাথায় আউট হন লিয়াম লিভিংস্টোন। তিনিও রান করতে পারেননি।

ইংলিশদের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জা থেকে বাঁচালেন অধিনায়ক জস বাটলার। ৩২ বলে তিনি খেলেন ৩০ রানের ইনিংস। মইন আলি খেলেন ১৮ বলে ১৪ রানের ইনিংস এবং ডেভিড উইলি করেন ২১ রান, ক্রেইগ ওভারটন করেন ৮ রান এবং ব্রেন্ডন কার্স করেন ১৫ রান। শেষ পর্যন্ত ২৫.২ ওভারে ১১০ রান তুলতেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড।

ইংল্যান্ডের এই দুরব্স্থার জন্য সবচেয়ে বড় দায়ী ভারতীয় পেসার যশপ্রিত বুমরাহ। ৭.২ ওভার বল করে ১৯ রান দিয়ে একাই ৬ উইকেট নিলেন এই ভারতীয় পেসার। এটা তার ক্যারিয়ার সেরা বোলিং। মোহাম্মদ শামি নিলেন ৩ উইকেট। বাকি উইকেটটি নিলেন প্রসিদ কৃষ্ণা।

স্বাগতিক ইংল্যান্ডকে রীতিমত বিধ্বস্ত করে ছাড়লো সফরকারী ভারত। লন্ডনের দ্য ওভালে প্রথমে ইংলিশদের ১১০ রানে অলআউট করে দিয়ে ওয়ানডে ম্যাচটিকে টি-টোয়েন্টি স্টাইলে ১০ উইকেটের ব্যবধানে জিতে নিলো ভারতীয়রা।

দুই ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান মিলে কোনো উইকেট পড়তে দেননি। অবিচ্ছিন্ন ১১৪ রানের জুটি গড়েই মাত্র ১৮.৪ ওভারে ভারতকে জয় এনে দিলেন তারা।

৫৮ বলে ৭৬ রানে অপরাজিত থাকেন রোহিত শর্মা। ৭টি বাউন্ডারির সঙ্গে ৫টি ছক্কার মার মারেন তিনি। যেন পুরোপুরি এক টি-টোয়েন্টি ম্যাচ খেললেন রোহিত। তার সঙ্গে শিখর ধাওয়ান ছিলেন পুরোপুরি শান্ত এক ব্যাটার। ৫৪ বল খেলে তিনি করলেন মাত্র ৩১ রান। ৪টি বাউন্ডারির মার মারেন তিনি। এক্সট্রা ৭ রান সহ ১১৪ রান করে জয় নিয়ে মাঠ ছারেন তারা।

ইংল্যান্ড এর পক্ষে রিস টপলে ৫ ওভারে দিয়েছেন ২২ রান। ক্রেইগ ওভারটন ৪ ওভারে দিয়েছেন ৩৪ রান। ব্রাইডন কার্স ৩ ওভার ৪ বলে দিয়েছেন ৩৮ রান। এছাড়া ডেভিড উইলি, বেন স্টোকস, মঈন আলি মিলে ৬ ওভারে দিয়েছেন ১৮ রান।

পরের ম্যাচেই নির্ধারিত হবে ভারত টি-২০ এর মত ওডিআই ও জিতেবে নাকি ইংল্যান্ড স্কোর সমান করবে।


ইংল্যান্ড বনাম ভারত এর স্কোরবোর্ড

ভারত – ১১০/১০ (২৫.২)

ইংল্যান্ড১১৪/০ (১৮.৪)

ফলাফল – ভারত ১০ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – যশপ্রিত বুমরাহ


ইংল্যান্ড বনাম ভারত


ইংল্যান্ড বনাম ভারত ম্যাচের একাদশ

ইংল্যান্ড  জস বাটলার (অধিনায়ক এবং উইকেটরক্ষক), জনি বেয়ারস্টো, জেসন রয়, বেন স্টোকস, জো রুট, মঈন আলি, লিয়াম লিভিংস্টোন, ডেভিড উইলি, ক্রেইগ ওভারটন, ব্রাইডন কার্স, রিস টপলে
ভারত রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পান্ত (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার, শিখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, মোহম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, যশপ্রিত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...