Skip to main content

আম্পায়ারিং নিয়ে বিপিএলে পুনরায় বিতর্ক শুরু

আম্পায়ারিং নিয়ে বিপিএলে পুনরায় বিতর্ক শুরু

বিপিএল শুরু হওয়ার আগেই জানা যায়, এবারের আসরে ডিআরএস থাকবে না। আর থাকলেও সেটা প্রথম দিকে না। তবে এমন ডিআরএস থেকেই বা লাভ কি, যেখানে টিভি রিপ্লে দেখেও ভুল সিদ্ধান্ত নেওয়া হয়? এমন প্রশ্নই এখন উঠছে বিপিএলকে ঘিরে। খালি চোখে নটআউট দেখা গেলেও থার্ড আম্পায়ার টিভি দেখে কীভাবে ভুল আউট দিলেন এমন প্রশ্ন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। 

শনিবার বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামে ফরচুন বরিশাল। এই ম্যাচে  আম্পায়ারের ভুল সিদ্ধান্ত নিয়ে উঠছে নানা কথা। প্রথম ভুল সিদ্ধান্তটা ফিল্ড আম্পায়ার মোর্শেদ আলী খানের। তিনি বরিশালের পাকিস্তানি পেসার ইফতেখার আহমেদের বলে কুমিল্লার জাকের আলীকে ভুল লেগবিফোরের  সিদ্ধান্ত দেন। বল লেগ স্টাম্পের বাইরে পিচ করলেও তিনি আউট দেখান। এরপর টিভি রিপ্লেতেও দেখা যায় বল লেগস্টাম্পের বাইরে পিচ করেছে। 

এরপর প্রশ্ন উঠেছে, খালি চোখে ভুল হতেই পারে, কিন্তু টিভি রিপ্লে দেখে কীভাবে ভুল সিদ্ধান্ত দেওয়া হয়? টিভি আম্পায়ার তানভীর আহমেদ রিপ্লে দেখেও আউট দিয়ে দেন। আর এরপরেই  অনেকে দাবি করছে তাহলে ডিআরএসের দরকার কী? মাঠের খেলা দেখেই সিদ্ধান্ত নিলে হয়। এ নিয়ে কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিনের মুখেও শোনা গেছে একরাশ হতাশা। 

সংবাদমাধ্যমে তিনি বলেন, ” মাঠে সবাই দেখেছেন কি হয়েছে৷ এই  মুহুর্তে আমি আসলে কিছু বলতে পারবো না। এটা নিয়ে বিতর্ক অনেক চলছে। আমি শুরুতেই বলেছিলাম একটা – দুইটা সিদ্ধান্তে আপনি ম্যাচটা হেরে যাবেন। ম্যাচে যা হয়েছে তা আমরা কেউ প্রত্যাশা করিনি। এসব কারনেই বিপিএল নিয়ে এত বিতর্ক, সিদ্ধান্তগুলো যদি আরেকটু চিন্তাভাবনা করে দেওয়া হয়, তাহলে সেটা সবার জন্যই  ভালো। নতুবা আম্পায়ারিং নিয়ে বিতর্ক আরো বাড়বে “। 

খালি চোখে নট আউট দেখলেও টিভি আম্পায়ার আউট দিয়ে দিচ্ছে বলে দাবি করেন সালাউদ্দিন। তবে এখানে প্রতিবাদ করেও লাভ নেই বলে মনে করেন তিনি। মাঠে শোরগোল করলে সাসপেন্ড করে দিবে বলেও আশংকা প্রকাশ করেন তিনি। সালাউদ্দিন বলেন, ” ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত বিতর্কিত ছিলো। খালি চোখে যেটা দেখছি নট আউট, সেটা থার্ড আম্পায়ার আউট দিয়ে দিচ্ছে। এমন সিদ্ধান্তের প্রতিবাদে কি করতে পারি? সবাই আসলে দেখেছে মাঠে এসব কি হচ্ছে। আমাদের তো কিছু করার নেই। আমরা মাঠে চিৎকার করি সবাই কি এটা  চান? তাহলে সাসপেন্ড করে দেবে, আসলে আমাদের কিছু করার নেই। “

মোহাম্মদ সালাউদ্দিন আরো দাবি করেন, প্রথম ম্যাচেও আম্পায়ারের একটি সিদ্ধান্ত ভালো হয়নি। এরপর দ্বিতীয়বার আবার এমনটা হলো। বিপিএলে তাই ডিআরএস থাকার চেয়ে না থাকাই ভালো মনে করছেন তিনি। এই প্রসঙ্গে সালাউদ্দিন আরো বলেন, ” এসব কারনেই বিপিএলের মান কমে যাচ্ছে।  এই ধরনের ডিআরএস থাকার চেয়ে না থাকাই ভালো। অহেতুক বিতর্ক বাড়ে৷ আম্পায়ার যেটা দিয়ে দেবে, সেটা দেওয়াই ভালো। এটা তো একেবারে লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করেছে। অথচ আম্পায়ার ভুল সিদ্ধান্ত দিলো।দুঃখজনক ব্যপার “।

আগের আসরগুলোতেও বিপিএল নিয়ে বিতর্কের ঘটনা কম নয়। বিসিবি চেয়েছিলো এবার বিতর্ক মুক্ত বিপিএল করতে। কিন্ত পরিস্থিতি যা দাড়িয়েছে তাতে সামনে আরো নতুন কি বিতর্কের সৃষ্টি হয়, সেটাই এখন দেখার বিষয়।

আরো আজকের ট্রেন্ডিং

উদীয়মান তারকা: তরুণ প্রতিভা আইপিএল ২০২৪-এ প্রভাব ফেলছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তরুণ প্রতিভা ক্রিকেটের দ্রুত গতির খেলায় উজ্জ্বল হয়। আইপিএল ২০২৪ ব্যতিক্রম নয় এবং নতুন ক্রিকেটাররা বড় মঞ্চে তাদের দক্ষতা প্রদর্শন করেছে।...

অভ্যন্তরীণ কাজগুলি উন্মোচন করা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), অকথিত গল্প এবং লুকানো বাস্তবতার বিশ্বে প্রবেশ করা!

যখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) তার মাঠের অ্যাকশন দিয়ে ক্রিকেট ভক্তদের চমকে দেয়, তখন পর্দার আড়ালে ঘটছে কার্যকলাপের পুরো মহাবিশ্ব যা প্রায়শই অলক্ষিত হয়। সূক্ষ্ম টুর্নামেন্ট পরিকল্পনা থেকে শুরু করে...

আইপিএল ২০২৪: দল, খেলোয়াড় এবং বিস্তারিত পরিদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বিশ্বব্যাপী সবচেয়ে উত্তেজনাপূর্ণ ক্রিকেট লিগগুলির মধ্যে একটি। লক্ষ লক্ষ ভক্ত প্রতি বছর টুর্নামেন্ট দেখে। ২০২৪ সালে, দলগুলি চ্যাম্পিয়নশিপের জন্য প্রতিযোগিতা করবে, নতুন প্রতিভা বৃদ্ধি পাবে এবং...

গ্লোবাল টি-টোয়েন্টি লিগ গঠনে আইপিএল-এর অবদান, ক্রিকেটের সর্বশ্রেষ্ঠ মঞ্চের সীমানা ছাড়িয়ে বিশ্বব্যাপী রেকর্ড স্থাপন করেছে!

গ্লোবাল টি-টোয়েন্টি লিগ গঠনে আইপিএল-এর অবদান, ক্রিকেটের সর্বশ্রেষ্ঠ মঞ্চের সীমানা ছাড়িয়ে বিশ্বব্যাপী রেকর্ড স্থাপন করেছে! ক্রিকেট, যাকে প্রায়শই ভদ্রলোকের খেলা বলে অভিহিত করা হয়, এটি সীমানা অতিক্রম করেছে এবং একটি...