Skip to main content

আবারো জাতীয় দলে ফিরতে চান আমির

আবারো জাতীয় দলে ফিরতে চান আমির

পাকিস্তানের ক্রিকেট দলে অভ্যন্তরীণ বিবাদ যেন সবসময়ই লেগে থাকে। সেই বিবাদের কারণে নানান সময়ে খেলোয়াড়দের বাদ পড়তে দেখা যায়, কেউ কেউ অবসরের মতো কঠিন সিদ্ধান্তও নিয়ে ফেলেন। তেমনই একজন ক্রিকেটার, মোহাম্মদ আমির। ২০২০ সালের শেষদিকে অভিমান করেই জাতীয় দলের জার্সিতে না খেলার কথা জানিয়ে দেন বাঁহাতি পেসার।

অবশ্য অবসরের সময় কারণও জানিয়ে যান আমির। পাকিস্তানের তৎকালীন প্রধান কোচ মিসবাহ উল হক এবং বোলিং কোচ ওয়াকার ইউনুসের ওপর ক্ষুব্ধ হয়েই এই সিদ্ধান্ত নেন তিনি। অবশ্য আমির এটাও জানিয়ে যান যে, কোচিং প্যানেলে পরিবর্তন আসলে আবারো জাতীয় দলে খেলবেন তিনি। তার সেই কথা থেকেই স্পষ্ট  কোচিং প্যানেলের ওপর পুরোপুরিভাবে নাখোশ ছিলেন তিনি।

এবার অবশ্য আমিরের সামনে সেই সুযোগ এসেছে। কোচিং প্যানেল তো বটে, গোটা পাকিস্তান ক্রিকেট বোর্ডেই (পিসিবি) এখন ব্যাপক পরিবর্তন ঘটেছে। যে কারণে অবসর ভেঙে পুনরায় জাতীয় দলে খেলার জন্য, আমিরের পথটা সহজ হতে যাচ্ছে। রমিজ রাজার বদলে এখন পিসিবি সভাপতির চেয়ারে আছেন নাজাম শেঠি, প্রধান নির্বাচক হিসেবে আছেন দেশটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

এবার রমিজও নেই। আমিরের সঙ্গে যাদের দ্বন্দ্ব, তাদের কেউই বোর্ডে নেই বললেই চলে। তাই তো ফের জাতীয় দলে ফিরতে চান পাকিস্তানের এই তারকা পেসার। এক সাক্ষাৎকারে  আমির বলেন, ” আল্লাহ চাইলে আমি আবার পাকিস্তানের হয়ে মাঠ মাতাবো। বর্তমান সভাপতি নাজাম শেঠি আমার প্রতি যথেষ্ট আন্তরিক। তিনি আমাকে জাতীয় হাইপারফরম্যান্স ইউনিটিতে অনুশীলন করতে বলেছেন।

উল্লেখ্য, পাকিস্তানের জার্সিতে ৬১টি ওয়ানডে, ৫০টি টিটোয়েন্টি এবং ৩৬টি টেস্ট ম্যাচ খেলেছেন আমির। যেখানে তিন ফরম্যাট মিলিয়ে আমির উইকেট শিকার করেছেন মোট ২৫৯টি। এই পেসারের বয়সটাও এখনো ৩০ এর ঘরে। ঘরোয়া লিগগুলোতে যেখানেই খেলছেন, ফর্ম দেখাচ্ছেন তিনি। যে কারণে, পিসিবি আন্তরিক হলে আবারো জাতীয় দলে খেলার জোর সম্ভাবনা থাকছে আমিরের।

আরো আজকের ট্রেন্ডিং

তরুণ প্রতিভার উপর আইপিএলের প্রভাব: ভবিষ্যতের কিংবদন্তি তৈরি করা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০০৮ সালে তার সূচনা থেকেই ক্রিকেটের জগতে বিপ্লব ঘটিয়েছে। আইপিএল একটি জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট যা সারা বিশ্বের শীর্ষ প্রতিভাদের আকর্ষণ করে এবং তরুণ ক্রিকেটারদের তাদের দক্ষতা...

আইপিএল ২০২৪-এর রাইজিং স্টারস: ক্রিকেটের ভবিষ্যত গঠনকারী উদীয়মান খেলোয়াড়দের আবিষ্কার করুন!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সর্বদাই তরুণ ক্রিকেটারদের জন্য তাদের প্রতিভা প্রদর্শন এবং বিশ্ব মঞ্চে নিজেদের জন্য একটি নাম তৈরি করার একটি প্ল্যাটফর্ম। ২০২৪ মরসুম আলাদা নয়, উদীয়মান খেলোয়াড়দের একটি নতুন...

আইপিএলের ভক্ত বিশ্বব্যাপী: ভারতে সীমানা ছাড়িয়ে ক্রিকেটের শ্রেষ্ঠত্ব হিসাবে গড়ে তোলা!

আইপিএলের ভক্ত বিশ্বব্যাপী: ভারতে সীমানা ছাড়িয়ে ক্রিকেটের শ্রেষ্ঠত্ব হিসাবে গড়ে তোলা! আইপিএল ভৌগোলিক সীমানা অতিক্রম করে একটি বিশ্ব ক্রীড়াঙ্গনে পরিণত হয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ভৌগোলিক সীমানা অতিক্রম করে একটি...

আইপিএল ২০২৪ অধিনায়কদের তালিকা| ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অধিনায়ক এবং কোচ

আইপিএল ২০২৪, ১৭ তম সংস্করণ, ২২ মার্চ ২০২৪ এ শুরু হয়৷ এটি ৭ এপ্রিল ২০২৪ পর্যন্ত চলবে৷ প্রাথমিক ২-সপ্তাহের সেশনে মোট ২১টি অ্যাকশন-প্যাকড ম্যাচ খেলা হবে ৷ ১০টি ভিন্ন শহরে...