Skip to main content

আবারো আইপিএল খেলবেন ক্রিস গেইল !

Christopher Henry Gayle OD is a Jamaican cricketer who has been playing international cricket for the West Indies since 1999.

Christopher Henry Gayle OD is a Jamaican cricketer who has been playing international cricket for the West Indies since 1999.

চার-ছক্কার ফুলঝুরিতে দর্শকদের মাতিয়ে রাখতে তার জুড়ি মেলা ভার।

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হটকেক ও তিনি। তিনি ইউনিভার্স বস ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)  আগের মৌসুমগুলোও ব্যাট হাতে মাতিয়েছেন তিনি। ১২ বছরের ক্যারিয়ারে সবমিলিয়ে ১৪২ ম্যাচ থেকে গেইল করেছেন ৪৯৬৫ রান। ৩১টি হাফ সেঞ্চুরির সাথে রয়েছে ৬টি সেঞ্চুরি। তবে এমন পারফরম্যান্স করেও আইপিএল থেকে যথাযথ সম্মান পাননি বলে দাবি করেছেন তিনি।

যে কারণে অনেকটা অভিমান করেই আইপিএল ২০২২ এর মেগা নিলাম থেকে নিজের নাম সরিয়ে নেন গেইল। একারনেই এবারের মৌসুমে আইপিএলে দেখা যাচ্ছে না তাকে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে  গেইল বলেন, ‘আইপিএলে শেষ দুই মৌসুমে যেভাবে খেলেছি, তাতে প্রাপ্য সম্মানটুকু পায়নি আমি। তাই আমি স্বেচ্ছায় ২০২২ আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। বাস্তবতা মেনে নিয়েছি। এখানে আমার দোষ নেই। ক্রিকেটের বাইরের জীবন উপভোগ করার চেষ্টা করেছি “। 

তবে গেইল ভক্তদের জন্য সুখবর।  পরের মৌসুমে আবারো জমজমাট এই টুর্নামেন্টে ফেরার কথা জানিয়েছেন স্বয়ং গেইল।  সাক্ষাৎকারে গেইল বলেন, ‘আগামী বছর আমি আবার ফিরছি। আমাকে তাদের দরকার। আমি আইপিএলে তিন দলের হয়ে প্রতিনিধিত্ব করেছি। কলকাতা, আরসিবি এবং পাঞ্জাবের মধ্যে সবচেয়ে বেশি ভালো সময় কেটেছে আরসিবিতে।

আগামী মৌসুমে দলের হয়ে শিরাপা জেতার স্বপ্নও দেখছেন বিনোদনের এই ফেরিওয়ালা ” আরসিবি এবং পাঞ্জাবের হয়ে আমি শিরোপা জিততে চাই। পাঞ্জাবে খেলতেও উপভোগ করি। আমি অনুসন্ধান করতে এবং চ্যালেঞ্জ নিতে পছন্দ করি।’

২০০৯ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে অভিষেক হয় গেইলের। পরবর্তীতে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কিংস ইলেভেন পাঞ্জাবের (বর্তমান পাঞ্জাব কিংস) হয়েও আইপিএল মাতিয়েছেন তিনি।

গেইলের মাঠে নামা মানেই, বোলারদের জন্য আতঙ্ক। তার আইপিএল ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। টুর্নামেন্টটির ইতিহাসে এখন পর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটিও তার দখলে। গেইল আবার আইপিএল খেলবেন কিনা এবং খেললেও সেই আগের রুপে ফিরবেন কিনা সেই উত্তর হয়ত সময়েই দেবে।

আরো আজকের ট্রেন্ডিং

আইপিএলে গ্লোবাল ট্যালেন্ট: লিগের সাফল্যে বিদেশী খেলোয়াড়দের  প্রভাব!

আইপিএলে গ্লোবাল ট্যালেন্ট: লিগের সাফল্যে বিদেশী খেলোয়াড়দের  প্রভাব! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সবসময়ই ক্রিকেটের শ্রেষ্ঠত্বের একটি দর্শনীয় স্থান, যা সারা বিশ্বের সেরা প্রতিভাদের একত্রিত করে। প্রতিষ্ঠার পর থেকে, বিদেশী খেলোয়াড়রা...

তরুণ প্রতিভার উপর আইপিএলের প্রভাব: ভবিষ্যতের কিংবদন্তি তৈরি করা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০০৮ সালে তার সূচনা থেকেই ক্রিকেটের জগতে বিপ্লব ঘটিয়েছে। আইপিএল একটি জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট যা সারা বিশ্বের শীর্ষ প্রতিভাদের আকর্ষণ করে এবং তরুণ ক্রিকেটারদের তাদের দক্ষতা...

আইপিএল ২০২৪-এর রাইজিং স্টারস: ক্রিকেটের ভবিষ্যত গঠনকারী উদীয়মান খেলোয়াড়দের আবিষ্কার করুন!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সর্বদাই তরুণ ক্রিকেটারদের জন্য তাদের প্রতিভা প্রদর্শন এবং বিশ্ব মঞ্চে নিজেদের জন্য একটি নাম তৈরি করার একটি প্ল্যাটফর্ম। ২০২৪ মরসুম আলাদা নয়, উদীয়মান খেলোয়াড়দের একটি নতুন...

আইপিএলের ভক্ত বিশ্বব্যাপী: ভারতে সীমানা ছাড়িয়ে ক্রিকেটের শ্রেষ্ঠত্ব হিসাবে গড়ে তোলা!

আইপিএলের ভক্ত বিশ্বব্যাপী: ভারতে সীমানা ছাড়িয়ে ক্রিকেটের শ্রেষ্ঠত্ব হিসাবে গড়ে তোলা! আইপিএল ভৌগোলিক সীমানা অতিক্রম করে একটি বিশ্ব ক্রীড়াঙ্গনে পরিণত হয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ভৌগোলিক সীমানা অতিক্রম করে একটি...