গত ১৫ আসর থেকে একটি শিরোপা জয়ের আক্ষেপ নিয়েই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের মৌসুম শেষ করতে হয় ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলিকে। শিরোপা যেন ধরা দিতে চাইছে না।
চলমান আসরে দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হেরে আইপিএল থেকে ছিটকে গেছে ব্যাঙ্গালোর। এরপর কঠিন সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন বিরাট। এরই মাঝে তাকে সবসময় সমর্থন করায় ভক্তদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তায় বিরাট বলেন, ‘কখনো আপনি জেতেন, কখনো বা আবার জিততে পারেন না। তবে দলের সমর্থকদের আমি একটা কথাই বলতে চাই যে, আপনারা এক কথায় অসাধারণ। গোটা টুর্নামেন্ট ধরেই আমাদের পাশে ছিলেন। আপনাদের জন্যই ক্রিকেট খেলা এতটা সুন্দর হয়ে উঠেছে। তবে শেখার কোনো শেষ নেই।’
আরেক পোস্টে কোহলি বলেন, ‘আমি দলের ম্যানেজমেন্ট, সাপোর্ট স্টাফ এবং এই টুর্নামেন্টের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাতে চাই। পরের মৌসুমে আবারো দেখা হবে।’
আইপিএলের এবারের আসরে যেন মুদ্রার উল্টো পিঠ দেখেছেন বিরাট। পুরো আসরেও নিজের স্বভাবসুলভ ক্রিকেট খেলতে পারেন নি তিনি। ফর্মে ফিরতে মরিয়া বিরাট পারেন নি দলের কঠিন সময়ে কোন অবদান রাখতে। প্রত্যেক মৌসুমেই পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামলেও শিরোপা যেন আরাধ্য আরসিবির। এবারের আসরে অধিনায়ক বদল করে মাঠে নামলেও ভাগ্য বদল হয় নি ফ্র্যাঞ্চাইজিটির।
সামনেই টি টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে দলের দুই তারকা কোহলি এবং রোহিত শর্মার ফর্মহীনতা ভাবাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। রবি শাস্ত্রীর মত সাবেক গুরু কোহলিকে ফর্মে ফিরতে পরামর্শ দিয়েছিলেন পুরো আইপিএল না খেলে বিশ্রাম নিতে। যদিও খেলা চালিয়ে গেছেন কোহলি। তবে এবারের আইপিএল নিশ্চয়ই ভুলে যেতে চাইবেন তিনি।